1)কি কোয়ালিফিকেশন লাগবে।
2)AGE CRITERIAকি থাকে।
3)PHYSICAL TEST এ কি কি থাকে।
4)EXAM FROM কবে বার হয়।
5) কি PERCENTAGE REQUIRE হবে।
6) EXAM এর কটা প্রকার হয়ে থাকে।
7) তুমি কতবার ATTEMPT নিতে পারবে।
8)স্যালারি কত হয়ে থাকে।
9)এই কোর্সে পড়াশুনা কিভাবে করবে।
IPS পরীক্ষা UPSC ধার্য করে থাকে।
UPSC:-UNION PUBLIC SERVICE COMMISSION
যদি কেউ আইপিএস অফিসার হওয়ার জন্য পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি হয় তাহলে সেটা ভুল কথা কারণ সেই পরীক্ষাতে CIVIL সার্ভিস-এর জন্য তৈরি হচ্ছে।এর ভেতরে অনেক রকমের কোর্স আছে যেমন IAS,IPS,IFS,IRS,এগুলোর EXAM UPSC ORGANIZE করে থাকে।একটা গুরুত্বপূর্ণ জিনিস হল IAS এবং IPS-এর পরীক্ষা এক হয়, IPC-এর জন্য একটা টেস্ট এক্সট্রা হয়ে থাকে সেটা হল ফিজিক্যাল টেস্ট।
ASP,DSP,SP,SSP,DIG,IG,DGP যতগুলো থাকে সব IPS হয়ে থাকে।
কি QUALIFICATION লাগবে?
এই পরীক্ষার জন্য তোমাকে GRADUATION পাস করতে হবে।যে কোন SUBJECT-এর উপরে হলেই হবে
যদি তুমি কলেজে লাস্ট সেমিস্টারের পরীক্ষা দেবে তখন ও তুমি IPC EXAM-এর ফরম ফিলাপ করতে পারো। যদি তুমি B.A,B.COM,B.SC,BBA,BCA,ইঞ্জিনিয়ারিং বা কোনো ডিগ্রী করে থাকে তাহলে তুমি CIVIL SERVICE-এর জন্য ELIGABLE হয়ে থাকবে।
IBS এবংIPS হওয়ার জন্য ক্যান্ডিডেটকে ভারতের নাগরিক হতে হবে।সিটিজেন অফ ইন্ডিয়া COMPULSORY হয়ে থাকে।যত বাদবাকি সার্ভিস আছে সব IFS এবং IRS- এর অন্তর্ভুক্ত যেমন- নেপাল, ভুটান,পাকিস্তান,মাইগ্রেট হতে পারে।
AGE CRITERIA :-
GENERAL-21-32 YEARS
OBC-21-35 YEARS
SC/ST-21-37 YEARS
যদি তুমি জম্মু-কাশ্মীরের হও ও GENERAL CATEGORY হও - 21-27বছর।PHYSICAL DISABLE GENERAL ক্যান্ডিডেটদের জন্য ছাড় থাকে মিনিমাম 10 বছরের অর্থাৎ 42 বছর পর্যন্ত মিনিমাম এবং অন্ধ তাদের জন্য 37 বছর,OBC-38 বছর,SC/ST-40 বছর বয়স সীমা হয়ে থাকে।
PHYSICAL TEST :- IAS-এর কোনো ফিজিকাল টেস্ট নেই। IPS-এর জন্য ফিজিকাল টেস্ট ধার্য করা হয়েছে।
HEIGHT REQUIREMENT:-পরীক্ষা দেওয়ার জন্য
পুরুষদের জন্য:-165 C.M
মহিলাদের জন্য:- 150 C.M
SC/ST CATEGORY-এর জন্য পুরুষদের -160 C.M
মহিলাদের -145 C.M
CHEST REQUIREMENT:-পুরুষদের ছাতি হতে হবে-84 C.M
মহিলাদের ছাতি হতে হবে-79 C.M
EYESIGHT :-কমজোরি চোখের জন্য 6/12 বা 6/9 স্বচ্ছ চোখের জন্য 6/6 বা 6/9 NEAR VISION কমজোরি চোখের জন্যে J2
স্বচ্ছ চোখের জন্যে J1
CIVIL SERVICE (IAS/IPS) পরীক্ষার ফর্ম কবে বের হয়:-
এই ফর্ম বেশিরভাগ ফেব্রুয়ারিতে বার হয়ে থাকে।
এই ফর্ম ONLINE APPLY হয়ে থাকে।
তুমি কতবার ATTEPT নিতে পারবে:-
GENERAL -6 ATTEMPT
OBC -9 ATTEMPT
SC/ST-AGE লিমিট শেষ পর্যন্ত ATTEMPT নিতে পারবে।
JAMMU এবং KASHMIR এর জন্য UP TO THE AGE LIMIT.
প্রতিবছর 10 লাখের বেশি স্টুডেন্ট ফর্ম APPLY করে আর পুলিশের EXAM-এ 5 লাখে পৌঁছায়। এর মধ্যে QUALIFY হয় 15000-এর কাছাকাছি। আর এর মধ্যে থেকে INTERVIEW-এর জন্য পৌঁছায় 2800- স্টুডেন্টের মধ্যে সিলেক্ট হয়ে থাকে 800-র কাছাকাছি।
EXAM PATTERN :-
1)PRELIMINARY 2)MAINS 3)INTERVIEW
PRELIMINARY EXAM:- এই পরীক্ষায় দুটো পেপার হয়ে থাকে 1)জেনারেল 2) C-SAT
দুটো পেপার 200+200 নাম্বারের হয়।দুটো পেপারে NO. OF QUESTION আলাদা আলাদা হয়ে থাকে। প্রথমে 100-টা প্রশ্ন থাকে দ্বিতীয়টা 80-টা প্রশ্ন থাকে। এই EXAM-এ হিন্দি বা বাংলা এই দুটোর মধ্যে যে কোন
1টা EXAM দিতে পারো।
সিলেবাস:-1ST পেপারে বেশিরভাগ জেনারেল প্রশ্ন হয়ে থাকে HISTORY,GEOGRAPHY,CONSTITUTION,ECONOMICS,GENERAL ISSUES GENERAL SCIENCE প্রশ্ন এসে থাকে।
C-SAT PAPER :-এর মধ্যে ব্যাংক,SSC QUESTION COMPREHENSION,LOGICAL RESONING,DECISION MAKING-এর উপর প্রশ্ন থাকে।
প্রথম এবং পরের পেপার মধ্যে ডিফারেন্স কি ?
C-SAT শুধুমাত্র QUALIFING পেপার এতে তোমাকে 200 মধ্যে 66 নম্বর আনতে হবে।প্রথম পেপার তোমাকে মেরিট বানিয়ে থাকে।যাতে তুমি পরের MAINS EXAM-এর জন্য QUALIFY হতে পারবে।এর মধ্যে MCQ প্রশ্ন হয়ে থাকে।
MAIN EXAM :-MAIN EXAM-এ 9টা পেপার হয়ে থাকে।TOTAL MARKS 1750 নম্বরের হয়ে থাকে।9টা পেপারের মধ্যে 7টা পেপারের উপর বেশি জোর দিতে হবে।কারণ MERIT যখন বানানো হয় 7টা পেপারের উপর বানানো হয়।এইগুলো ছাড়া আরও 2টো পেপার QUALIFYING পেপার হয়ে থাকে।এর নম্বর কাউন্ট করা হয় না কিন্তু তোমাকে 33% নম্বর আনতে হবে।এর মধ্যে একটা পেপার ইংলিশে হয়ে থাকে পরের পেপার লোকাল ভাষায় হয়ে থাকে।
MAIN EXAM PAPER সিলেবাস
PAPER 1 - GENERAL ESSAY
: PAPER 2- ESSAY লিখতে হয় 122-125 MARKS এর হয়ে থাকে
: PAPER -2-GENERAL STUDIES INDIAN HISTORY CULTURE
: WORLD GEOGRAPHY AND SOCIETY
PAPER3-
CONSTITUTION,POLITICS,SOCIAL JUSTICE AND INTERNATIONAL RELATION
PAPER 4-TECHNOLOGY,ECONOMICS,DEVELOPMENT,BIODIVERSITY,ENVIRONMENT,SECURITY DISASTER MANAGEMENT
: PAPER-5
ETHIICS,INTERGRITY & ATTITUDE
PAPER 6 & 7-
এটা অপশনাল পেপার হয়ে থাকে তুমি যে SUBJECT সিলেক্ট করবে সেই SUBJECT উপরে পরীক্ষা দিতে হবে।
INTERVIEW :- এটা পার্সোনালিটি টেস্ট বলা হয়ে থাকে এখানেই তোমার আসল পরীক্ষা হয়ে থাকে।
SALARY :- স্যালারি ব্যাংকের উপর ভিত্তি করে হয় এবং কোন ক্যাটাগরিতে তুমি কাজ পেয়েছ।
SP-78-হাজারের কাছাকাছি।
SSP-1 লাখ 31হাজার।
DIG- 1লাখ 44 হাজারের কাছাকাছি।
DGP-1লাখ 82 হাজারের কাছাকাছি।
এছাড়া অনেক ফেসিলিটি প্রোভাইড করা হয়।
OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK
OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK
OUR WEBSITE PAGE LINK - CLICK ON THE WEBSITE PAGE LINK