Wednesday, March 29, 2023

How to become IPS OFFICER?( Eligibility,course duration,exam & salary)(( Details in Bengali).




1)কি কোয়ালিফিকেশন লাগবে। 

 2)AGE CRITERIAকি থাকে।

3)PHYSICAL TEST এ কি কি থাকে।

4)EXAM FROM কবে বার হয়।

5) কি PERCENTAGE  REQUIRE হবে।

6) EXAM এর কটা প্রকার হয়ে থাকে।

7) তুমি কতবার ATTEMPT নিতে পারবে।

8)স্যালারি কত হয়ে থাকে।

9)এই কোর্সে পড়াশুনা কিভাবে করবে।


IPS পরীক্ষা UPSC ধার্য করে থাকে।

UPSC:-UNION PUBLIC SERVICE COMMISSION

যদি কেউ আইপিএস অফিসার হওয়ার জন্য পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি হয় তাহলে সেটা ভুল কথা কারণ সেই পরীক্ষাতে CIVIL সার্ভিস-এর  জন্য তৈরি হচ্ছে।এর ভেতরে অনেক রকমের কোর্স আছে যেমন IAS,IPS,IFS,IRS,এগুলোর EXAM UPSC ORGANIZE করে থাকে।একটা গুরুত্বপূর্ণ জিনিস হল IAS এবং IPS-এর পরীক্ষা এক হয়, IPC-এর জন্য একটা টেস্ট এক্সট্রা হয়ে থাকে সেটা হল ফিজিক্যাল টেস্ট। 

ASP,DSP,SP,SSP,DIG,IG,DGP যতগুলো থাকে সব IPS হয়ে থাকে।  

 

কি QUALIFICATION লাগবে?

 এই পরীক্ষার জন্য তোমাকে  GRADUATION পাস করতে হবে।যে কোন SUBJECT-এর উপরে হলেই হবে 

 যদি তুমি কলেজে লাস্ট সেমিস্টারের পরীক্ষা দেবে তখন ও তুমি IPC EXAM-এর ফরম ফিলাপ করতে পারো। যদি তুমি B.A,B.COM,B.SC,BBA,BCA,ইঞ্জিনিয়ারিং বা কোনো ডিগ্রী করে থাকে তাহলে তুমি CIVIL SERVICE-এর জন্য ELIGABLE হয়ে থাকবে।

IBS এবংIPS হওয়ার জন্য ক্যান্ডিডেটকে ভারতের নাগরিক হতে হবে।সিটিজেন অফ ইন্ডিয়া COMPULSORY হয়ে থাকে।যত বাদবাকি সার্ভিস আছে সব IFS এবং IRS- এর অন্তর্ভুক্ত যেমন- নেপাল, ভুটান,পাকিস্তান,মাইগ্রেট হতে পারে।


AGE CRITERIA :-

GENERAL-21-32 YEARS 

OBC-21-35 YEARS 

SC/ST-21-37 YEARS

যদি তুমি জম্মু-কাশ্মীরের হও ও GENERAL CATEGORY  - 21-27বছর।PHYSICAL DISABLE GENERAL ক্যান্ডিডেটদের জন্য ছাড় থাকে মিনিমাম 10 বছরের অর্থাৎ 42 বছর পর্যন্ত মিনিমাম এবং অন্ধ তাদের জন্য 37 বছর,OBC-38 বছর,SC/ST-40 বছর বয়স সীমা হয়ে থাকে। 

  

PHYSICAL TEST :- IAS-এর কোনো ফিজিকাল টেস্ট নেই। IPS-এর জন্য ফিজিকাল টেস্ট ধার্য করা হয়েছে।

HEIGHT REQUIREMENT:-পরীক্ষা দেওয়ার জন্য

 পুরুষদের জন্য:-165 C.M 

মহিলাদের জন্য:- 150 C.M 

SC/ST CATEGORY-এর জন্য পুরুষদের -160 C.M 

                                           মহিলাদের -145 C.M                                    

CHEST REQUIREMENT:-পুরুষদের ছাতি হতে হবে-84 C.M

                                         মহিলাদের ছাতি হতে হবে-79 C.M 

EYESIGHT :-কমজোরি চোখের জন্য 6/12 বা 6/9 স্বচ্ছ চোখের জন্য  6/6 বা 6/9 NEAR VISION কমজোরি চোখের জন্যে J2 

স্বচ্ছ চোখের জন্যে J1

 CIVIL  SERVICE (IAS/IPS) পরীক্ষার ফর্ম কবে বের হয়:-

 এই ফর্ম বেশিরভাগ ফেব্রুয়ারিতে বার হয়ে থাকে। 

এই ফর্ম ONLINE APPLY হয়ে থাকে।

 তুমি কতবার ATTEPT নিতে পারবে:-

GENERAL -6 ATTEMPT 

OBC -9 ATTEMPT 

SC/ST-AGE লিমিট শেষ পর্যন্ত ATTEMPT নিতে পারবে। 

JAMMU এবং KASHMIR এর জন্য UP TO THE AGE LIMIT.

   প্রতিবছর 10 লাখের বেশি স্টুডেন্ট ফর্ম APPLY করে আর পুলিশের EXAM-এ 5 লাখে পৌঁছায়। এর মধ্যে QUALIFY হয়  15000-এর কাছাকাছি। আর এর মধ্যে থেকে INTERVIEW-এর জন্য পৌঁছায় 2800- স্টুডেন্টের মধ্যে সিলেক্ট হয়ে থাকে 800-র কাছাকাছি। 

EXAM PATTERN :-         

1)PRELIMINARY 2)MAINS 3)INTERVIEW 

 PRELIMINARY EXAM:- এই পরীক্ষায় দুটো পেপার হয়ে থাকে 1)জেনারেল 2) C-SAT

 দুটো পেপার 200+200 নাম্বারের হয়।দুটো পেপারে NO. OF QUESTION আলাদা আলাদা হয়ে থাকে।  প্রথমে 100-টা প্রশ্ন থাকে দ্বিতীয়টা  80-টা প্রশ্ন থাকে। এই EXAM-এ  হিন্দি বা বাংলা এই দুটোর মধ্যে যে কোন 

1টা EXAM দিতে পারো। 

সিলেবাস:-1ST পেপারে বেশিরভাগ জেনারেল প্রশ্ন হয়ে থাকে  HISTORY,GEOGRAPHY,CONSTITUTION,ECONOMICS,GENERAL ISSUES GENERAL SCIENCE প্রশ্ন এসে থাকে। 

C-SAT PAPER :-এর মধ্যে ব্যাংক,SSC QUESTION COMPREHENSION,LOGICAL RESONING,DECISION MAKING-এর উপর প্রশ্ন থাকে।

প্রথম এবং পরের পেপার মধ্যে ডিফারেন্স কি ?

C-SAT শুধুমাত্র QUALIFING পেপার এতে তোমাকে 200 মধ্যে 66 নম্বর আনতে হবে।প্রথম পেপার তোমাকে মেরিট বানিয়ে থাকে।যাতে তুমি পরের MAINS EXAM-এর জন্য QUALIFY হতে পারবে।এর মধ্যে MCQ প্রশ্ন হয়ে থাকে। 

MAIN EXAM :-MAIN EXAM-এ 9টা পেপার হয়ে থাকে।TOTAL MARKS 1750 নম্বরের হয়ে থাকে।9টা পেপারের মধ্যে 7টা পেপারের উপর বেশি জোর দিতে হবে।কারণ MERIT যখন বানানো হয় 7টা পেপারের উপর বানানো হয়।এইগুলো ছাড়া আরও  2টো পেপার QUALIFYING পেপার হয়ে থাকে।এর নম্বর কাউন্ট করা হয় না কিন্তু তোমাকে 33% নম্বর আনতে হবে।এর মধ্যে একটা পেপার ইংলিশে হয়ে থাকে পরের পেপার  লোকাল  ভাষায় হয়ে থাকে।

 MAIN EXAM PAPER সিলেবাস

PAPER 1 - GENERAL ESSAY

: PAPER 2- ESSAY লিখতে হয় 122-125 MARKS এর হয়ে থাকে

: PAPER -2-GENERAL STUDIES INDIAN HISTORY CULTURE

: WORLD GEOGRAPHY AND SOCIETY

PAPER3-

CONSTITUTION,POLITICS,SOCIAL JUSTICE AND INTERNATIONAL RELATION

 PAPER 4-TECHNOLOGY,ECONOMICS,DEVELOPMENT,BIODIVERSITY,ENVIRONMENT,SECURITY DISASTER MANAGEMENT

: PAPER-5

 ETHIICS,INTERGRITY & ATTITUDE

PAPER 6 & 7- 

এটা অপশনাল পেপার হয়ে থাকে তুমি যে SUBJECT সিলেক্ট করবে সেই SUBJECT   উপরে পরীক্ষা দিতে হবে। 

INTERVIEW :- এটা পার্সোনালিটি টেস্ট বলা হয়ে থাকে এখানেই তোমার আসল পরীক্ষা হয়ে থাকে। 

SALARY :- স্যালারি ব্যাংকের উপর ভিত্তি করে হয় এবং কোন ক্যাটাগরিতে তুমি কাজ পেয়েছ। 

SP-78-হাজারের কাছাকাছি। 

SSP-1 লাখ 31হাজার। 

DIG- 1লাখ 44 হাজারের কাছাকাছি। 

DGP-1লাখ 82 হাজারের কাছাকাছি।

                                       এছাড়া অনেক ফেসিলিটি প্রোভাইড করা হয়।

OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

Tuesday, March 28, 2023

HOW TO BECOME AN INCOME TAX OFFICER





*কিভাবে একজন আয়কর কর্মকর্তা হবেন?

*ইনকাম Tax কি?

*কাজ 

*যোগ্যতা

*বয়স/শারীরিক ক্ষমতা 

*পরীক্ষা পদ্ধতি 

*সিলেবাস 

*স্যালারি 

*কিভাবে PREPARATION নেবে?


:-INCOME TAX:-


  সাধারণ INCOME TAX  বলতে বুঝি যারা আমরা আয় করি একটা নির্দিষ্ট টাকার পরিমাণ/AMOUNT রয়েছে এবং এই AMOUNT-এর বাইরে গিয়ে যারা INCOME করে যারা প্রচুর টাকা INCOME  করে তাদের INCOME TAX দিতে হয়। INCOME অনুযায়ী TAX দিতে হয়।বড় বড় শিল্পীরা কোম্পানিদের সরকারকে TAX দিতে হয়।এমনি সাধারণ মানুষদেরকেও INCOME টাকার পরিমাণ অনুযায়ী TAX দিতে হবে। বড় বড় শিল্পপতিরা মাসে INCOME TAX দিয়ে থাকেন। এইসব তত্ত্বাবধান যারা ফলো রাখেন তাদের  INCOME TAX OFFICER বলে।


INCOME TAX OFFICER এর কাজ কি?

 সাধারণত দু'রকমের কাজ হল হল 1)ASSESSMENT 2) NON- ASSESSMENT.

ASSESSMENT ব্যাপারটা হল অফিসে সাধারণ বসে কাজ করা বড় বড় শিল্পপতিদের বড় বড় ব্যবসা,বড় বড় কোম্পানিগুলো রয়েছে, বড় বড় আর্টিস্টরা রয়েছে তাদের সমস্ত তথ্যগুলো কালেক্ট করা, তাদের ব্যাংক ব্যালেন্স কত রয়েছে

তা খতিয়ে দেখা,তারা ঠিকঠাকভাবে TAX সেটা দেখা এছাড়াও TAX দু'ধরণের বা দু'প্রকারের হয়ে থাকে-

1) DIRECT TAX 

2)INDIRECT TAX 

 

*DIRECT TAX হলো যারা TAX দিয়ে দেয়। 

*INDIRECT TAX যারা ট্যাক্স দিতে যায়না তাদের থেকে কিভাবে আদায় করবে সেটা INDIRECT ট্যাক্স এর মধ্যে পড়ছে। 

NON-ASSESSMENT এর কাজ হলো যে ব্যাক্তি বা শিল্পপতির কোনো গ্যাজেট,ল্যাপটপ বা ফোন থেকে তথ্য বার করে এবং তাদের ব্যাঙ্ক ব্যালেন্স চেক করে বেশি পরিমানে টাকা থাকলে যদি কাগজপত্র দেখে তথ্য কালেক্ট করে বাড়িতে তদন্ত করতে যায়। তখন INCOME TAX RATE হয়। এই ব্যাপারগুলো NON-ASSESSMENT এর দিকে পড়ছে।

 প্রত্যেকে যারা ভারতীয় নাগরিকরা আছে তারা প্রত্যেকে যাতে ট্যাক্স দেয় সেটা খতিয়ে দেখে INCOME TAX অফিসারেরা এবং তাদের কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেখাতে হয়।


:-যোগ্যতা:-যে কোনো কাজ করার আগে সেই কাজের যোগ্য হতে হব।

1)প্রথমে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে যেকোনো শাখায় সায়েন্স,আর্টস,কমার্স যেকোনো শাখায় যদি তুমি THIRD  YEAR দিয়ে থাকো তাহলে তুমি এই ফর্ম ফিলাপ করতে পারো।

2)এখানে কোনো নম্বরের পার্সেন্টেজ নেই শুধু গ্র্যাজুয়েট হতে হবে।

: SSC CGL র আন্ডারে ফর্ম বার হয়। 


বয়স ও শারীরিক ক্ষমতা :-নূন্যতম বয়স 21-23 বছর পর্যন্ত থাকা প্রয়োজন এছাড়াও রিসার্ভ ক্যাটাগরির জন্য ছাড় আমরা দেখতে পাই। 

    OBC হলে=27+3=30 অর্থাৎ তিন বছরের ছাড় থাকে।

    SC/ST হলে=27+5= 32 অর্থাৎপাঁচ বছরের ছাড় থাকে।

   PWD হলে =27+10=37 অর্থাৎ 10 বছরের ছাড় থাকে।

 মেয়েদের ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেস:

হাইট:152 সেমি

ওয়েট:48 KG 

20 মিনিটের মধ্যে 1কি.মি দৌড়াতে হবে। 

20 মিনিটের মধ্যে 3 কি.মি সাইকেলিং করতে হবে।

      

  ছেলেদের ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেস:

 হাইট:157.5 সেমি

বুকের ছাতি 81সেমি 

15 মিনিটের মধ্যে 1600 মি দৌড়াতে হবে। 

30 মিনিটের মধ্যে 8 কি.মি সাইকেলিং করতে হবে।

 পরীক্ষার পদ্ধতি:-

TIER 1:-REASONING ,INTELLIGENCE (25)নম্বর 

              GENERAL AWARNESS (25)নম্বর 

            QUANTITIVE APTITUDE (25)নম্বর 

           ENGLISH COMPRENHENSION (25)নম্বর

TOTAL -100 (1 ঘন্টা)

MARKS -200,অনলাইন EXAM 


TIER 2:

     QUANTITIVE APTITUDE  TEST Q-200 /MARKS-200/HOUR-2 

            ENGLISH LANGUAGE Q-200 /MARKS-200/HOUR-2

 TIER3 :-DESCRIPTIVE [ESSAY /PRECTICE/APPLICATION /LETTER 

             এখানে OFFLINE পরীক্ষা।

 TIER 4:- CPT(COMPUTER PROFICIENCY TEST )

              এখানে তোমার DATA ENTRY ,কম্পিউটারের স্পিড কতটা সমস্ত কিছু চেক করা হয়। 

                             TIER 4 পাস করার পরে PHYSCICAL TEST করা হবে।

স্যালারি:মিনিমাম 46 হাজার টাকা থেকে শুরু করে অভিজ্ঞতার সাথে সাথে স্যালারি বাড়তে থাকে।


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

Wednesday, March 22, 2023

CAREER OPTION IN BPA COURSE






*BPA কী?

*যোগ‍্যতা

*FEES

*ADMISSION পদ্ধতি

*JOB OPORTUNITY

*SALARY

*HIGHER EDUCATION

*TOP INSTITUTE


:-BPA কী?

BPA=>BACHELOR OF PERFORMING ARTS.

 এটা তিন বছরের UNDER GRADUATE COURSE , এই কোর্স DANCE,MUSIC,DRAMA এসবের উপর ভিত্তি করে হয়। 

এই কোর্সের স্পেশাল কি কি জিনিস আছে:

KATHAK,BHARATNATYAM,SITAR,FLUTE,GUITAR,COMPUTER,GRAPHICS,TABLA তুমি  যেকোনো কোর্স করতে পারো যেটা তুমি চাও।


যোগ্যতা:-

BPA কোর্স করবার জন্য যেকোনো STREAM থেকে 12TH পাশ করতে হবে,এখানে কোন পার্সেন্টেজ লাগে না,কিন্তু কিছু কিছু সময় কিছু ইউনিভার্সিটির পার্সেন্টেজ  দেখে থাকে 50%-60% পর্যন্ত।


FEES:-(35,000 -- 1.5 lakh) এটা ডিপেন্ড করে কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে কোর্স করেছ।


ADMISSION PROCESSS:-TOP  ইউনিভার্সিটি গুলোতে ENTRANCE EXAM  দিতে হয়,MERIT BASE এ EXAM হয়ে থাকে।


TOP ENTRANCE EXAM:-

1)DELHI UNIVERSITY ENTRANCE TEST(DUET)

2)LOVELY PROFESSIONAL UNIVERSITY (LPUNEST)

3)BANARAS HINDU UNIVERSITY (BHUUET)


TOP UNIVERSITY:-

1)LOVELY PROFESSIONALUNIVERSITY(JALANDHAR)

2)BANARAS HINDU UNIVERSITY (VARANASI)

3)NATIONAL SCHOOL OF DRAMA(NEW DELHI)

4)SHAVITRIBAI PHULE PUNE UNIVERSITY

5)MUMBAI UNIVERSITY


JOB OPPORTIUNITY:-BPA  কোর্স করার পর তুমি কি কি কাজের সুযোগ পেতে পারো-


ACTOR,SCREEN WRITER,CHOREOGRAPHER,DANCE TEACHER,ARTS  ADMINISTRATOR,MUSICIAN,THEATER DIRECTOR.


SALARY:-এই BPA  কোর্স করার পর তুমি নিজের কোচিং ক্লাস খুলতে পারো।

এছাড়াও SALARY কথা বলা যায় তাহলে 3L- 6L বছরে হতে পারে এটা তোমার ইন্ডাস্ট্রির উপর নির্ভর করবে বা সরকারি কোন জায়গায় কাজ করলে তার উপর নির্ভর করবে।


HIGHER EDUCATION:- BPA  কোর্স কমপ্লিট করার পর  MASTER OF PERFORMING ARTS করতে পারো।


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

Tuesday, March 21, 2023

How To Become ICDS AGANWADI SUPERVISOR






 ICDS:- তোমরা সাধারণত দেখে থাকবে বিশেষ করে পাড়া,ক্লাব বা বিভিন্ন স্কুলগুলো রয়েছে সেখানে দেখা যায় সকালের দিকে  প্রাইমারি স্কুলে ছোট ছোট বাচ্চারা ভর্তি হয় দিদিমণি তাদের পড়ান এবং সেখানে রান্না হয় এবং তারপর খাওয়ার প্রদান করা হয়,এই স্কুলগুলি হল অঙ্গনারী স্কুল।

            

                 যার আন্ডারে 40 থেকে 65 তো ছোট ছোট সেন্টার থাকে যেখানে অঙ্গনারীরা কাজ করে থাকে।

ICDS SI দের কাজ হলো প্রতিটি সেন্টারে খতিয়ে দেখা সমস্ত কাজকর্ম ঠিকমতো হচ্ছে কিনা,প্রত্যেকটা ছোট ছোট শিশু এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য দেখাশোনা মেনটেন ঠিকমত হচ্ছে কিনা,তারা ঠিকঠাক মতো পুষ্টি পাচ্ছে কিনা, নিউট্রিশনে ভুগছে কিনা এই জিনিসগুলো যারা অবসার্ভ করে থাকে তারাই হচ্ছে অঙ্গনারী SI পদে নিয়োগ হয়।

                     এই অঙ্গনারীর ভেতরে অনেকরকম প্রজেক্ট থাকে যেমন পালস পোলিও দেওয়া, বিভিন্ন টিকাকরণ দেওয়া,সবার স্বাস্থ্য ঠিকমতন চলছে কিনা,ওজন বেশি কিনা কারোর কম ওজন কিনা সব নজর রাখা। [অঙ্গনারী পদে নিয়োগ হবে কি করে?]


ICDS SI(INDIAN CHILD DEVELOPEMENT SELFISH SUB INSPECTOR)


যোগ‍্যতা:- এই কাজের জন্য প্রথম কাজ হল যে কোন শাখায় ARTS,COMMERCE,SCIENCE তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে,তাহলে এই চাকরির ফর্ম ফিলাপ করতে পারবে।


বয়স:-18-39  মধ্যে হতে হবে এটা জেনারেল কাস্টদের জন্য,OBC-দের জন্য দেখতে পাই 3 বছর বেশি  অর্থাৎ  39+3=42,যারা SC/ST  candidate 5 বছরের বেশি  পাচ্ছো,49+5=54, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের 10 বছরের ছাড় পাচ্ছে 49+10=59।

 

 পরীক্ষা:-পরীক্ষার তিনটে ধাপ রয়েছে PART 1,PART 2,PART 3 তোমরা এটাকে প্রিমিলিয়ারি,মেনস্,ইন্টারভিউ।


 সিলেবাস:-প্রথমেই প্রিমিলিয়ারি পরীক্ষা বিশেষভাবে পূর্ণভাবে MCQ টাইপ  ভিত্তি করে পরীক্ষায়  প্রশ্ন আসে।100 তে পরীক্ষা হয়ে থাকে।


 *কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে:-

PART 1:-ENGLISH/G.K/GI/ARITHMETIC(পাটিগণিত)NUTRITION(পুষ্টি) নিয়ে ভালো করে নলেজ রাখতে হবে।পুষ্টির যে ভাগ গুলো রয়েছে একটু যদি ভালো করে দেখে নাও তাহলে ICDS SI পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ ICDS SI পুরোপুরি পুষ্টি সংক্রান্ত।

এই টোটাল SUBJECT-এর MCQ তে পরীক্ষার 100 নম্বরের হবে।


PART 2:-BENGALI/BENGALISH/GENERAL SCIENCE/ARITHMETIC।প্রতিটি পরীক্ষায় সময় ধার্য করা হবে।TIME-90 MIN

 

PART 3:-INTERVIEW হবে, যাচাই করা হবে,ICDS SI উপযুক্ত কিনা,50 নম্বরের ইন্টারভিউ থাকবে।

      এরপরে যদি তুমি সিলেক্ট হয়ে যাও তাহলে তুমি চাকরির জন্য উপযুক্ত।


  * এই চাকরীর 2 বছর পর পর ফর্ম বেরিয়ে থাকে।

 স‍্যালারী:- প্রথমেই ঢুকে 15-35 হাজার টাকা পেতে পারো। অভিজ্ঞতার সাথে সাথে স‍্যালারি ও বাড়তে থাকে।


* এই ফর্ম বেড়ানোর পর ফর্মের জন্য কতটা AMOUNT  লাগবে:- 

যারা GENERAL কাস্ট হয় তাদের জন্য 160 টাকা লাগবে।OBC-দের জন্য অল্প কিছু ছাড় দেওয়া হয়।যারা SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকে তাদের জন্য কোন পয়সা লাগবে না,তারা বিনা পয়সায় ফর্ম ফিলাপ করতে পারবে।


ICDS মূল উদ্দেশ্য :-6 বছর  বয়সের শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের অবস্থার উন্নতি করা

 মৃত্যুহার,অসুস্থতা,অপুষ্টি এবং স্কুলের অতিরিক্ত চাপের ঘটনা কমাতে শিশুদের যথাযথ মানসিক,শারীরিক ও সামাজিক বিকাশের ভিত্তি স্থাপন করা। ড্রপ আউট, সঠিক পুষ্টি এবং স্বাস্থ্য শিক্ষার মাধ্যম হিসেবে স্বাভাবিক স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা দেখাশোনা করার জন্য মায়ের সামর্থ্য বাড়ানোর জন্য--

প্রধান উদ্দেশ্য :-1) 6 বছর বয়সী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের অবস্থার উন্নতি।

2) শিশুদের সঠিক মাসিক শারীরিক ও সামাজিক বিকাশের ভিত্তি স্থাপন করা।

3) মৃত্যুহার অসুস্থতা অপুষ্টি এবং স্কুল ড্রপ আউট এর ঘটনা হ্রাস।

4)শিশু বিকাশের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে নীতি ও বাস্তবায়নের সমন্বয়;এবং

5) সঠিক পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে শিশুর স্বাভাবিক স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণের জন্য মায়ের ক্ষমতা বৃদ্ধি করা।

OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

Thursday, March 16, 2023

How To Become A Professor( Details in Bengali).






কিভাবে প্রফেসর হওয়া যায়?


1) তুমি যদি কলা, বাণিজ্য বা বিজ্ঞান স্ট্রিমে একজন অধ্যাপক হতে চাও এবং তবে তোমাকে কমপক্ষে  80-90% মোট নম্বর সহ 12 তম( উচ্চ মাধ্যমিক )সার্টিফিকেশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কারণ,এটি তোমাকে তোমার পছন্দের স্নাতক ডিগ্রী প্রোগ্রামে নথিভুক্ত করতে সহায়তা করবে এবং স্নাতক  ডিগ্রি প্রোগ্রামে রেকর্ড বজায় রাখা এবং একটি উচ্চ একাডেমীক রেকর্ড বজায় রাখা এবং ন্যূনতম 50-55% মোট নম্বরের প্রয়োজন-এর ওপরে তোমা স্নাতক সম্পন্ন করা অবশ্যই গুরুত্বপূর্ণ।

 2)GATE পরীক্ষা দিয়ে তোমার পছন্দের মাস্টার্স ডিগ্রী নথিভুক্ত করো এবং ন্যূনতম প্রয়োজনের 50-55% সমষ্টিগত নম্বরের থেকে বেশি দিয়ে এটি সম্পূর্ণ করো একটি ভালো স্কোর মাস্টার্স  ডিগ্রি করতে সাহায্য করে  কাজের অভিজ্ঞতা আপনাকে আপনার কর্মজীবনে অগ্রসর হতে সাহায্য করবে।

 

 একজন অধ্যাপক কি করেন?

◆ ছাত্রদের কি কি কোর্স থাকবে সেটা দেখাশোনা করা।

◆ ক্লাসের সিলেবাস এবং কোর্স তৈরি করা।

◆ স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রদের শেখানো এবং তত্ত্বাবধান।

◆ পরীক্ষার প্রস্তুতি ও পরিচালনা এবং পরীক্ষার প্রশ্নপত্র মূল্যায়ন করা।

◆ ছাত্রদের কাউন্সিলিং গ্রহণ।

◆ অন্যান্য কলেজ এবং বিশ্ববিদ্যালয় অতিথি বক্তৃতা দেওয়া।

◆ বিভাগীয় অনুষদ এবং কমিটির সভায় অংশগ্রহণ করা।

: প্রফেসর হতে গেলে কি কি যোগ্যতা লাগবে?


 মাস্টার্স ডিগ্রি:- আপনার ভালো একাডেমিক  রেকর্ডসহ যেকোনো স্ট্রিমের স্নাতকোত্তর  ডিগ্রী প্রয়োজন, যদি তুমি একটি সাধারণ বিভাগে হও তবে নূন্যতম মোট 50% নম্বর থাকতে হবে।


 প্রতিযোগিতামূলক পরীক্ষার স্কোর:-

NET(NATIONAL ELIGIBILITY TEST):-

 ন্যাশনাল টেস্টিং এজেন্সী(NTA) ইউনিভার্সিটি গ্রান্টস(UGC) কমিশনের অধীনে সারাদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয় নির্ভেজ লেকচারার নির্বাচন করতে বছরে দুবার এই পরীক্ষাটি পরিচালনা করে।


GATE(Graduate Aptitude Test in Engineering):-

GATE  কমেটি  বছরে একবার এই পরীক্ষাটির পরিচালনা করে ।স্কোরটি তিন বছরের জন্য বৈধ এবং তুমি মাস্টার্স বা ডক্টর প্রোগ্রামে ভর্তির জন্য একটি ব্যবহার করতে পারো।


SET(STATE LEVEL ELIGIBILITY TEST):-

NTA বছরে একবার  ইংরেজি এবং আঞ্চলিক ভাষায় SET পরিচালনা করে এবং এটি ক্লিয়ার করলে তুমি একটি স্তরের কলেজ বা বিশ্ববিদ্যালয় লেকচারার হিসেবে কাজ করতে পারবে।


CSIR(COUNCIL OF SCIENTIFIC AND INDUSTRIAL RESEARCH):-

 বছরে দুবার জাতীয় স্তরে CSIR NET পরিচালনা করে প্রভাষক পদবা যুনিয়র রিসার্চ ফিলোপের জন্য বিভিন্ন বিজ্ঞান ক্ষেত্রে প্রার্থীদের অনুমোদন করতে।


 শিক্ষাদানের অভিজ্ঞতা এবং দক্ষতা:-

 3-14 বছরের শিক্ষাদান এবং পরামর্শ দেওয়ার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।


 প্রফেসর হতে কতদিন লাগে?:-

 কলেজের অধ্যাপক হওয়ার জন্য অনেক বছর ধরে কঠোর পরিশ্রম অবিরাম প্রচেষ্টা লাগতে পারে একজন অধ্যাপক হিসেবে পদের জন্য তোমাকে অবশ্যই তিন বছরের স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছরের স্নাতক ডিগ্রি,2 বছরের স্নাতকোত্তর ডিগ্রি এবং রাজ‍্য  বা জাতীয়  স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে,অতিরিক্ত ভাবে তোমার কয়েক বছরের শিক্ষা বা গবেষণার অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে।


▪ অধ্যাপক হওয়ার জন্য কিছু কিছু পদক্ষেপ হয়েছে প্রথম পদক্ষেপ বলো প্রথমে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।

▪ যে কোন ফিল্ডে পাশ করলে হবে।

▪ তিন বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে 50%নম্বর নিয়ে।

▪ যারা জেনারেল কাস্টের তারা 50% উপরে নাম্বার রাখার চেষ্টা করবে।

▪যারা SC/ST/OBC  আছো তাদের 50% নম্বর থাকলেই হবে।

▪ যারা আরসি স্টুডেন্ট আছো তাদের M.A কমপ্লিট করতে হবে।

▪ যারা কমার্সের স্টুডেন্ট M.A কমপ্লিট করতে হবে।

▪ যারা সাইন্সের স্টুডেন্ট তাদের MSC কমপ্লিট করতে হবে।


▪NET  পরীক্ষায় বসতে হলে জেনারেল ক্যানডিডেট MA পরীক্ষা 55% নম্বর থাকতে হবে এবং SC/ST/OBC 50% নম্বর হলেই হবে।

             

           * কলেজের প্রফেসর হতে চাইলে PHD না করলেও চলে।


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

Wednesday, March 15, 2023

HOW TO BECOME AN ASSITANT PROFESSOR( ELGIBILITY,SALARY,EXAM,QUALIFICATION)

 




-:HOW TO BECOME AN ASSITANT PROFESSOR:-



STEP-1:-

*সবার প্রথমে তোমাকে মাস্টার্স-এ এডমিশন নিতে হবে কারণ শুধুমাত্র গ্রাজুয়েশন হলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে না,মাস্টার্স করা কম্পালসারি।


*তোমার গ্রাজুয়েশন যে সাবজেক্ট নিয়ে হয়েছে সেই সাবজেক্টে মাস্টার করতে হবে।


*STEP-2:-

*NET OR SET=> যদি ন্যাশনাল লেভেল এ Qualify হতে চাও তাহলে NET EXAM দিতে হবে আর যদি স্টেট লেভেল এ Qualify হতে চাও SET EXAM দিতে হবে। যদি তুমি NET আর SET দুটোতেই EXAM দিয়ে থাকো তাহলেও কোনো অসুবিধা নেই তবে দুটোর মধ্যে যে কোন একটা তোমার কাছে থাকা জরুরী।মাস্টার কমপ্লিট করার পরে NET OR SET EXAM  দিয়ে দিতে হবে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও।


* যখনি তোমার NET আর SET EXAM কমপ্লিট হয়ে যাবে তখন তুমি INTERVIEW-তে বসার যোগ্য হবে।


*STEP-3:-


*NET SET EXAM-এর পরে তোমার কাছে দুটো অপশন আসবে।1)PHD.

                                                                                              2)JOB IN COLLEGES.


-:TYPES OF POST IN COLLEGES:-


*Ad-hoc Purpose:-

 প্রতি ঘন্টায় তোমাকে লেকচার দেওয়ার জন্য কলেজ এবং ইউনিভার্সিটির ভেতরে রাখা হবে।যে কোন প্রাইভেট কলেজের ভেতরে তুমি যেতে পারো 'Ad-hoc Purpose-এর জন্য Experience সার্টিফিকেট এখানে Counted হয়না।


*Non Grant position:- 


তোমার যে জব সেটা ইউনিভার্সিটি তরফ থেকে লেগে যায়, সেটা প্রাইভেট কলেজ হতে পারে আবার  সরকারি কলেজও হতে পারে তোমার সেলারি বিষয়ে বা ম্যানেজমেন্ট এর  বিষয় সবকিছু কলেজের সাথে যুক্ত থাকে অর্থাৎ পুরো বিষয়টা কলেজের ওপর নির্ভরশীল।

তবেএখানে যদি তুমি সরকারি বা বেসরকারি কোন Experience সার্টিফিকেট দেখাও তাহলে তা এখানে Counted করা হবে।

*Grantable position:- 

এই জব উনিভার্সিটির তরফ থেকেই পাওয়া যায়, পেমেন্ট সরকারের তরফ থেকেই পাওয়া যায়।Grantable Position-এ পৌঁছানো যতটা সহজ ততটা Assitant Professor-এ পৌঁছানো  সহজ কাজ  নয়।

ভারতীয় সমাজে শিক্ষাকতাকে সব সময় একটি সর্বাধিক নামক চাকরি হিসেবে বিবেচনা করা হয়েছে, কারণ কাজের নিরাপত্তা আকর্ষণীয় বেতন,স্থিতিশীলতা, আকর্ষণীয় বেতন এবং প্রচুর ছুটির অফার করে এটি শিক্ষার দায়িত্বশীল  প্রোফাইল হিসেবে বিবেচিত হয় কারণ একজন শিক্ষক যুব ও দেশ  উভয়ের ভবিষ্যৎ পরিচালনা করেন।

             একজন কলেজ ইউনিভার্সিটির অধ্যাপকের তরুণ প্রজন্মের সাথে যোগাযোগ করার এবং সাধারণভাবে ছাত্রসমাজের ভবিষ্যৎ গঠনের সাহায্য করার সুযোগ রয়েছে।

 

 শিক্ষাগত যোগ্যতা:- সহকারী অধ্যাপক যোগ্য হতে প্রার্থীদের অবশ্যই একটি স্বনামধন্য ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম মোট 55 শতাংশ শহর স্নাতকোত্ত ডিগ্রী থাকতে হবে।


 শ্রেণী: 


1)সাধারণ 

         

শিক্ষাগত যোগ্যতা :-ন্যূনতম 55% নম্বর সহ স্নাতকোত্তরডিগ্রি।


2)SC/ST/OBC/PWD/TRANSGENDER


শিক্ষাগত যোগ্যতা :-ন্যূনতম 50% নম্বর সহ স্নাতকোত্তরডিগ্রি। 

বয়স সীমা:- সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য বয়সের কোন শর্ত নেই, অনেক ছাত্র অভিজ্ঞতা পাওয়ার পরে এই পেশা বেছে নেয়।এটা চাকরি পাওয়ার ক্ষেত্রে উপকারী হতে পারে।UGC/CSIR  লেকচারশিপ পোষ্টের জন্য কোন বয়সসীমা নির্ধারণ করা হয়নি।

-:একজন অধ্যাপক হওয়ার জন্য প্রয়োজনীয় পরীক্ষা:-

1) NET(জাতীয় যোগ্যতা পরীক্ষা)।

2) GATE( প্রকৌশলের স্নাতক যোগ্যতা পরীক্ষা)।

3)SIET( রাজ্য স্তরের যোগ্যতা পরীক্ষা)।

4)CSIR NET.


 -:ভারতের অধ্যাপক পদের বেতন:-

 প্রতিমাসে 40,000-90,000 INR.


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

Tuesday, March 14, 2023

CAREER OPTIONS IN ARTS( ELGIBILITY,SALARY,EXAM,QUALIFICATION)




 :-Career options -Arts:-

1)B.A:(Bachelor of Arts): এই কোর্সে B.A প্রোগ্রাম বা B.A অনার্স  করতে পারো। যদি কেউ একটা বিষয়ের ওপর স্পেশালভাবে পড়াশোনা করতে চাও তাহলে  B.A অনার্স নিয়ে পড়তে পারো।যদি ইতিহাস পছন্দের বিষয় তাহলে সেই বিষয় নিয়ে B.A অনার্স করতে পারো,এছাড়াও ইকোনমিক্স অনার্স ও করতে পারো, যেকোনো বিষয়ে B.A অনার্স করতে পারো,

B.A কোর্স করলে কোথায় কোথায় কাজ পেতে পারো?

1)Teaching.

2)Research.

3)Corporate.

4)Civil service.

5)consultancy.


* তুমি টিচিং লাইনে যেতে পারো টিচার হতে পারো।

* যে বিষয়টা নিয়ে পড়াশোনা করেছ সেই বিষয় নিয়ে রিসার্চ করতে পারো।

* এছাড়া তুমি যদি ইকনোমিক অনার্স করে থাকো, কর্পোরেট অফিসে বিভিন্ন সুযোগ পেতে পারো।

* ব্যাংকিং লাইনেও যেতে পারো।

2)B.F.A:-(Bachelor Fine Arts):-

B.F.A এর দুটো ভাগ রয়েছে;

1)Performing Art.

2)visual Art.

     

             যদি তোমার কোন কিছুর উপর ইন্টারেস্ট আছে যেমন:-ডান্সিং,পেইন্টিং,সিঙ্গিং, ড্রয়িং বা যে কোন  ফাইনান্স       আর্টের ওপর  ইন্টারেস্ট থাকলেB.F.A ডিগ্রী করতে পারো।


 B.F.A কোর্স করলে কি কি হওয়া যাবে?


* তুমি প্রফেশনাল আর্টিস্ট হতে পারো।


* তুমি   আর্টের টিচার হতে পারো। তোমার জুনিয়রদের সেই আর্টগুলো শেখাতে পারবে।

 PERFORMING ART কি?

  

 পারফর্মিং আর্ট হলো যা দর্শকদের জন্য সঞ্চালিত হয়ে থাকে, যেমন:-সংগীত নৃত‍্য বা নাটক,শিল্পকলা প্রদর্শন করা পারফরম্যান্স আর্ট একটি সময় ভিত্তিক শিল্প পারফরম্যান্স যা সাধারণত দর্শকদের কাছে একটি লাইভ উপস্থাপনা করে এবং অভিনয়,কবিতা,সংগীত নৃত‍্য এবং চিত্রকলার মতো শিল্প গুলি কি থাকে এটাকে Performing Art বলে। এটা ভিজ‍্যুয়াল আর্ট থেকে ভিন্ন রকমের পারফর্মিং আর্ট। শ্রোতাদের সামনে পরিচালিত এই ধরনের লাইভ পারফরম্যান্স হল বিনোদনের উৎস যা একজন ব্যক্তির অনুভূতি এবং আবেগ প্রকাশ করার জন্য অডিও এবং ভিডিও রেকর্ডিং এর বিবর্তনের কারণে আরো গভীর এবং জনপ্রিয় হয়ে উঠেছে Performing Art।


VISUAL ART কি?


Visual Art  কে আমরা বাংলায় দৃশ্যকলা বলে থাকি,  দৃশ্যকলা হলো শিল্পের বিভিন্ন রূপ যেমন:-অঙ্কন,চিত্রকর্ম, ভাস্কর্য,প্রিন্ট তৈরি, ডিজাইন, কারুশিল্প,ফটোগ্রাফি, ভিডিও  চলচ্চিত্র নির্মাণ, সাহিত্য এবং স্থাপত্য,গ্রাফিক ডিজাইন, ফ্যাশন ডিজাইন,ইন্টেরিয়ার ডিজাইন,কারুকার্য  ইত্যাদি এইসব Visual Art।


  ভিজ‍্যুয়াল আর্টস হল সেই সৃজনীকা যা  আমরা শ্রবণ শিল্পের মতন কিছু যা আমরা শুনতে পাচ্ছি তা দেখতে পারি।


 B.F.A তোমরা  CU বা MTC, লখনৌ ইউনিভার্সিটি,নেহেরু কলেজ থেকে B.F.A কোর্স করতে পারো।


3)BA.LLB:-

এই কোর্স হয়ে থাকে পাঁচ বছরের জন্য।তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারো যে কোন বিষয়ে।গ্রাজুয়েশন এর সাথে সাথে  BA.LLB কমপ্লিট করতে তোমার ছ'বছর সময় লাগবে। 

দিল্লি ইউনিভার্সিটি প্রথমে BA.LLB করায় না, প্রথমে তাকে গ্রাজুয়েশন করার তারপরে BA.LLB কোর্স করায়।


:-BA.LLB কোর্স করার পরে কি কি কাজ করতে পারবে?

 

1)Lawyer  হতে  পারবে।

2)Public Prosecutor  এর কাজ করতে পারবে।

3) যে কোন জায়গায় Law firm করতে পারবে।

4) যেকোনো কোর্টে Judge হিসাবে কাজ  করতে পারবে এ ছাড়াও গাড়ির সামনে Advocate সিম্বল লাগাতে পারবে।


হাইকোর্টে বিভাগে প্র্যাকটিস:-


 নিম্ন আদালতে দুই বছর আইনজীবী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে হাইকোর্টের বিভাগের আইনজীবী হিসেবে সনদ নেওয়ার যোগ্যতা হয়।তবে হাইকোর্টে ২০ বছরের বেশি প্র্যাকটিস করছেন এমন এক সিনিয়রের  সঙ্গে শিক্ষানবিশ  চুক্তি করতে হয।

সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেটর অধীনে আপনাকে এক বছর প্র্যাকটিস করতে হবে এবং এ মর্মে  আপনার সিনিয়রের একটা প্রত্যয় পত্র আবেদনের সঙ্গে দাখিল করতে হবে

 নিম্ন আদালতে প্রাক্টিস:-


 মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আইনজীবী ( নিম্ন আদালত) হওয়ার যোগ্যতা অর্জন করলেন অর্থাৎ আপনি হয়ে গেলেন এ্যাডভোকেট।এক্ষেত্রে আপনি  পেয়ে যাবেন বার কাউন্সিলরের সদস্য পদ তবে শুধু সনদ পেলেই হবে না, আপনি  যে বারে প্র্যাকটিস করতে চান সেই বারের সদস্য পদও নিতে হবে


 আপিল বিভাগে প্র্যাকটিস:-  একজন আইনজীবীর হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস বয়স পাঁচ বছর হলে এবং হাইকোর্টের বিচারপতিরা যদি তাকে এই মর্মে স্বীকৃতি দেন যে তিনি আপিল বিভাগে ওকালতি করার জন্য সঠিক ও উপযুক্ত ব্যক্তি,তবে কিছু  আনুষ্ঠিকতা পালন সাপেক্ষে এনরোলমেন্ট কমিটি তাকে আপিল  বিভাগে মামলা পরিচালনার সুযোগ দিয়ে থাকে, তবে কাউকে বিশেষভাবে উপযুক্ত মনে করলে এ  আনুষ্ঠানিকতা পালন ছাড়া প্রধান বিচারপতি ও অন্যান্য হাইকোর্ট বিভাগের বিচারকরা তাকে আপিল বিভাগের প্র্যাকটিসের অনুমতি দিতে পারেন।


L.L.B ভর্তি আবেদন করার যোগ্যতা:-

 যেকোনো বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী /অনার্স পাস, এছাড়াও মাদ্রাসা হতে সমমাণ ডিগ্রি প্রাপ্তরাও অবদান করতে পারে। দু'বছর মেয়াদী L.L.B কোর্স শব্দ অনার্স পাশ করা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।

 BBA/BMS:- বিজনেস ম্যানেজমেন্ট যদি কেউ করতে চাও তাহলে B.B.A কোর্স করতে পারো। কিছু কিছু ফিল্ডে  ম্যাথমেটিক্স  জরুরী  থাকে। যদি তুমি আর্স নিয়ে এগোতে চাও তাহলে B.B.A কোর্স করতে পারো। বিজনেস বা ম্যানেজমেন্ট এর মধ্যে B.B.A ভালো একটা সুযোগ।B.B.A ফুল ফর্ম (ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন)। B.B.A একটি তিন বছরের কোর্স,B.B.A কোর্সে Skills,Knowledge,এবং প্রফেশনাল ম্যানেজমেন্ট এর ট্রেনিং দেওয়া হয়। 


 স্নাতক ডিগ্রী কোর্স টি সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে অধ্যায়ন করা যেতে পারে। ফিন্যান্স, মার্কেটিং এবংH.R ম্যানেজমেন্ট-এর মত বিভিন্ন  স্পেশালাইজেশনে বিবিএ কোর্স পাওয়া যায়।

 BBA কলেজ গুলিতে যোগ্যতার ভিত্তিতে  ভর্তি করা হয়,দিল্লি মুম্বাই, কলকাতা,পুনে এবং ব্যাঙ্গালোরের মতো শহরগুলিতে কিছু সেরা BBA কলেজ রয়েছে।BBA কোর্সের ফি INR 60000-24,50,000 পর্যন্ত, মুম্বাইয়ের BBA কলেজগুলির  গড় ফি INR 2,08,000-3,68,00, পুনের BBA কলেজ গুলোর মধ্যে রয়েছে MIT কলেজ অফ ম্যানেজমেন্ট, ফেল্ম ইউনিভার্সিটি, দিল্লিরBBA কলেজ এবং কলকাতার BBA কলেজ গুলি তুলনামূলকভাবে কম কোর্সের ফ্রিতে উচ্চ বেতন প্রদান করে।


BBA কোর্সটি বিজ্ঞান, বাণিজ্য বা শিল্পকলার মতো যে কোন স্ট্রিম থেকে ব্যবস্থাপনা প্রার্থীদের ব্যবস্থাপনা প্রশাসনের জ্ঞান এবং প্রশিক্ষণ নিয়ে কাজ করে।


 কার BBA কোর্স করা উচিত?

* BBA এমন প্রার্থীদের জন্য আদর্শ যারা MBA করতে চান বা ম্যানেজমেন্ট সেক্টরে যেতে চান।


* নিজের ব্যবসা খুলতে বা উদ্যোক্তা হতে আগ্রহী প্রার্থীরা BBA বেছে নিতে পারেন।


* আবেগপ্রবণ এবং নৈতিক ব্যক্তি যারা নিজেদের কাজের প্রতি সৎ তারা এই কোর্সটি করতে পারেন এবং ব্যবসার চেষ্টা করতে পারেন।


 1)▪প্রকারভেদ:BBA ফুল টাইম।

 ▪ যোগ্যতা:50% নম্বর,10+2।

 ▪ ভর্তি: পরীক্ষাভিত্তিক।

 ▪ কোর্স ফি:60,000-1.8 লক্ষ।


2)▪প্রকারভেদ:BBA পার্ট টাইম।

 ▪ যোগ্যতা:10+2।

 ▪ ভর্তি: মেধাভিত্তিক।

 ▪ কোর্স ফি:45,000


3)▪প্রকারভেদ: BBA অনলাইন।

 ▪ যোগ্যতা:10+2।

 ▪ ভর্তি: মেধাভিত্তিক।

 ▪ কোর্স ফি:27,000।

:-BBA  ভর্তি প্রক্রিয়া:-

1)BBA-র জন্য সরাসরি ভর্তি মাধ্যমিক স্তরে প্রার্থী দ্বারা সুরক্ষিত নম্বর-এর উপর ভিত্তি করে(+2)।


2)12 তম ন্যূনতম 50% নম্বর সহ যে কোন স্ট্রিমের ছাত্ররা সারা ভারত জুড়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিতে BBA ভর্তি আবেদন করতে পারে।

3)BBA জন্য সরাসরি ভর্তির সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেওয়া কয়েকটি কলেজ হল লায়োলা কলেজ, মাদ্রাজ-খ্রিস্টান কলেজ, মাউন্ট কারমেল কলেজ জেভি  বিড়লা ইনস্টিটিউট  এবং অন্যান্য। 


4)সারা ভারতে শিক্ষার্থীদের জন্য জাতীয় স্তরের BBA প্রবেশিকা পরীক্ষা রয়েছে,BBA এন্ট্রাস পরীক্ষা হল UPSEE, IPU,CET,MUMCET ইত্যাদি শীর্ষ BBA কলেজ যেমন: ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, ক্রাইস্ট ইউনিভার্সিটি,SSCBS,SVKMS,NMIMS, অনিল সুরেন্দ্র মোদি স্কুল অফ কমার্স ইত্যাদি এবং আরো অনেকগুলি SET,NPAT,AUJAT,এর মত  প্রবেশদ্বারের মাধ্যমে ভর্তি হয়।


:-BBA  যোগ্যতা:-

1) শিক্ষাগত যোগ্যতা:-BBA  কোর্সে যোগ্য হওয়ার  জন্য প্রার্থীদের যে কোন স্ট্রিম এবং একটি স্বীকৃত বোর্ড থেকে 12 তম  শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


2) ন্যূনতম মার্কস:- প্রার্থীদের অবশ্যই 12 তম তে ন্যূনতম মোট 50% নম্বর পেতে হবে। কিছু প্রিমিয়ার কলেজ 60% নম্বর চায়।


3) বয়স সীমা:- সাধারণ বিভাগের জন্য প্রার্থীদের বয়স 17-22 বছরের মধ্যে এবং সংরক্ষিত বিভাগের জন্য17-24 বছরের মধ্যে হতে হবে।


4) বিদেশী ছাত্র:- স্বীকৃত বিদেশি স্কুল থেকে 12 শ্রেণী পাস করা NRI ছাত্ররাও যোগ্য।

 :-BBA তে  সাবজেক্ট কি কি:-


1) BBA কোর্সের কয়েকটি প্রধান বিষয় হল ব্যবসায়িক অর্থনীতি,ব্যবসায়িক গণিত,ব্যবস্থাপনার নীতি,পরিসংখ্যান, সাংগঠনিক আচরণ ইত্যাদি।


2) যদিও BBA পাঠ্যক্রমটি বিশাল, কোর্সটির লক্ষ্য একজন প্রার্থীর মধ্যে ব্যবস্থাপনাগত এবং উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি করা।


3) কোর্সের বিষয়গুলি একজন প্রার্থীর বেছে নেওয়া বিশেষত্বের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, কারণ মানবসম্পদ ব্যবস্থাপনা,অর্থ, আন্তর্জাতিক ব্যবসা, বিক্রয় এবং বিপণণ ইত্যাদির মত সঠিক BBA বিশেষীকরণ বেছে নেওয়ার মাধ্যমে BBA স্কোপ  আরো ভালোভাবে বৃদ্ধি পায়।


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

Saturday, March 11, 2023

How to become HEAD MASTER?( Eligibility,exam & salary)





☆হাই স্কুলের হেডমাস্টার হবে কি করে☆


 প্রধান শিক্ষকের কাজ:- হাই স্কুলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা ক্লাস বেশি নিতে পারেন না, মাঝে মাঝে ক্লাস নেন।  তারা ক্লাস বেশি নিতে পারেন না কারণ  কারণ প্রধান শিক্ষক বা শিক্ষিকার  অনেক রকমের দায়িত্ব থাকে। 

তাদের কি দায়িত্ব থাকে সেটা জেনে নেওয়া যাক-----

1) প্রত্যেকটা স্টুডেন্টদের ঠিকমতন দেখাশোনা করা।

2) ঠিকমতো  এডুকেশন হচ্ছে কিনা।

3) আরো পার্শ্ববর্তী শিক্ষক-শিক্ষিকাদের সময় মতন মাইনে দেওয়া হচ্ছে কিনা সেটা দেখাশোনা করা।

4) ঠিকমতো ক্লাস নিচ্ছে কিনা সেটা দেখাশোনা করা।

 5)সরকারের তরফ থেকে স্টুডেন্টদের জন্য যাবতীয় যা কিছু আসছে সেগুলো দেখাশোনা করা যেমন- মিড ডে মিল, সাইকেল, কন্যাশ্রী এই সমস্ত কিছু  স্টুডেন্টরা যাতে সহজেই পেয়ে যায় তা দেখাশোনা করা প্রধান শিক্ষক/ শিক্ষিকার কাজ।

6) মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়  বোর্ডে গিয়ে কথা বলা এইসব কাজ প্রধান শিক্ষক-শিক্ষিকার কাজ হয়ে থাকে।

(Step-1)

 যোগ্যতা:-

1) ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছাত্র-ছাত্রীদের পড়ানোর।

2) মাস্টার ডিগ্রী থাকতে হবে, এবং 50%  নম্বর (মার্কস)থাকতে হবে।

3)B-EDকোর্সটা কমপ্লিট থাকতে হবে।

4) তোমার বয়স যদি 55 বছরের নিচে থাকে তাহলে প্রধান শিক্ষক বা শিক্ষিকা কাজের জন্য apply করতে পারো।55  বছর হয়ে গেলে এই চাকরির  জন্যapply করতে পারবে না।


Step 2:-

1) যেসব শিক্ষকরা ১০ বছর স্কুলের শিক্ষকতা করেছে সেই স্কুল west bengal-এর স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে এবং সরকারি হাই স্কুল হতে হবে।


step-1+step-2  যোগ্যতা থাকলে সেই শিক্ষক  প্রধান শিক্ষক হিসেবে পরীক্ষা দিতে হবে।

 *কিভাবে এবং কখন শুরু করবেন ?:-

*যদি তোমার লক্ষ্য হয় স্কুলের অধ্যক্ষ হওয়া ,তাহলে তোমার ১২ তম শ্রেণী থেকে এর জন্যে পরিকল্পনা করা শুরু করা উচিত । 


*যেহুতু B-ED এই পেশার জন্যে বাধ্যতামূলক ডিগ্রী ,তাই একটি ডিগ্রী কোর্স অর্থাৎ BA,B.SC,বা B.COM বেছে নেওয়া বাঞ্চনীয়।


*যেহুতু B.ED ফী কাঠামো বেশী,আপনি এই ডিগ্রী কোর্সগুলির মদ্ধে থেকে বেছে নিতে পারেন যাতে শিক্ষার খরচটা কম হয়। 


*ডিগ্রী কোর্স শেষ করে, B.ED করে আপনি যদি সরকারি শিক্ষকতার চাকরি করতে চান তাহলে আপনাকে SBSE /রাজ্য সরকার দ্বারা পরিচালিত CTET /TET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

*শুধুমাত্র TET যোগ্য প্রার্থীরাই শিক্ষকতার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। আপনি TRT (টিচার রিক্রুমেন্ট টেস্ট) ক্লিয়ার করে সরকারি স্কুলে ভর্তি হতে পারেন।

*আপনাকে কমপক্ষে ৫-১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অর্জন করতে হবে। এদিকে আপনি M.ED সম্পূর্ণ করতে পারেন।

 আপনার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে ,আপনি সরকারি স্কুলে স্কুলের অধ্যক্ষ  পদের জন্যে আলাদা নিয়োগ পক্রিয়া রয়েছে।রাজ্য সরকারগুলি এর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করবে।

 -:পরীক্ষা দেওয়ার প্রক্রিয়া:-

১)WRITTEN EXAM :৬০ নাম্বার। 

২)EXPERINCE IN TEACHING :৫ নম্বর প্রশ্ন। 

৩)PERSONALITY TEST : ৭ নম্বরের প্রশ্ন। 

৪)ACADEMIC QUALIFICATION :৮ নম্বর।

 

-:WRITTEN TEST কি কি বিষয়ে EXAM থাকে:-

 WRITTEN টেস্ট ৬০ মিনিটের EXAM হয় ,মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকে ,কোনোরকম নেগেটিভ মার্কিং নেই।


১)GENERAL AWARENESS AND CURRENT AFFAIR RELATING TO SCHOOL EDUCATION :স্কুলসংক্রান্ত প্রশ্ন থাকবে ১৫ নম্বরের। 

২)ENGLISH :প্রধান শিক্ষকের যেহুতু প্রচুর  চিঠি লিখতে হয় তাই ENGLISH নলেজ থাকতে হয়। এখানেও ১৫ নম্বরের প্রশ্ন থাকে। 

৩)MATH :-প্রচুর টাকা পয়সার হিসাব নিকাশ করতে হয় তাই MATH EXAM  দিতে হবে ১৫ নম্বরের। 

৪)ISSUES IN  SCHOOL  MANAGEMENT:স্কুলটাকে কিভাবে পর্যালোচনা করবে সেই বিষয়ে ১৫ নম্বরের প্রশ্ন থাকবে। 

SALARY :একজন প্রধান শিক্ষক /শিক্ষিকার কমপক্ষে ৪৫০০০ থেকে শুরু করে ১ লক্ষ টাকা অবধি পেতে পারে অভিজ্ঞতার বাড়ার সাথে সাথে।


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

How to become IPS OFFICER?( Eligibility,course duration,exam & salary)





 IPS:- (Indian police service)

  IPS officer is a big post job.Becoming an IPS officer is a dream of many people.Many people work hard to get this post many people do not get success in this post.The reason for not  getting success is that many people do not know what things are required to become an IPS officer or what process to maintain, have to do.


 How to become an IPS officer what are the qualification required to become an IPS what are the physical qualification required to become an IPS?

 ▪what qualification  are required to become an IPS officer?

-->1) to become an IPS officer, age must be between 21 and 30 years but there is a 5 year age limit for ST or SC candidate.

-->2) you must have bachelor degree in any field.

-->3) only people from India, Nepal,Bhutan can appear in IPS exam.


 ▪Physical fitness:-

1) for male, 165 CM tall is only for general category, if you are SC or OBC category then 160 CM tall. also chest width should be 84 CM.

2) Height should be minimum 150 CM for women only for general category if you belong to Sc or OBC category then  height should be minimum 145 CM also chest width should be 79 CM.

3) it should be 6/6 or 6/9 for the tall as well as the eye and for the vic eye it should be 6/12 or 6/9.


 what to do do become an IPS officer step by step


1) To pass 12th class:- To become an IPS officer first you have to pass 12+ in any stream like science, commerce,Arts subjet you have to study.


2) completions of graduation:- after passing Higher Secondary you have to complete your graduation degree in the subject in which you have interest.it is very important to graduate as an IPS officer.


3) Apply for UPSC exam:- after completing graduation you can apply for UPSC exam for IAS, IPC,IRS exam first you have to give UPSC exam after apply UPSC exam you have to give three exam.

 1)The preliminary exam.

2)Main exam.

3)Interview.


 after completing these you will be sent for training become an IPS officer.


 ◆The preliminary exam:- after applying UPSC exam first you have to give preliminary exam in which there are two papers in which there are objective question four options two papers are two hundread and two hundred marks go to next round you have to clear this exam.


◆Main exam:- it consists of nine paper exam which consists of written exam  followed by interview which is a bit tough but you have to score top marks in this exam many people can't complete this exam.

◆ Iterview round:- After completions of 2 round you will be call for personal interview which will be for 45 minutes in place of interview panel to conduct interview and be  prepare to answer tough questions.

◆ IPS officer training:- after completing all the tests are sent to Mussoorie or Hyderabad for training after  thus you become an IPS officer.


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

Thursday, March 9, 2023

How to become IPS OFFICER? (Eligibility,course duration,exam & salary)






 Indian police service:  IPS OFFICER   বড় একটা পোষ্টের কাজ।একজন আইপিএস অফিসার হওয়ার প্রচুর মানুষের স্বপ্ন। এই পোস্টে পাওয়া জন্য বহু লোক অনেক কষ্ট করে অনেক লোক এই পোস্টটি সফলতা পায় না । সফলতা না পাওয়ার কারণ হলো অনেকেই জানে না IPS  অফিসার হওয়ার জন্য কি কি জিনিসের দরকার বা কি কি প্রসেস করতে হবে।


  IPS  অফিসার কিভাবে হবে। আইপিএস হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে ,আইপিএস হওয়ার জন্য কোন কোন পরীক্ষা দিতে হবে, এর জন্য শারীরিক যোগ্যতা কি কি লাগবে:


IPS এর  ফুল ফর্ম হলো INDIAN POLICE SERVICE. 

IPS  হতে গেলে কি কি যোগ্যতা লাগবে:-


1) আইফি আইপিএস অফিসার হওয়ার জন্য 21- 30 বছরের মধ্যে বয়স হতে হবে কিন্তু এখানে ST/SC ক্যান্ডিডেটদের তিন বছরের ছাড় আছে।


2) তোমার কাছে ব্যাচেলার ডিগ্রী থাকতে হবে যে কোন ফিল্ডের।


3) আই পি এস পরীক্ষায় শুধুমাত্র ইন্ডিয়া ,নেপাল, ভুটানের লোকেরা পরীক্ষা দিতে পারবে।


 শারীরিক যোগ্যতা:-


 1)  পুরুষদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার লম্বা হতে হবে এটা শুধু মাত্র জেনারেল  ক্যাটাগরি এর জন্য।

    যদি তুমি SC/OBC ক্যাটাগোরির হও তাহলে 160 CM লম্বা হতে হবে ,এছাড়াও 84 CM বুকের ছাত্রী চওড়া হতে হবে।


2) মহিলাদের জন্য লম্বা মিনিমাম 150 CM  হতে হবে শুধুমাত্র জেনারেল নাগরিকদের জন্য ,


   যদি তুমি SC/OBC ক্যাটাগরির হয়ে থাকো তাহলে উচ্চতা মিনিমাম 145 CM হতে হবে ,এছাড়াও 79 CM বুকের ছাতি চওড়া হতে হবে।


3)  EYE SIDE :  কমজোরী  চোখের জন্য 6/12 বা 6/9


                            স্বচ্ছ চোখের জন্য .        6/6 বা 6/9


NEAR VISION:   কমজোরি চোখের জন্য J2 

 

                             স্বচ্ছ চোখের জন্য.           J1


 আইপিএস অফিসার হওয়ার জন্য কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ:


1)  বারবী ক্লাস পাস করতে হবে:  একজন আইপিএস অফিসার হওয়ার জন্য প্রথমে আপনাকে 12th   ক্লাস  পাস করতে হবে যে কোন স্ট্রিমে যেমন -সাইন্স ,কমার্স ,আর্টস  সাবজেক্ট নিয়ে তোমাকে পড়তে হবে।


2) গ্রাজুয়েশন পাস করতে হবে:  উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যে সাবজেক্টে তোমার interest আছে সেই সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েশন ডিগ্রি পেতে হবে । আইপিএস অফিসারের  গ্র্যাজুয়েট হওয়ার খুব জরুরী।


3)UPSC  পরীক্ষার জন্য Apply:   গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তুমি UPSC  পরীক্ষার জন্য Apply  করতে  পারো। IAS,IPS,IRS EXAM  দেওয়ার জন্য প্রথমে তোমাকে UPSC EXAM  দিতে হবে।UPSC EXAM APPLY  এর  পর তোমাকে 3টে Main  পরীক্ষা দিতে হবে।


1) The preliminary exam

2) The main exam

3) Interview 


  এইসব কমপ্লিট করার পর তোমাকে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে যাবে ।


4) Preliminary exam: UPSC  পরীক্ষায় এপ্লাই করার পরে প্রথমে তোমাকে preliminary  এক্সাম দিতে হবে। এর মধ্যে দুটো পেপার থাকে এর মধ্যে Objective  প্রশ্ন থাকে 4 Option  থাকে । 2টো পেপার ২০০ - ২০০ মার্কস এর হয়ে থাকে । NEXT ROUND যাওয়ার জন্য এই এক্সাম ক্লিয়ার করতে হবে।


5) MAIN EXAM :  এর মধ্যে 7টা পেপারের এক্সাম থাকে যার মধ্যে written এক্সাম এর সাথে সাথে ইন্টারভিউ হয়ে থাকে। এটা একটু মুশকিল হয়ে থাকে ,এই এক্সাম অনেক লোক কমপ্লিট করতে পারেনা। পরীক্ষায়  TOP MARKS আনতে হবে।


6)INTERVIEW ROUND : 2টো রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাকে পার্সোনাল ইন্টারভিউ এর জন্য ডাকবে। যেটা 45  মিনিটের জন্য হবে ।ইন্টারভিউ জায়গায় ইন্টারভিউ নেওয়ার হবে এবং কঠিন কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।


7) IPC  অফিসার ট্রেনিং:  সব পরীক্ষা কমপ্লিট করার পরে মৌসুরি বা হায়দ্রাবাদ পাঠানো হয় ট্রেনিংয়ের জন্য । ট্রেনিং হয়ে যাওয়ার পরে পোস্টিং হয়ে যায়। এইভাবে তুমি আইপিএস অফিসার হয়ে যাবে।

OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

Wednesday, March 8, 2023

How to become BANK MANAGER? Eligibility,course duration,exam & salary

 





ব্যাংক ম্যানেজার কে হয়:  সমস্ত কাজ অবসার্ভ করে থাকে, ব্যাংক ম্যানেজার ব্রাঞ্চ দেখা শোনা করে থাকে।  পুরো ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ রাখে। প্রত্যেক ব্যাংকের  ব্রাঞ্চ আলাদা আলাদা হয়ে থাকে। একটা ব্রাঞ্চের একটা করে ব্যাংক ম্যানেজার থাকে। ব্যাংক ম্যানেজারের পদ যে রকম  বড়ো হয়ে থাকে সেরকম তার  দায়িত্ব অনেক বেশি হয়ে থাকে।


 ব্যাংক ম্যানেজারের কাজ কি হয়ে থাকে:   ব্যাংক ম্যানেজারের পথ যেরকম বড় হয়ে থাকে সেই র তাদের দায়িত্ব অনেক বেশি হয়ে থাকে যদি তুমি ব্যাংকের ম্যানেজার হতে চাও তার আগে তোমাকে জেনে নিতে হবে দায়িত্ব গুলো কি কি?

1) কাস্টমারের জন্য আকর্ষক প্রোডাক্ট এক্সিকিউট করা।

2) ব্যাংক কর্মচারীদের প্রতিদিনের কাজের জন্য গাইড করা ব্যাংক ম্যানেজারের  কাজ।

3) ব্যাংকের রেকর্ড স্টেটমেন্ট ঠিকঠাকভাবে  করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা।

4) কাস্টমার এবং ফাইনান্সিয়াল ইনস্টিটিউটের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে।

5) সারাদিনের টাকা-পয়সার লেনদেন দেখাশোনা কোরে

 নিশ্চিত করা।


 ব্যাংক ম্যানেজার হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে:-

1) যদি তুমি ব্যাংক ম্যানেজার হতে চাও তাহলে অনেক ধৈর্য্য এবং প্রচুর পরিশ্রম করে পড়াশোনা করতে হবে।

2) ব্যাংক ম্যানেজার হতে গেলে তোমাকে আগে ভারতের নাগরিক হতে হবে।

3) ব্যাংক ম্যানেজারের পোস্ট পাওয়ার জন্য প্রথমে ম্যানেজমেন্ট এর পোস্ট থাকা জরুরী।

4) পরীক্ষার্থীর  MBA বা PG, DM ডিগ্রী থাকা জরুরী।

5) সরকারি ব্যাংকের পোস্ট পাওয়ার জন্য IPPS পরীক্ষা পাস করতে হবে।

6) প্রাইভেট ব্যাংকে পোস্ট করার জন্য পরীক্ষার্থীকে প্রিয় বা প্রোগ্রাম জয়েন করা জরুরী

7)21-30 বয়সের  সময়সীমা হয়ে থাকে পরীক্ষার্থীদের জন্য।

8)55% মার্কস নিয়ে পাশ করতে হবে পরীক্ষার্থীকে।

9)SC/ST//OBC  পরীক্ষার্থীকে 5  এবং 3  বছরের বয়সের ছাড় থাকে পরীক্ষা দেওয়ার জন্য।

 

 ব্যাংক ম্যানেজার কত প্রকারের হয়ে থাকে:-

1)Branch manager.

2)Service manager.

3)Senior Bank manager.

4)Junior manager.


1)Branch manager:- 

 ব্যাঙ্ক ম্যানেজার ব্রাঞ্চের মুখ্য হয়ে থাকে,ব্যাংক কিভাবে ডেভলপ হবে,কিভাবে ম্যানেজমেন্ট করা যায় বা কোন দিকে থেকে ব্যাংকের লাভ হবে তার একটা যোজনা বানানো সেই সব দায়িত্ব Branch manager  এর থাকে।


    একজন ব্যাংক ম্যানেজার সিদ্ধান্ত নেয় মার্কেটিং এর  ওপরে কি কাজ হবে, ফাইনান্সিয়াল ট্রানজাকশন কি হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কাজ একজনBranch manager -এর কাজ হয়ে থাকে।


Service manager:- 

সার্ভিস ম্যানেজারের কাজ গ্রাহকদের দেখাশোনা করা, ব্যাংকিং এর সাথে জড়িত প্রচুর সুবিধা গুলো সুনিশ্চিত করা,ব্যাংকের কর্মচারীদের নির্দেশ দেওয়া, ব্যাংকিং রিপোর্ট দেখা, গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার কাজ একজন Service manager-এর কাজ হয়ে থাকে।


Senior Bank manager:-

 ব্যাংকের গতিবিধি দেখা এবং যে সার্ভিস গুলো গ্রাহকদেরকে দেওয়া হয় সেগুলো সঠিকভাবে প্রদান করা হচ্ছে কিনা তা দেখা  কাজ হল Senior Bank manager- এর।ব্যাংকের হেয়ারিং প্রক্রিয়া এবং গ্রাহকের সেবা, প্রশাসন সব দেখা বা কোন কিছু সিদ্ধান্ত নেওয়া Senior Bank manager-এর কাজ।

 

Junior manager:-

 জুনিয়র ব্যাংক ম্যানেজার সিনিয়র ব্যাঙ্ক ম্যানেজারের সুপারভাইজার হিসেবে কাজ করে। ম্যানেজমেন্ট  অ্যাক্টিভিটিকে  সুশীলভাবে প্রচলন করা সুনিশ্চিত করে থাকে। ব্যাংকের ম্যানেজমেন্টের অধিকারী হয়ে থাকে, গ্রাহকের সাথে সম্পর্ক বানানোর জন্য যোগদান করে, ব্যাংকের উদ্দেশ্য ঠিক রাখার দিকে লক্ষ্য দিয়ে থাকে।


 ব্যাংক ম্যানেজার কি কোর্স করতে পারে:-

   ব্যাংক ম্যানেজার হওয়ার জন্য কিছু কোর্স করতে হবে, যেমন:-1)Bachelor of Buisness Administration(BBA).

            2)Bachelor of Commerce(B.com)

            3)Masters of Buisness Administration(MBA).


 সরকারি ব্যাংকে ব্যাংক ম্যানেজারের কাজ কিভাবে পাবো:-

  যদি তুমি সরকারি ব্যাংকে কাজ পেতে চাও তাহলে তোমাকে IPPS পরীক্ষায় পাশ করতে হবে, পাশ করার পর সরকারি ব্যাংকে কাজ পেতে পারো।

 

 বেসরকারি ব্যাংকে ব্যাংক ম্যানেজার কাজ কিভাবে পাবো:-

  যদি তুমি বেসরকারি ব্যাংকে কাজ পেতে চাও তাহলে তোমাকেPrio program   জয়েন করতে হবে।Prio program  প্রাইভেট ব্যাংক, সিকিম, মনিপাল, নেপাল একসাথে চালিয়ে থাকে।


  ব্যাংক ম্যানেজার হতে গেলে কি কি Exam দিতে হবে:-

  সরকারি ব্যাংকে ভর্তির জন্য সাধারণত তিন প্রকারের exam দিতে হয়। প্রথমে 2  প্রকারের exam-                                                                       1)Refain.

                                                             2)Pre means.

 শেষ পরীক্ষায় interview হয়ে থাকে।

 শেষে মেরিট লিস্ট এবং interview র এর পরে ব্যাংক ম্যানেজার কাজ পেতে পারো।


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

How to become SOFTWARE ENGINEER? Eligibility,course duration,exam & salary

 





SOFTWARE ENGINEER:

        আমরা একটি digital দুনিয়াতে বসবাস করি এই ডিজিটাল জিনিসটা এসেছে 5 বছর বা 6 বছর হয়েছে কিন্তু টেকনোলজি এসেছে 20  বছর বা 25 বছরের মধ্যে software  কে কোড করা বা ডেভলপ করার কাজ হল software engineer  এর। 

 

 প্রোডাক্ট বেস্ট কোম্পানি: প্রোডাক্ট বেস কোম্পানির মধ্যে Facebook, Amazon,Apple,Microsoft,Netflix,Google, এছাড়া আরও বড় বড় কোম্পানি প্রোডাক্টস কোম্পানি এই কোম্পানিগুলো নিজেদের প্রোডাক্ট বানানোর জন্য Software Engineerদের  দরকার পড়ে।

Software Engineer fresher salary 5 lakh to 20 lakh per annum.


যদি আপনি Software Engineer হয়ে থাকেন তাহলে আপনার salary ৩০ লাখ 50 লাখ per annum  অবধি হতে পারে।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি? 


 সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হল কম্পিউটার স্পেশালিস্ট। 

computer, software develope, games, application,network manage  এইগুলো সিস্টেমিটিক্যালি কন্ট্রোল এবং ডেভেলপ করে থাকে।  এগুলি করে থাকে বিশেষত কম্পিউটার programming language-এর দ্বারা। যেমন:-

যেমন:- Python ,Java ,JavaScript ,PHP, C#,C++, objective c,  COBOL,Perl,Pascal, lisp, portan and Swiftprogramming language. 

যেকোনো  software

ডেভেলপ করার জন্য যে সমস্ত সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং প্রসেস করতে হয় তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। 

 সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে তোমাদের কি কি কাজ করতে হবে:

1) programming and coding 2) fundamental and computer science 3) algorithm and data 4)  designer architecture 5)  testing software 6) app develope.

Eligibility criteria: মাধ্যমিক পাশের পর উচ্চ মাধ্যমিক পাস করতে হবেscienceবিভাগে( physics, chemistry,math)অবশ্যই  এই সাবজেক্ট নিয়ে পড়তে হবে। 

 যদি তোমরা Top rank কলেজে চান্স পেতে চাও তাহলে 70%  নাম্বার নিয়ে পাশ করতে হবে।

 উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ডিপ্লোমা কোর্স ,ব্যাচেলর ডিগ্রী কোর্স করতে পারো।

Best course:-1)  Bachelor in computer application. 

                                 2)  Master in computer application. 

                                 3)  B.tech in computer science.

                                4)Diploma in Computer Science B.tech IIT. 

                                5) DIploma in Computer programming. 

FEES:- feesটা totally depend করে তোমরা কোন কলেজ কোন

কোর্স এ admission নিয়েছো।

private college:-(50k-1lakh) per year.

Govt college:- কম খরচে হবে।

Best college

   1)  Jadavpur University( Kolkata). 

   2) National Institute of Technology( Durgapur).

   3)  Institute of Technology (Banaras). 

   4)  IIT (Bombay).

   5)  IIT (Madras). 

   6)  IIT (Delhi). 

   7)  IIT Kharagpur. 

   8)  Netaji Subhash Institute of Technology( Delhi). 

        

                  Job role as a Software Engineer

1)software developer. 

2)web developer. 

3)software testing. 

4)system analysis. 

5) video games developers. 

6) computer programming. 

7) Test engineer. 

8) sales engineering. 


 salary: salary depend করে  experience এবং  company এর ওপর। 

 Minimum salary: 10k- 12k(per month).


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


How to become a loco pilot

  How to become a loco pilot ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা রয়েছে। লোকো পাইলটরা হলেন পেশাদার যারা ট্রেনের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এব...