Saturday, March 11, 2023

How to become HEAD MASTER?( Eligibility,exam & salary)





☆হাই স্কুলের হেডমাস্টার হবে কি করে☆


 প্রধান শিক্ষকের কাজ:- হাই স্কুলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা ক্লাস বেশি নিতে পারেন না, মাঝে মাঝে ক্লাস নেন।  তারা ক্লাস বেশি নিতে পারেন না কারণ  কারণ প্রধান শিক্ষক বা শিক্ষিকার  অনেক রকমের দায়িত্ব থাকে। 

তাদের কি দায়িত্ব থাকে সেটা জেনে নেওয়া যাক-----

1) প্রত্যেকটা স্টুডেন্টদের ঠিকমতন দেখাশোনা করা।

2) ঠিকমতো  এডুকেশন হচ্ছে কিনা।

3) আরো পার্শ্ববর্তী শিক্ষক-শিক্ষিকাদের সময় মতন মাইনে দেওয়া হচ্ছে কিনা সেটা দেখাশোনা করা।

4) ঠিকমতো ক্লাস নিচ্ছে কিনা সেটা দেখাশোনা করা।

 5)সরকারের তরফ থেকে স্টুডেন্টদের জন্য যাবতীয় যা কিছু আসছে সেগুলো দেখাশোনা করা যেমন- মিড ডে মিল, সাইকেল, কন্যাশ্রী এই সমস্ত কিছু  স্টুডেন্টরা যাতে সহজেই পেয়ে যায় তা দেখাশোনা করা প্রধান শিক্ষক/ শিক্ষিকার কাজ।

6) মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়  বোর্ডে গিয়ে কথা বলা এইসব কাজ প্রধান শিক্ষক-শিক্ষিকার কাজ হয়ে থাকে।

(Step-1)

 যোগ্যতা:-

1) ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছাত্র-ছাত্রীদের পড়ানোর।

2) মাস্টার ডিগ্রী থাকতে হবে, এবং 50%  নম্বর (মার্কস)থাকতে হবে।

3)B-EDকোর্সটা কমপ্লিট থাকতে হবে।

4) তোমার বয়স যদি 55 বছরের নিচে থাকে তাহলে প্রধান শিক্ষক বা শিক্ষিকা কাজের জন্য apply করতে পারো।55  বছর হয়ে গেলে এই চাকরির  জন্যapply করতে পারবে না।


Step 2:-

1) যেসব শিক্ষকরা ১০ বছর স্কুলের শিক্ষকতা করেছে সেই স্কুল west bengal-এর স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে এবং সরকারি হাই স্কুল হতে হবে।


step-1+step-2  যোগ্যতা থাকলে সেই শিক্ষক  প্রধান শিক্ষক হিসেবে পরীক্ষা দিতে হবে।

 *কিভাবে এবং কখন শুরু করবেন ?:-

*যদি তোমার লক্ষ্য হয় স্কুলের অধ্যক্ষ হওয়া ,তাহলে তোমার ১২ তম শ্রেণী থেকে এর জন্যে পরিকল্পনা করা শুরু করা উচিত । 


*যেহুতু B-ED এই পেশার জন্যে বাধ্যতামূলক ডিগ্রী ,তাই একটি ডিগ্রী কোর্স অর্থাৎ BA,B.SC,বা B.COM বেছে নেওয়া বাঞ্চনীয়।


*যেহুতু B.ED ফী কাঠামো বেশী,আপনি এই ডিগ্রী কোর্সগুলির মদ্ধে থেকে বেছে নিতে পারেন যাতে শিক্ষার খরচটা কম হয়। 


*ডিগ্রী কোর্স শেষ করে, B.ED করে আপনি যদি সরকারি শিক্ষকতার চাকরি করতে চান তাহলে আপনাকে SBSE /রাজ্য সরকার দ্বারা পরিচালিত CTET /TET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

*শুধুমাত্র TET যোগ্য প্রার্থীরাই শিক্ষকতার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। আপনি TRT (টিচার রিক্রুমেন্ট টেস্ট) ক্লিয়ার করে সরকারি স্কুলে ভর্তি হতে পারেন।

*আপনাকে কমপক্ষে ৫-১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অর্জন করতে হবে। এদিকে আপনি M.ED সম্পূর্ণ করতে পারেন।

 আপনার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে ,আপনি সরকারি স্কুলে স্কুলের অধ্যক্ষ  পদের জন্যে আলাদা নিয়োগ পক্রিয়া রয়েছে।রাজ্য সরকারগুলি এর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করবে।

 -:পরীক্ষা দেওয়ার প্রক্রিয়া:-

১)WRITTEN EXAM :৬০ নাম্বার। 

২)EXPERINCE IN TEACHING :৫ নম্বর প্রশ্ন। 

৩)PERSONALITY TEST : ৭ নম্বরের প্রশ্ন। 

৪)ACADEMIC QUALIFICATION :৮ নম্বর।

 

-:WRITTEN TEST কি কি বিষয়ে EXAM থাকে:-

 WRITTEN টেস্ট ৬০ মিনিটের EXAM হয় ,মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকে ,কোনোরকম নেগেটিভ মার্কিং নেই।


১)GENERAL AWARENESS AND CURRENT AFFAIR RELATING TO SCHOOL EDUCATION :স্কুলসংক্রান্ত প্রশ্ন থাকবে ১৫ নম্বরের। 

২)ENGLISH :প্রধান শিক্ষকের যেহুতু প্রচুর  চিঠি লিখতে হয় তাই ENGLISH নলেজ থাকতে হয়। এখানেও ১৫ নম্বরের প্রশ্ন থাকে। 

৩)MATH :-প্রচুর টাকা পয়সার হিসাব নিকাশ করতে হয় তাই MATH EXAM  দিতে হবে ১৫ নম্বরের। 

৪)ISSUES IN  SCHOOL  MANAGEMENT:স্কুলটাকে কিভাবে পর্যালোচনা করবে সেই বিষয়ে ১৫ নম্বরের প্রশ্ন থাকবে। 

SALARY :একজন প্রধান শিক্ষক /শিক্ষিকার কমপক্ষে ৪৫০০০ থেকে শুরু করে ১ লক্ষ টাকা অবধি পেতে পারে অভিজ্ঞতার বাড়ার সাথে সাথে।


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

No comments:

Post a Comment

How to become a loco pilot

  How to become a loco pilot ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা রয়েছে। লোকো পাইলটরা হলেন পেশাদার যারা ট্রেনের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এব...