Wednesday, February 23, 2022

How to become a lawyer?Eligibility,course duration,exam & salary

 


যোগ্যতা :- HS-এ 45% নম্বর 

STREAM- Science,Arts,Commerce থাকলে apply করা যাবে দুটি course এর জন্য। সেই দুটি Course হল 

1.BALLB

2.LLB

General দের জন্য H.S-এ নম্বর থাকতে হবে 45%

SC, ST, OBC দের জন্য H.S-এ নম্বর থাকতে হবে 40%

BALLB

এটি ৫ বছরের course.এটি H.S-এর পর করা যাবে।

খরচ:- সরকারি কলেজে পাঁচ বছরে খরচ হবে 70,000 টাকা।

বেসরকারি কলেজে খরচা হবে 5 lac - 7 lac এর মধ্যে(বিভিন্ন কলেজ বিভিন্ন রকম খরচা) 

বয়স:- ১৮ বছর বয়স থেকে BALLB Course এর জন্য apply  করা যাবে। 

General দের জন্য H.S-এ নম্বর থাকতে হবে 45%

SC, ST, OBC দের জন্য H.S-এ নম্বর থাকতে হবে 40%

LLB

এটি তিন বছরের course. NO AGE BAR.

এটি করতে হলে Graduate হতে হবে এবং নম্বর থাকতে হবে 45%.

SC, ST, OBC দের জন্য H.S-এ নম্বর থাকতে হবে 40%

খরচ:- সরকারি কলেজে খরচ হবে 50,000 টাকা। 

বেসরকারি কলেজে খরচ হবে 1 lac-5lac এর মধ্যে (বিভিন্ন কলেজে বিভিন্ন রকম fees রয়েছে)। 

বয়স:- 21-60 বছর বয়স Graduate - এই course এর জন্য apply করা যাবে। 

EXAM - All India CLAT Exam clear করতে হবে. or 

for Calcutta University CALCUTTA UNIVERSITY LAW EXAM clear করতে হবে..

           


No comments:

Post a Comment

How to become a loco pilot

  How to become a loco pilot ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা রয়েছে। লোকো পাইলটরা হলেন পেশাদার যারা ট্রেনের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এব...