Wednesday, March 15, 2023

HOW TO BECOME AN ASSITANT PROFESSOR( ELGIBILITY,SALARY,EXAM,QUALIFICATION)

 




-:HOW TO BECOME AN ASSITANT PROFESSOR:-



STEP-1:-

*সবার প্রথমে তোমাকে মাস্টার্স-এ এডমিশন নিতে হবে কারণ শুধুমাত্র গ্রাজুয়েশন হলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে না,মাস্টার্স করা কম্পালসারি।


*তোমার গ্রাজুয়েশন যে সাবজেক্ট নিয়ে হয়েছে সেই সাবজেক্টে মাস্টার করতে হবে।


*STEP-2:-

*NET OR SET=> যদি ন্যাশনাল লেভেল এ Qualify হতে চাও তাহলে NET EXAM দিতে হবে আর যদি স্টেট লেভেল এ Qualify হতে চাও SET EXAM দিতে হবে। যদি তুমি NET আর SET দুটোতেই EXAM দিয়ে থাকো তাহলেও কোনো অসুবিধা নেই তবে দুটোর মধ্যে যে কোন একটা তোমার কাছে থাকা জরুরী।মাস্টার কমপ্লিট করার পরে NET OR SET EXAM  দিয়ে দিতে হবে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও।


* যখনি তোমার NET আর SET EXAM কমপ্লিট হয়ে যাবে তখন তুমি INTERVIEW-তে বসার যোগ্য হবে।


*STEP-3:-


*NET SET EXAM-এর পরে তোমার কাছে দুটো অপশন আসবে।1)PHD.

                                                                                              2)JOB IN COLLEGES.


-:TYPES OF POST IN COLLEGES:-


*Ad-hoc Purpose:-

 প্রতি ঘন্টায় তোমাকে লেকচার দেওয়ার জন্য কলেজ এবং ইউনিভার্সিটির ভেতরে রাখা হবে।যে কোন প্রাইভেট কলেজের ভেতরে তুমি যেতে পারো 'Ad-hoc Purpose-এর জন্য Experience সার্টিফিকেট এখানে Counted হয়না।


*Non Grant position:- 


তোমার যে জব সেটা ইউনিভার্সিটি তরফ থেকে লেগে যায়, সেটা প্রাইভেট কলেজ হতে পারে আবার  সরকারি কলেজও হতে পারে তোমার সেলারি বিষয়ে বা ম্যানেজমেন্ট এর  বিষয় সবকিছু কলেজের সাথে যুক্ত থাকে অর্থাৎ পুরো বিষয়টা কলেজের ওপর নির্ভরশীল।

তবেএখানে যদি তুমি সরকারি বা বেসরকারি কোন Experience সার্টিফিকেট দেখাও তাহলে তা এখানে Counted করা হবে।

*Grantable position:- 

এই জব উনিভার্সিটির তরফ থেকেই পাওয়া যায়, পেমেন্ট সরকারের তরফ থেকেই পাওয়া যায়।Grantable Position-এ পৌঁছানো যতটা সহজ ততটা Assitant Professor-এ পৌঁছানো  সহজ কাজ  নয়।

ভারতীয় সমাজে শিক্ষাকতাকে সব সময় একটি সর্বাধিক নামক চাকরি হিসেবে বিবেচনা করা হয়েছে, কারণ কাজের নিরাপত্তা আকর্ষণীয় বেতন,স্থিতিশীলতা, আকর্ষণীয় বেতন এবং প্রচুর ছুটির অফার করে এটি শিক্ষার দায়িত্বশীল  প্রোফাইল হিসেবে বিবেচিত হয় কারণ একজন শিক্ষক যুব ও দেশ  উভয়ের ভবিষ্যৎ পরিচালনা করেন।

             একজন কলেজ ইউনিভার্সিটির অধ্যাপকের তরুণ প্রজন্মের সাথে যোগাযোগ করার এবং সাধারণভাবে ছাত্রসমাজের ভবিষ্যৎ গঠনের সাহায্য করার সুযোগ রয়েছে।

 

 শিক্ষাগত যোগ্যতা:- সহকারী অধ্যাপক যোগ্য হতে প্রার্থীদের অবশ্যই একটি স্বনামধন্য ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম মোট 55 শতাংশ শহর স্নাতকোত্ত ডিগ্রী থাকতে হবে।


 শ্রেণী: 


1)সাধারণ 

         

শিক্ষাগত যোগ্যতা :-ন্যূনতম 55% নম্বর সহ স্নাতকোত্তরডিগ্রি।


2)SC/ST/OBC/PWD/TRANSGENDER


শিক্ষাগত যোগ্যতা :-ন্যূনতম 50% নম্বর সহ স্নাতকোত্তরডিগ্রি। 

বয়স সীমা:- সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য বয়সের কোন শর্ত নেই, অনেক ছাত্র অভিজ্ঞতা পাওয়ার পরে এই পেশা বেছে নেয়।এটা চাকরি পাওয়ার ক্ষেত্রে উপকারী হতে পারে।UGC/CSIR  লেকচারশিপ পোষ্টের জন্য কোন বয়সসীমা নির্ধারণ করা হয়নি।

-:একজন অধ্যাপক হওয়ার জন্য প্রয়োজনীয় পরীক্ষা:-

1) NET(জাতীয় যোগ্যতা পরীক্ষা)।

2) GATE( প্রকৌশলের স্নাতক যোগ্যতা পরীক্ষা)।

3)SIET( রাজ্য স্তরের যোগ্যতা পরীক্ষা)।

4)CSIR NET.


 -:ভারতের অধ্যাপক পদের বেতন:-

 প্রতিমাসে 40,000-90,000 INR.


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

No comments:

Post a Comment

How to become a loco pilot

  How to become a loco pilot ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা রয়েছে। লোকো পাইলটরা হলেন পেশাদার যারা ট্রেনের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এব...