Tuesday, March 21, 2023

How To Become ICDS AGANWADI SUPERVISOR






 ICDS:- তোমরা সাধারণত দেখে থাকবে বিশেষ করে পাড়া,ক্লাব বা বিভিন্ন স্কুলগুলো রয়েছে সেখানে দেখা যায় সকালের দিকে  প্রাইমারি স্কুলে ছোট ছোট বাচ্চারা ভর্তি হয় দিদিমণি তাদের পড়ান এবং সেখানে রান্না হয় এবং তারপর খাওয়ার প্রদান করা হয়,এই স্কুলগুলি হল অঙ্গনারী স্কুল।

            

                 যার আন্ডারে 40 থেকে 65 তো ছোট ছোট সেন্টার থাকে যেখানে অঙ্গনারীরা কাজ করে থাকে।

ICDS SI দের কাজ হলো প্রতিটি সেন্টারে খতিয়ে দেখা সমস্ত কাজকর্ম ঠিকমতো হচ্ছে কিনা,প্রত্যেকটা ছোট ছোট শিশু এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য দেখাশোনা মেনটেন ঠিকমত হচ্ছে কিনা,তারা ঠিকঠাক মতো পুষ্টি পাচ্ছে কিনা, নিউট্রিশনে ভুগছে কিনা এই জিনিসগুলো যারা অবসার্ভ করে থাকে তারাই হচ্ছে অঙ্গনারী SI পদে নিয়োগ হয়।

                     এই অঙ্গনারীর ভেতরে অনেকরকম প্রজেক্ট থাকে যেমন পালস পোলিও দেওয়া, বিভিন্ন টিকাকরণ দেওয়া,সবার স্বাস্থ্য ঠিকমতন চলছে কিনা,ওজন বেশি কিনা কারোর কম ওজন কিনা সব নজর রাখা। [অঙ্গনারী পদে নিয়োগ হবে কি করে?]


ICDS SI(INDIAN CHILD DEVELOPEMENT SELFISH SUB INSPECTOR)


যোগ‍্যতা:- এই কাজের জন্য প্রথম কাজ হল যে কোন শাখায় ARTS,COMMERCE,SCIENCE তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে,তাহলে এই চাকরির ফর্ম ফিলাপ করতে পারবে।


বয়স:-18-39  মধ্যে হতে হবে এটা জেনারেল কাস্টদের জন্য,OBC-দের জন্য দেখতে পাই 3 বছর বেশি  অর্থাৎ  39+3=42,যারা SC/ST  candidate 5 বছরের বেশি  পাচ্ছো,49+5=54, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের 10 বছরের ছাড় পাচ্ছে 49+10=59।

 

 পরীক্ষা:-পরীক্ষার তিনটে ধাপ রয়েছে PART 1,PART 2,PART 3 তোমরা এটাকে প্রিমিলিয়ারি,মেনস্,ইন্টারভিউ।


 সিলেবাস:-প্রথমেই প্রিমিলিয়ারি পরীক্ষা বিশেষভাবে পূর্ণভাবে MCQ টাইপ  ভিত্তি করে পরীক্ষায়  প্রশ্ন আসে।100 তে পরীক্ষা হয়ে থাকে।


 *কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে:-

PART 1:-ENGLISH/G.K/GI/ARITHMETIC(পাটিগণিত)NUTRITION(পুষ্টি) নিয়ে ভালো করে নলেজ রাখতে হবে।পুষ্টির যে ভাগ গুলো রয়েছে একটু যদি ভালো করে দেখে নাও তাহলে ICDS SI পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ ICDS SI পুরোপুরি পুষ্টি সংক্রান্ত।

এই টোটাল SUBJECT-এর MCQ তে পরীক্ষার 100 নম্বরের হবে।


PART 2:-BENGALI/BENGALISH/GENERAL SCIENCE/ARITHMETIC।প্রতিটি পরীক্ষায় সময় ধার্য করা হবে।TIME-90 MIN

 

PART 3:-INTERVIEW হবে, যাচাই করা হবে,ICDS SI উপযুক্ত কিনা,50 নম্বরের ইন্টারভিউ থাকবে।

      এরপরে যদি তুমি সিলেক্ট হয়ে যাও তাহলে তুমি চাকরির জন্য উপযুক্ত।


  * এই চাকরীর 2 বছর পর পর ফর্ম বেরিয়ে থাকে।

 স‍্যালারী:- প্রথমেই ঢুকে 15-35 হাজার টাকা পেতে পারো। অভিজ্ঞতার সাথে সাথে স‍্যালারি ও বাড়তে থাকে।


* এই ফর্ম বেড়ানোর পর ফর্মের জন্য কতটা AMOUNT  লাগবে:- 

যারা GENERAL কাস্ট হয় তাদের জন্য 160 টাকা লাগবে।OBC-দের জন্য অল্প কিছু ছাড় দেওয়া হয়।যারা SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকে তাদের জন্য কোন পয়সা লাগবে না,তারা বিনা পয়সায় ফর্ম ফিলাপ করতে পারবে।


ICDS মূল উদ্দেশ্য :-6 বছর  বয়সের শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের অবস্থার উন্নতি করা

 মৃত্যুহার,অসুস্থতা,অপুষ্টি এবং স্কুলের অতিরিক্ত চাপের ঘটনা কমাতে শিশুদের যথাযথ মানসিক,শারীরিক ও সামাজিক বিকাশের ভিত্তি স্থাপন করা। ড্রপ আউট, সঠিক পুষ্টি এবং স্বাস্থ্য শিক্ষার মাধ্যম হিসেবে স্বাভাবিক স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা দেখাশোনা করার জন্য মায়ের সামর্থ্য বাড়ানোর জন্য--

প্রধান উদ্দেশ্য :-1) 6 বছর বয়সী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের অবস্থার উন্নতি।

2) শিশুদের সঠিক মাসিক শারীরিক ও সামাজিক বিকাশের ভিত্তি স্থাপন করা।

3) মৃত্যুহার অসুস্থতা অপুষ্টি এবং স্কুল ড্রপ আউট এর ঘটনা হ্রাস।

4)শিশু বিকাশের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে নীতি ও বাস্তবায়নের সমন্বয়;এবং

5) সঠিক পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে শিশুর স্বাভাবিক স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণের জন্য মায়ের ক্ষমতা বৃদ্ধি করা।

OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

No comments:

Post a Comment

How to become a loco pilot

  How to become a loco pilot ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা রয়েছে। লোকো পাইলটরা হলেন পেশাদার যারা ট্রেনের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এব...