Indian police service: IPS OFFICER বড় একটা পোষ্টের কাজ।একজন আইপিএস অফিসার হওয়ার প্রচুর মানুষের স্বপ্ন। এই পোস্টে পাওয়া জন্য বহু লোক অনেক কষ্ট করে অনেক লোক এই পোস্টটি সফলতা পায় না । সফলতা না পাওয়ার কারণ হলো অনেকেই জানে না IPS অফিসার হওয়ার জন্য কি কি জিনিসের দরকার বা কি কি প্রসেস করতে হবে।
IPS অফিসার কিভাবে হবে। আইপিএস হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে ,আইপিএস হওয়ার জন্য কোন কোন পরীক্ষা দিতে হবে, এর জন্য শারীরিক যোগ্যতা কি কি লাগবে:
IPS এর ফুল ফর্ম হলো INDIAN POLICE SERVICE.
IPS হতে গেলে কি কি যোগ্যতা লাগবে:-
1) আইফি আইপিএস অফিসার হওয়ার জন্য 21- 30 বছরের মধ্যে বয়স হতে হবে কিন্তু এখানে ST/SC ক্যান্ডিডেটদের তিন বছরের ছাড় আছে।
2) তোমার কাছে ব্যাচেলার ডিগ্রী থাকতে হবে যে কোন ফিল্ডের।
3) আই পি এস পরীক্ষায় শুধুমাত্র ইন্ডিয়া ,নেপাল, ভুটানের লোকেরা পরীক্ষা দিতে পারবে।
শারীরিক যোগ্যতা:-
1) পুরুষদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার লম্বা হতে হবে এটা শুধু মাত্র জেনারেল ক্যাটাগরি এর জন্য।
যদি তুমি SC/OBC ক্যাটাগোরির হও তাহলে 160 CM লম্বা হতে হবে ,এছাড়াও 84 CM বুকের ছাত্রী চওড়া হতে হবে।
2) মহিলাদের জন্য লম্বা মিনিমাম 150 CM হতে হবে শুধুমাত্র জেনারেল নাগরিকদের জন্য ,
যদি তুমি SC/OBC ক্যাটাগরির হয়ে থাকো তাহলে উচ্চতা মিনিমাম 145 CM হতে হবে ,এছাড়াও 79 CM বুকের ছাতি চওড়া হতে হবে।
3) EYE SIDE : কমজোরী চোখের জন্য 6/12 বা 6/9
স্বচ্ছ চোখের জন্য . 6/6 বা 6/9
NEAR VISION: কমজোরি চোখের জন্য J2
স্বচ্ছ চোখের জন্য. J1
আইপিএস অফিসার হওয়ার জন্য কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ:
1) বারবী ক্লাস পাস করতে হবে: একজন আইপিএস অফিসার হওয়ার জন্য প্রথমে আপনাকে 12th ক্লাস পাস করতে হবে যে কোন স্ট্রিমে যেমন -সাইন্স ,কমার্স ,আর্টস সাবজেক্ট নিয়ে তোমাকে পড়তে হবে।
2) গ্রাজুয়েশন পাস করতে হবে: উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যে সাবজেক্টে তোমার interest আছে সেই সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েশন ডিগ্রি পেতে হবে । আইপিএস অফিসারের গ্র্যাজুয়েট হওয়ার খুব জরুরী।
3)UPSC পরীক্ষার জন্য Apply: গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তুমি UPSC পরীক্ষার জন্য Apply করতে পারো। IAS,IPS,IRS EXAM দেওয়ার জন্য প্রথমে তোমাকে UPSC EXAM দিতে হবে।UPSC EXAM APPLY এর পর তোমাকে 3টে Main পরীক্ষা দিতে হবে।
1) The preliminary exam
2) The main exam
3) Interview
এইসব কমপ্লিট করার পর তোমাকে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে যাবে ।
4) Preliminary exam: UPSC পরীক্ষায় এপ্লাই করার পরে প্রথমে তোমাকে preliminary এক্সাম দিতে হবে। এর মধ্যে দুটো পেপার থাকে এর মধ্যে Objective প্রশ্ন থাকে 4 Option থাকে । 2টো পেপার ২০০ - ২০০ মার্কস এর হয়ে থাকে । NEXT ROUND যাওয়ার জন্য এই এক্সাম ক্লিয়ার করতে হবে।
5) MAIN EXAM : এর মধ্যে 7টা পেপারের এক্সাম থাকে যার মধ্যে written এক্সাম এর সাথে সাথে ইন্টারভিউ হয়ে থাকে। এটা একটু মুশকিল হয়ে থাকে ,এই এক্সাম অনেক লোক কমপ্লিট করতে পারেনা। পরীক্ষায় TOP MARKS আনতে হবে।
6)INTERVIEW ROUND : 2টো রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাকে পার্সোনাল ইন্টারভিউ এর জন্য ডাকবে। যেটা 45 মিনিটের জন্য হবে ।ইন্টারভিউ জায়গায় ইন্টারভিউ নেওয়ার হবে এবং কঠিন কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
7) IPC অফিসার ট্রেনিং: সব পরীক্ষা কমপ্লিট করার পরে মৌসুরি বা হায়দ্রাবাদ পাঠানো হয় ট্রেনিংয়ের জন্য । ট্রেনিং হয়ে যাওয়ার পরে পোস্টিং হয়ে যায়। এইভাবে তুমি আইপিএস অফিসার হয়ে যাবে।
OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK
OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK
OUR WEBSITE PAGE LINK - CLICK ON THE WEBSITE PAGE LINK
No comments:
Post a Comment