Wednesday, March 8, 2023

How to become BANK MANAGER? Eligibility,course duration,exam & salary

 





ব্যাংক ম্যানেজার কে হয়:  সমস্ত কাজ অবসার্ভ করে থাকে, ব্যাংক ম্যানেজার ব্রাঞ্চ দেখা শোনা করে থাকে।  পুরো ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ রাখে। প্রত্যেক ব্যাংকের  ব্রাঞ্চ আলাদা আলাদা হয়ে থাকে। একটা ব্রাঞ্চের একটা করে ব্যাংক ম্যানেজার থাকে। ব্যাংক ম্যানেজারের পদ যে রকম  বড়ো হয়ে থাকে সেরকম তার  দায়িত্ব অনেক বেশি হয়ে থাকে।


 ব্যাংক ম্যানেজারের কাজ কি হয়ে থাকে:   ব্যাংক ম্যানেজারের পথ যেরকম বড় হয়ে থাকে সেই র তাদের দায়িত্ব অনেক বেশি হয়ে থাকে যদি তুমি ব্যাংকের ম্যানেজার হতে চাও তার আগে তোমাকে জেনে নিতে হবে দায়িত্ব গুলো কি কি?

1) কাস্টমারের জন্য আকর্ষক প্রোডাক্ট এক্সিকিউট করা।

2) ব্যাংক কর্মচারীদের প্রতিদিনের কাজের জন্য গাইড করা ব্যাংক ম্যানেজারের  কাজ।

3) ব্যাংকের রেকর্ড স্টেটমেন্ট ঠিকঠাকভাবে  করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা।

4) কাস্টমার এবং ফাইনান্সিয়াল ইনস্টিটিউটের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে।

5) সারাদিনের টাকা-পয়সার লেনদেন দেখাশোনা কোরে

 নিশ্চিত করা।


 ব্যাংক ম্যানেজার হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে:-

1) যদি তুমি ব্যাংক ম্যানেজার হতে চাও তাহলে অনেক ধৈর্য্য এবং প্রচুর পরিশ্রম করে পড়াশোনা করতে হবে।

2) ব্যাংক ম্যানেজার হতে গেলে তোমাকে আগে ভারতের নাগরিক হতে হবে।

3) ব্যাংক ম্যানেজারের পোস্ট পাওয়ার জন্য প্রথমে ম্যানেজমেন্ট এর পোস্ট থাকা জরুরী।

4) পরীক্ষার্থীর  MBA বা PG, DM ডিগ্রী থাকা জরুরী।

5) সরকারি ব্যাংকের পোস্ট পাওয়ার জন্য IPPS পরীক্ষা পাস করতে হবে।

6) প্রাইভেট ব্যাংকে পোস্ট করার জন্য পরীক্ষার্থীকে প্রিয় বা প্রোগ্রাম জয়েন করা জরুরী

7)21-30 বয়সের  সময়সীমা হয়ে থাকে পরীক্ষার্থীদের জন্য।

8)55% মার্কস নিয়ে পাশ করতে হবে পরীক্ষার্থীকে।

9)SC/ST//OBC  পরীক্ষার্থীকে 5  এবং 3  বছরের বয়সের ছাড় থাকে পরীক্ষা দেওয়ার জন্য।

 

 ব্যাংক ম্যানেজার কত প্রকারের হয়ে থাকে:-

1)Branch manager.

2)Service manager.

3)Senior Bank manager.

4)Junior manager.


1)Branch manager:- 

 ব্যাঙ্ক ম্যানেজার ব্রাঞ্চের মুখ্য হয়ে থাকে,ব্যাংক কিভাবে ডেভলপ হবে,কিভাবে ম্যানেজমেন্ট করা যায় বা কোন দিকে থেকে ব্যাংকের লাভ হবে তার একটা যোজনা বানানো সেই সব দায়িত্ব Branch manager  এর থাকে।


    একজন ব্যাংক ম্যানেজার সিদ্ধান্ত নেয় মার্কেটিং এর  ওপরে কি কাজ হবে, ফাইনান্সিয়াল ট্রানজাকশন কি হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কাজ একজনBranch manager -এর কাজ হয়ে থাকে।


Service manager:- 

সার্ভিস ম্যানেজারের কাজ গ্রাহকদের দেখাশোনা করা, ব্যাংকিং এর সাথে জড়িত প্রচুর সুবিধা গুলো সুনিশ্চিত করা,ব্যাংকের কর্মচারীদের নির্দেশ দেওয়া, ব্যাংকিং রিপোর্ট দেখা, গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার কাজ একজন Service manager-এর কাজ হয়ে থাকে।


Senior Bank manager:-

 ব্যাংকের গতিবিধি দেখা এবং যে সার্ভিস গুলো গ্রাহকদেরকে দেওয়া হয় সেগুলো সঠিকভাবে প্রদান করা হচ্ছে কিনা তা দেখা  কাজ হল Senior Bank manager- এর।ব্যাংকের হেয়ারিং প্রক্রিয়া এবং গ্রাহকের সেবা, প্রশাসন সব দেখা বা কোন কিছু সিদ্ধান্ত নেওয়া Senior Bank manager-এর কাজ।

 

Junior manager:-

 জুনিয়র ব্যাংক ম্যানেজার সিনিয়র ব্যাঙ্ক ম্যানেজারের সুপারভাইজার হিসেবে কাজ করে। ম্যানেজমেন্ট  অ্যাক্টিভিটিকে  সুশীলভাবে প্রচলন করা সুনিশ্চিত করে থাকে। ব্যাংকের ম্যানেজমেন্টের অধিকারী হয়ে থাকে, গ্রাহকের সাথে সম্পর্ক বানানোর জন্য যোগদান করে, ব্যাংকের উদ্দেশ্য ঠিক রাখার দিকে লক্ষ্য দিয়ে থাকে।


 ব্যাংক ম্যানেজার কি কোর্স করতে পারে:-

   ব্যাংক ম্যানেজার হওয়ার জন্য কিছু কোর্স করতে হবে, যেমন:-1)Bachelor of Buisness Administration(BBA).

            2)Bachelor of Commerce(B.com)

            3)Masters of Buisness Administration(MBA).


 সরকারি ব্যাংকে ব্যাংক ম্যানেজারের কাজ কিভাবে পাবো:-

  যদি তুমি সরকারি ব্যাংকে কাজ পেতে চাও তাহলে তোমাকে IPPS পরীক্ষায় পাশ করতে হবে, পাশ করার পর সরকারি ব্যাংকে কাজ পেতে পারো।

 

 বেসরকারি ব্যাংকে ব্যাংক ম্যানেজার কাজ কিভাবে পাবো:-

  যদি তুমি বেসরকারি ব্যাংকে কাজ পেতে চাও তাহলে তোমাকেPrio program   জয়েন করতে হবে।Prio program  প্রাইভেট ব্যাংক, সিকিম, মনিপাল, নেপাল একসাথে চালিয়ে থাকে।


  ব্যাংক ম্যানেজার হতে গেলে কি কি Exam দিতে হবে:-

  সরকারি ব্যাংকে ভর্তির জন্য সাধারণত তিন প্রকারের exam দিতে হয়। প্রথমে 2  প্রকারের exam-                                                                       1)Refain.

                                                             2)Pre means.

 শেষ পরীক্ষায় interview হয়ে থাকে।

 শেষে মেরিট লিস্ট এবং interview র এর পরে ব্যাংক ম্যানেজার কাজ পেতে পারো।


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

No comments:

Post a Comment

How to become a loco pilot

  How to become a loco pilot ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা রয়েছে। লোকো পাইলটরা হলেন পেশাদার যারা ট্রেনের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এব...