Tuesday, March 28, 2023

HOW TO BECOME AN INCOME TAX OFFICER





*কিভাবে একজন আয়কর কর্মকর্তা হবেন?

*ইনকাম Tax কি?

*কাজ 

*যোগ্যতা

*বয়স/শারীরিক ক্ষমতা 

*পরীক্ষা পদ্ধতি 

*সিলেবাস 

*স্যালারি 

*কিভাবে PREPARATION নেবে?


:-INCOME TAX:-


  সাধারণ INCOME TAX  বলতে বুঝি যারা আমরা আয় করি একটা নির্দিষ্ট টাকার পরিমাণ/AMOUNT রয়েছে এবং এই AMOUNT-এর বাইরে গিয়ে যারা INCOME করে যারা প্রচুর টাকা INCOME  করে তাদের INCOME TAX দিতে হয়। INCOME অনুযায়ী TAX দিতে হয়।বড় বড় শিল্পীরা কোম্পানিদের সরকারকে TAX দিতে হয়।এমনি সাধারণ মানুষদেরকেও INCOME টাকার পরিমাণ অনুযায়ী TAX দিতে হবে। বড় বড় শিল্পপতিরা মাসে INCOME TAX দিয়ে থাকেন। এইসব তত্ত্বাবধান যারা ফলো রাখেন তাদের  INCOME TAX OFFICER বলে।


INCOME TAX OFFICER এর কাজ কি?

 সাধারণত দু'রকমের কাজ হল হল 1)ASSESSMENT 2) NON- ASSESSMENT.

ASSESSMENT ব্যাপারটা হল অফিসে সাধারণ বসে কাজ করা বড় বড় শিল্পপতিদের বড় বড় ব্যবসা,বড় বড় কোম্পানিগুলো রয়েছে, বড় বড় আর্টিস্টরা রয়েছে তাদের সমস্ত তথ্যগুলো কালেক্ট করা, তাদের ব্যাংক ব্যালেন্স কত রয়েছে

তা খতিয়ে দেখা,তারা ঠিকঠাকভাবে TAX সেটা দেখা এছাড়াও TAX দু'ধরণের বা দু'প্রকারের হয়ে থাকে-

1) DIRECT TAX 

2)INDIRECT TAX 

 

*DIRECT TAX হলো যারা TAX দিয়ে দেয়। 

*INDIRECT TAX যারা ট্যাক্স দিতে যায়না তাদের থেকে কিভাবে আদায় করবে সেটা INDIRECT ট্যাক্স এর মধ্যে পড়ছে। 

NON-ASSESSMENT এর কাজ হলো যে ব্যাক্তি বা শিল্পপতির কোনো গ্যাজেট,ল্যাপটপ বা ফোন থেকে তথ্য বার করে এবং তাদের ব্যাঙ্ক ব্যালেন্স চেক করে বেশি পরিমানে টাকা থাকলে যদি কাগজপত্র দেখে তথ্য কালেক্ট করে বাড়িতে তদন্ত করতে যায়। তখন INCOME TAX RATE হয়। এই ব্যাপারগুলো NON-ASSESSMENT এর দিকে পড়ছে।

 প্রত্যেকে যারা ভারতীয় নাগরিকরা আছে তারা প্রত্যেকে যাতে ট্যাক্স দেয় সেটা খতিয়ে দেখে INCOME TAX অফিসারেরা এবং তাদের কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেখাতে হয়।


:-যোগ্যতা:-যে কোনো কাজ করার আগে সেই কাজের যোগ্য হতে হব।

1)প্রথমে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে যেকোনো শাখায় সায়েন্স,আর্টস,কমার্স যেকোনো শাখায় যদি তুমি THIRD  YEAR দিয়ে থাকো তাহলে তুমি এই ফর্ম ফিলাপ করতে পারো।

2)এখানে কোনো নম্বরের পার্সেন্টেজ নেই শুধু গ্র্যাজুয়েট হতে হবে।

: SSC CGL র আন্ডারে ফর্ম বার হয়। 


বয়স ও শারীরিক ক্ষমতা :-নূন্যতম বয়স 21-23 বছর পর্যন্ত থাকা প্রয়োজন এছাড়াও রিসার্ভ ক্যাটাগরির জন্য ছাড় আমরা দেখতে পাই। 

    OBC হলে=27+3=30 অর্থাৎ তিন বছরের ছাড় থাকে।

    SC/ST হলে=27+5= 32 অর্থাৎপাঁচ বছরের ছাড় থাকে।

   PWD হলে =27+10=37 অর্থাৎ 10 বছরের ছাড় থাকে।

 মেয়েদের ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেস:

হাইট:152 সেমি

ওয়েট:48 KG 

20 মিনিটের মধ্যে 1কি.মি দৌড়াতে হবে। 

20 মিনিটের মধ্যে 3 কি.মি সাইকেলিং করতে হবে।

      

  ছেলেদের ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেস:

 হাইট:157.5 সেমি

বুকের ছাতি 81সেমি 

15 মিনিটের মধ্যে 1600 মি দৌড়াতে হবে। 

30 মিনিটের মধ্যে 8 কি.মি সাইকেলিং করতে হবে।

 পরীক্ষার পদ্ধতি:-

TIER 1:-REASONING ,INTELLIGENCE (25)নম্বর 

              GENERAL AWARNESS (25)নম্বর 

            QUANTITIVE APTITUDE (25)নম্বর 

           ENGLISH COMPRENHENSION (25)নম্বর

TOTAL -100 (1 ঘন্টা)

MARKS -200,অনলাইন EXAM 


TIER 2:

     QUANTITIVE APTITUDE  TEST Q-200 /MARKS-200/HOUR-2 

            ENGLISH LANGUAGE Q-200 /MARKS-200/HOUR-2

 TIER3 :-DESCRIPTIVE [ESSAY /PRECTICE/APPLICATION /LETTER 

             এখানে OFFLINE পরীক্ষা।

 TIER 4:- CPT(COMPUTER PROFICIENCY TEST )

              এখানে তোমার DATA ENTRY ,কম্পিউটারের স্পিড কতটা সমস্ত কিছু চেক করা হয়। 

                             TIER 4 পাস করার পরে PHYSCICAL TEST করা হবে।

স্যালারি:মিনিমাম 46 হাজার টাকা থেকে শুরু করে অভিজ্ঞতার সাথে সাথে স্যালারি বাড়তে থাকে।


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

No comments:

Post a Comment

How to become a loco pilot

  How to become a loco pilot ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা রয়েছে। লোকো পাইলটরা হলেন পেশাদার যারা ট্রেনের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এব...