Tuesday, January 24, 2023

BASLP কোর্স কী?


 


Beacheler in odiology and speach language peathalogy :- (BASLP)


BASLP কোর্স কী:-   


 BSLP  কোড চার বছরের ডিগ্রী  প্রোগ্রাম অনেক লোক আছে যারা পুরোপুরি কানে শুনতে এবং ভালোভাবে কথা বলতে গেলে তোতলায় অসুবিধা হয়। এই সব মানুষদের সঠিকভাবে ট্রিটমেন্ট দেওয়ার জন্য স্পেশাল ট্রেনিং দেওয়া হয়।


   অনেক সময় দেখা যায় কোন বাচ্চা বড় হওয়ার সাথে সাথে,কথা জড়িয়ে যায় বা তুতললে যায়, অনেক সময় দেখা যায় বয়স্ক কোনো মানুষের একটা বয়সের পর কানে শুনতে সমস্যা হয়,  এখন বেশিরভাগ বাচ্চা প্রিম্যাচিওর হয়ে থাকে।  এই ক্ষেত্রে বাচ্চা গুলোকে দেখা যায় ভালোভাবে কথা বলা বা কানে শোনার সমস্যা থাকে তখন ডাক্তাররা পরামর্শ দেয় Audiology Test  করার এটা শুধু প্রফেশনাল Audiologyst করতে পারবে।


 ইন্ডিয়া এবং নিউরোপের BASLP কোর্সের ক্যারিয়ারের সুযোগ অনেক বেশি।


কোর্স Duration :-  এই  কোর্সটি চার বছরের,  প্রথম 3 বছর তোমাকে কলেজে পড়তে হবে, আর 1 বছরের   internship হসপিটালের হয়। 


BASLP কোর্স  2প্রকার:-  1) Odiology

                   

                                         2)Speach Tharaphy



Odiology:-  Odiology  হলো বিজ্ঞানের এমন একটি ব্রাঞ্চ যেখানে Hairing  সমস্যাকে study করে। Odiology কাজ হলো কানে কম  শোনার সমস‍্যাকে দূর করা। 


Speach language Theraphy:-  যখন তোমার বলতে অসুবিধা হয় যখন একসাথে জোরে কথা বলতে না পারো এইগুলো Disodar Spech language বলে।  এর জন্য আমাদের ট্রিটমেন্ট দরকার হয় এই সমস্যাগুলো যে ট্রিটমেন্ট করে তাকে স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বলে।


* Diploma  hearing language & Speach শেখার 2বছর Program.


* Master of Odiology spech language 2বছরের  প্রোগ্রাম 


BASLP  কোর্স করার জন্য কি যোগ্যতা লাগে:- 


* বয়স হতে হবে 17-25

*মিনিমাম 52-62  মার্কস পেতে হবে কলেজ ভিত্তিতে

* বিজ্ঞানের স্টুডেন্ট ক্লাস টুয়েলভ পাস করলে এই কোর্স করতে পারে



Admission process :- * যদি তুমি সরকারি কলেজে পড়াশোনা করতে চাও 12th ক্লাসে মার্কসের ভিত্তিতে এপ্লাই করতে পারো, 


*এন্ট্রেসের ভিত্তীতেও ভর্তি হতে পারো। 


FEES STRUCTURE:  * যদি তুমি সরকারি কলেজে এপ্লাই করো তাহলে কুড়ি থেকে ত্রিশ হাজার ফ্রিজ দিতে হবে,


* যদি তুমি প্রাইভেট কলেজে এপ্লাই করো তাহলে 1-1.5লাখ প্রতি বছর দিতে হবে।


BASLP TOP COLLEGE : 


1) ALI YARAR JUNG National institute 

2) Post Graduate institute of medical

3) Education,Chandigarh

4) AIMS new Delhi

5)Gujarat university 

6)TN Medical college mumbai

7)Osmania university 

8) University of mysore

9)  JSS institute of speech & Hearing mysore

10) Unity institute of nursing Mangalere

11)All india institute speech & hearing  mysore


BASLP Entrance Exam


1) AIIMS under Graduate Entrance Exam

2)PGIMER UG Entrance Exam

3)  NEET

4) Manipal university Entrance

5) GGSIUP Entrance Exam


BASLP স‍্যালারী:- *  যদি তুমি BASLP কোর্স Diploma করে স‍্যালারী 30-35 হাজার প্রতি মাসে।


                             *Bachelor Degree Starting salary 40-55 হাজার প্রতি মাসে।


কোথায় কোথায় জব করতে পারবে:- 


1) প্রাইভেট  এবং গভর্নমেন্ট কলেজ জয়েন করতে পারবে 2)NGO জয়েন করতে পারো 

3)যাদের কানে কম  সোনা বা কম কথা বলতে প্রবলেম হয় তাদের ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারে।

4) যেকোনো ক্লিনিকে কাজ করতে পারো।

OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


Sunday, January 22, 2023

OPARATION THEATOR TECHNOCIAN কী? এই সম্বন্ধে কিছু ত‍থ‍্য।

 


OPARATION THEATOR TECHNOCIAN:-(OT)


OT কী:- এই কোর্সে স্টুডেন্টকে সার্জিক্যাল প্রসেস,  সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট, সার্জিক্যাল এ‍ন‍‍্যাস্টাসিয়া,পেসেন্ট মনিটারিং এবং অপরেশান থিয়েটারের টেকনিকের  ব‍্যাপারে Details শেখান হয়।


    অপারেশনের সময় Doctor কে কীভাবে এসিস্টস করতে হয়,অপারেশনের সময় কোন কোন ইনস্টুমেন্ট ব‍্যবহৃত হয় এবং তার কাজ সম্পর্কে জানানো হয়।


     OT কোর্স হসপিটালে বাদবাকি ডিপার্টমেন্ট যেমন ইন্টেনসিপ কেয়ার ইউনিট এবং এমার্জেন্সি ইউনিট এই সম্পর্কে ও Details এ শেখানো হয়।


       সার্জিক্যালের সব মেডিশিন  ও এন‍্যাথেসিয়ার কাজ করছে কিনা, অক্সিজেন সিলিন্ডার সঠিকভাবে কাজ করছে কিনা এই সকল জিনিসকে ধারণার মধ্যে রাখতে হয়।


course Duration:-  2 types


1)Diploma     : (2years + 6months intern)

2)Bsc             :  (3years+1year intern)


OT কোর্সের জন‍্য কী যোগ‍্যতা লাগবে:- 


* উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্ট দিয়ে পাস করতে হবে।


* মিনিমাম 50% মার্কস থাকতে হবে


Admission process:- 2types 


1)এন্ট্রাস   এক্সাম দিয়ে প্রাইভেট এবং সরকারি কলেজে এডমিশন নেওয়া হয়।


2)Direct Admission  আছে যা কিছু কিছু কলেজ করে থাকে তার সাথে ডোনেশন নিয়ে থাকে।



 ফিস স্ট্রাকচার:-  সরকারি কলেজগুলিতে 30000 থেকে 40000 মত খরচ হয়।

                                       প্রাইভেট কলেজগুলিতে 1.5থেকে 2.5 লাখ টাকা লিগে।


স‍‍্যালারী: Depend on experience 

                        মিনিমাম 2-10 লাখ


 কোর্স করার পর কোথায় জব করবেন:-

       Hospitals, emergency centers, nurshing home,private laboratories,blood bank


 কি কি পোস্টে কাজ পাওয়া যায়:- 


Teacher,Lecturer, OT technician,Consultant,OT assistant,Anaesthetist consultant etc.

OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


Saturday, January 21, 2023

Dialysis Technician কী? এই সম্বন্ধে কিছু ত‍থ‍্য।



Dialysis Technician


     যখন আমাদের কিডনি সঠিক ভাবে কাজ করা বন্ধ করে দেয়, আমাদের রক্তে ফিল্টার করতে পারে না,তখন আমরা শরীরের অ্যাক্টিভিটি ঠিক রাখার জন্য আর্টিফিশিয়াল মেশিন এর দ্বারা রক্তকে ফিল্টার করার কাজ করে এই  প্রসেসটিকে ডায়ালসিস বলে। 


* কিডনি  আমাদের শরীর থেকে বজ্র  পদার্থ পরিস্রাবন করে

* রক্তচাপ নিয়ন্ত্রণ করে

* সোডিয়াম এবং পটাশিয়াম নিয়ন্ত্রণ করে

* নানা রক্তকণিকা উৎপাদনে  ভূমিকা রাখে। যখন কিডনি এই কাজগুলি করা বন্ধ করে দেয় তখন রক্তে ক্ষতিকারক মাত্রা তরল এবং  বজ্র জমা হয় যা শরীরের ক্ষতি করতে পারে। এই ধরনের ব্যক্তিদের মধ্যে কিডনির কার্যসম্পাদন করে এবং মানুষকে দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবন যাপন করতে সহায়তা করে


ডায়ালাইসিস কত প্রকার:-

তিন ধরনের ডায়ালাইসিস আছে 


1) হোমোডায়ালাসিস 2) পেরিটোনিয়াল ডায়লাইসিস 

3)ইন্টারমিটেন্ট পেরিটোনিয়াল ডায়লাইসিস 


course duration :- 2 types                       Fees


Diploma (2বছর+internship) &        15000-50000

BSC (3বছর + internship)                 20000-70000



   এই কোর্স  করার জন‍্য কী যোগ‍্যতা লাগবে:-


উচ্চমাধ‍্যমিক সায়ন্স,ফিজিস্ক, বায়োলজি নিয়ে পাশ করতে হবে এবং মিনিমাম 50% মার্কস পেতে হবে।


Hemo Dialysis:  শরীরে যে ভদ্র তরল পদার্থ থাকে সেই তরল পদার্থ কি সরিয়ে দেওয়ার জন্য Hemodialysis ব্যবহার করা হয়।  রক্তটাকে শরীর থেকে বার করে ফিল্টার করার ক্ষেত্রে  হেমোডায়ালাইসিস ব্যবহার করা হয়।  সেই ফিল্টার করা রক্তকে ডায়ালাসার বিকিনি সাহায্যে শরীরে আবার রক্ত  ঢেলে দেয়।


Peritoneal Dialysis: এই প্রক্রিয়ায় রক্তকে শরীরের ভিতরেই পরিষ্কার করা হয়। এই ধরনের প্রক্রিয়ায় রক্তের বজ্র পদার্থ  পর্যবেক্ষণ করার জন্য পেটের মধ্যে একটা বিশেষ প্রকারের পদার্থ দিয়ে দেওয়া হয়।যেটা পেটের গহবরের রক্তের তরল বজ্র পদার্থকে শুকিয়ে দেয় এটা অনেক ক্ষেত্রে ঘরেও ব্যবহার করতে পারবে।


 এই  কোর্সের এডমিশন কিভাবে নেওয়া হয়:-   এই কোর্সে দুই রকমের প্রক্রিয়া এডমিশন নেওয়া হয়- 


1) প্রথম প্রকার হয়ে থাকে এন্ট্রাস এক্সেস এর মাধ্যমে সেখানে - BSC,Diploma  এডমিশন নিতে পারে।


Exam দিয়ে মেরিটের ওপর ভিত্তি করে এডমিশন নিতে পারে। 


2)  কলেজ \ইউনিভার্সিটি এখানে শুধুমাত্র মার্কস এর ভিত্তিতে এডমিশন নিতে পারো,এটাকে ডিরেক্ট এডমিশন বলা হয়ে থাকে।


 ক‍্যারিয়ার- যদি ডায়ালিসিস কোর্স করা থাকে তাহলে তারা  কি কাজ পেতে পারে,


1)Dialysis Executive

2)Dialysis Technician

3)Lab Expert

4) Medical Attendent

5)Therapeutic Assistence

6)Trainer


 স‍্যালারি:-


1) Dialysis in Charge -   1,80000

2)Lab Assistant -             1,40000

3)Medical Assistant -      1,72000

4)Skill Trainer-               200000

5)Unit Supervision -       250000

OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


Thursday, January 19, 2023

Physiotheraphy course কী? এই সম্বন্ধে কিছু ত‍থ‍্য।



 বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারী প্রতি 10000 জন মানুষের একজন ফিজিওথেরাপিস্টের  এ‍্যাক্সেস করা উচিত। অন্যদিকে ভারতের সবেমাত্র প্রায় 5000 নিবন্ধিত ফিজিওথেরাপিস্ট রয়েছে।ফলস্বরূপ,ভারতে মোটামুটি ভাবে 95000 ফিজিওথেরাপিক্স এর চাহিদা রয়েছে।


 Top physiotheraphy courses after 12th :- 


1)Diploma in physiotheraphy -> Diploma (DPT)

2)Bachelor of physiotherapy-> Undergraduate (BPT)

3)BSC physiotherapy-> Undergraduate 

4)Master of physiotherapy-> Postgraduate 


 ফিজিও থেরাপি কোর্সের যোগ্যতা:-


*  ন্যূনতম ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে কিছু কলেজে উচ্চমাধ্যমিক ন্যূনতম10%  মার্কস চায়।


* শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকে মূল বিষয়গুলির মধ্যে জীবন বিজ্ঞান থাকতে হবে।


* স্নাতকোত্তর ফিজিওথেরাপি কোর্সের আবেদন করার জন্য শিক্ষার্থীদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BPT ডিগ্রি থাকতে হবে।


*BPT  50% এর বেশি স্কোর করতে হবে।


* ফিজিওথেরাপি কোর্সে ভর্তির জন্য NEET  স্কোরের প্রয়োজন নেই, কিছু কলেজে NEET  স্কোর বিবেচনা করে।


* প্রার্থীদের বয়স কমপক্ষে 17 বছর হতে হবে।


 করছেন নাম, সময় কাল কোর্স ফি:-


1)BPT     4 বছর                    INR 400000 - INR 500000

2)BSC    3 বছর                                       100000 - 500000

3)BOT   3-5 বছর                                      400000

4)DPT   2-3 বছর                                    10,000 - 500000

5)BVSC  5 বছর                                     700000 - 2,40000

6)MPT    2বছর                                      200000 - 700000

7)MSC    2বছর                                      40,000 - 300000

8)MPT(Neurology) 2বছর                    300000 - 500000

9) MD        3বছর                                   1000000 - 2500000

10)MPT     2বছর                                  200000 -  700000

11)PG diploma in sports 1বছর                 _

12)Ph.D.Physiothersoy     2 বছর   100000-2500000


 ফিজিওথেরাপিস্ট এর কাজ কি:-


      যে কোন মানুষকে ফিজিক্যালি বা বাইরে থেকে এক্টিভ করে তোলা এবং সুস্থ করে তোলার যে টেকনিক তাকে ফিজিওথেরাপি বলে।


 একজন ফিজিওথেরাপিস্টের নার্ভ সম্বন্ধে তার কাছে জ্ঞান থাকে, বিভিন্ন হাড় সম্বন্ধে তার কাছে জ্ঞান থাকে, আমাদের শরীরে যে কটা জয়েন্ট আছে সেই সম্বন্ধেও জ্ঞান থাকে, বিভিন্ন মাংসপেশী সম্বন্ধেও তার কাছে জ্ঞান থাকে।


 একজন ফিজিওথেরাপিস্ট কোথায় জব পেতে পারে:- 


* নিজের ক্লিনিক খুলতে পারে

* বিভিন্ন জায়গায়  পেসেন্টদের কাছে গিয়ে ট্রিটমেন্ট করতে পারে

* বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটালে জব করতে পারে

* যেকোনো  হেলথ সেন্টার, জিম সেন্টার কাজ পেতে পারে।

* খেলোয়াড়দের জন্য ফিজিওথেরাপিস্ট এর সাহায্য লাগে।


 ফিজিওথেরাপিস্টের স্যালারি:- 


     এই কোর্স কমপ্লিট করার পর  একদম শুরুতে প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা  ইনকাম শুরূ করবে।

 এর সাথে সাথে অভিজ্ঞতা ও বেড়ে যাবে মানুষ চিনতে শুরু করবে  সেলারি বাড়তে থাকবে।


 কিরকম ধরনের কোর্স হয়:- 


 সাধারণত দুই ধরনের হয়ে থাকে,

1) ডিপ্লোমা কোর্স 2বছরের

2) ব্যাচেলার কোর্স 4 থেকে 6 বছরের হয়


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


Wednesday, January 18, 2023

Paramedical course কী?




 প্যারামেডিকেল কোর্সে মূলত রেডিওগ্রাফি, ফিজিওথেরাপি, অপটোমেট্রি,ক্রিটিকাল কেয়ার টেকনোলজি,ডায়ালিসিস টেকনিশিয়ান,মেডিক‍্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওথেরাপিইউটিউক টেকনিকস,  নিউরোইলেকট্রোফিজিওলজি, ফিজিওলজি, পারফিউশন টেকনোলজি, ক্যাট ল্যাব টেকনিশিয়ান, অপারেশন থিয়েটার টেকনোলজি, ইসিজি টেকনোলজি, অকুপেশন থেরাপি, ম‍্যা মেটারন‍্যাল এন্ড চাইন্ড হেলথ, ড্রাগ রেগুলেটরি এফেয়ার্স এবং নার্সিং এই সমস্ত বিষয়ের ওপর PARAMEDICAL কোর্স করানো হয়। 


এই PARAMEDICAL কোর্স করার জন‍্য কী যোগ্যতা লাগবে:- 


     ভারতে  যেকোন অনুমদিত বোর্ড বা কোনো বিশ্ববিদ্যালয়ের  অধিনে কোনো স্কুল বা কলেজ থেকে উচ্চমাধ‍্যমিক বা স্নাতক স্তরে পদার্থ বিদ‍্যা, রসায়ন বিদ‍্যা, এবং জীবন বিজ্ঞান নিয়ে উর্তীন হলে এবং চলতি বছরে সেপ্টেম্বর মাসে যদি তোমার বয়স 17 হয়ে থাকে তাহলে তুমি এই PARAMEDICAL কোর্স করার জন‍্য বিবেচিত হবে।

    এই পেরামেডিকেল  কোর্সের জন্য তোমাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে।তার জন্য সরকারি স্বীকৃত প্রাপ্ত কোন চিকিৎসককে দিয়েই সুস্থতার প্রমাণপত্র, তোমাকে জমা দিতে হবে।

 এই কোর্সগুলি করতে বছরে ১৫ থেকে ২০ হাজার টাকা লাগবে, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের ফিস হয়ে থাকে।  পরীক্ষার ফিস এবং রেজিস্ট্রেশন ফিস তোমাকে আলাদা দিতে হবে।


PARAMEDICAL  কোর্সটি করার পর আমরা কি কি কাজের সুযোগ পাই:-        

    

         এই PARAMEDICAL  কোর্সটি করলে বিভিন্ন সরকারি হাসপাতালে,নার্সিংহোম এবং বিভিন্ন ল্যাবরেটরি,কাজের  সুযোগ পেয়ে থাকবেন।  প্রথম অবস্থায় আমরা যদি কাজে জয়েন করি  ১৫-২০ হাজার টাকা মাসিক বেতন পাবেন,  এবং অভিজ্ঞতা বাড়ার ভিত্তিতে,তোমাদের উপার্জনের পরিমাণ বা মাসিক বেতন বাড়াতে থাকবে। 



 কোন কোন জায়গায় এই কোর্সগুলো করানো হয়:- 


 কলকাতা:- 1)  ইনস্টিটিউট অফ মেডিকেল এন্ড টেকনোলজি রিসার্চ


                     2) SOSAITE FOR THE SCHOOL OF MEDICAL TECNOLOGI


                    3)  চার্নক হেলথ কেয়ার ইনস্টিটিউট


                    4) আর জি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল


                   5) ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউট অফ হেলথ সাইন্স, সল্টলেক


 আমরা এখানে টপ ফাইভ প্যারামেডিকেল কোর্স সম্বন্ধে জানবো:- 


1) RADIOLOGY: RADIO IMAGING TECHNOLOGY কে আমরা RADIOLOGY বলে থাকি।সেই কোর্সটির RIT ও বলে থাকি আমরা।


RIT কোর্স কী:- শরীরের Intarnal সমস‍্যাকে ডাইনোস করে। এই কোর্সের মধ‍্যে X-RAY, CT SCAN &MRI থাকে।


RIT কোর্সের 3টে লেভেল হয়ে থাকে। 


1) DIPLOMA:- Diploma in Radi imaging  Technology DRIT ও বলা হয়ে  থাকে।


DRIT কোর্সে 2বছরের হয়ে থাকে।  


এই কোর্সটি করার জন‍্য 10th এবং 12th পাশ করতে হবে SCINCE  নিয়ে। 


2) BACHELOR:-  BACHELOR IN RADIO IMAGING TECHNOLOGY (BRIT) BRIT  কোর্স ৩ বছরের জন্য হয়।

 এই কোর্স করার জন্য 12th  পাস করতে হবে সাইন্স নিয়ে।


3)MASTARS :- MASTARS in Radia imaging Technology  বলা হয়ে থাকে (MRIT) এই কোর্সের Duration 2 years.


এই কোর্সটি কারোর জন‍্য BRIT যোগ‍্যতা লাগে তুমি Radiology কোর্সটি কমপ্লীট করার পর তুমি যে কাজ গুলি করতে পারবে:-  X-RAY, USG- Technology,MRI Technology,CT Scan Technology নিশ্চিত ভাবে কাজ করতে পারবে।


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


How to become a loco pilot

  How to become a loco pilot ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা রয়েছে। লোকো পাইলটরা হলেন পেশাদার যারা ট্রেনের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এব...