Wednesday, January 18, 2023

Paramedical course কী?




 প্যারামেডিকেল কোর্সে মূলত রেডিওগ্রাফি, ফিজিওথেরাপি, অপটোমেট্রি,ক্রিটিকাল কেয়ার টেকনোলজি,ডায়ালিসিস টেকনিশিয়ান,মেডিক‍্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওথেরাপিইউটিউক টেকনিকস,  নিউরোইলেকট্রোফিজিওলজি, ফিজিওলজি, পারফিউশন টেকনোলজি, ক্যাট ল্যাব টেকনিশিয়ান, অপারেশন থিয়েটার টেকনোলজি, ইসিজি টেকনোলজি, অকুপেশন থেরাপি, ম‍্যা মেটারন‍্যাল এন্ড চাইন্ড হেলথ, ড্রাগ রেগুলেটরি এফেয়ার্স এবং নার্সিং এই সমস্ত বিষয়ের ওপর PARAMEDICAL কোর্স করানো হয়। 


এই PARAMEDICAL কোর্স করার জন‍্য কী যোগ্যতা লাগবে:- 


     ভারতে  যেকোন অনুমদিত বোর্ড বা কোনো বিশ্ববিদ্যালয়ের  অধিনে কোনো স্কুল বা কলেজ থেকে উচ্চমাধ‍্যমিক বা স্নাতক স্তরে পদার্থ বিদ‍্যা, রসায়ন বিদ‍্যা, এবং জীবন বিজ্ঞান নিয়ে উর্তীন হলে এবং চলতি বছরে সেপ্টেম্বর মাসে যদি তোমার বয়স 17 হয়ে থাকে তাহলে তুমি এই PARAMEDICAL কোর্স করার জন‍্য বিবেচিত হবে।

    এই পেরামেডিকেল  কোর্সের জন্য তোমাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে।তার জন্য সরকারি স্বীকৃত প্রাপ্ত কোন চিকিৎসককে দিয়েই সুস্থতার প্রমাণপত্র, তোমাকে জমা দিতে হবে।

 এই কোর্সগুলি করতে বছরে ১৫ থেকে ২০ হাজার টাকা লাগবে, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের ফিস হয়ে থাকে।  পরীক্ষার ফিস এবং রেজিস্ট্রেশন ফিস তোমাকে আলাদা দিতে হবে।


PARAMEDICAL  কোর্সটি করার পর আমরা কি কি কাজের সুযোগ পাই:-        

    

         এই PARAMEDICAL  কোর্সটি করলে বিভিন্ন সরকারি হাসপাতালে,নার্সিংহোম এবং বিভিন্ন ল্যাবরেটরি,কাজের  সুযোগ পেয়ে থাকবেন।  প্রথম অবস্থায় আমরা যদি কাজে জয়েন করি  ১৫-২০ হাজার টাকা মাসিক বেতন পাবেন,  এবং অভিজ্ঞতা বাড়ার ভিত্তিতে,তোমাদের উপার্জনের পরিমাণ বা মাসিক বেতন বাড়াতে থাকবে। 



 কোন কোন জায়গায় এই কোর্সগুলো করানো হয়:- 


 কলকাতা:- 1)  ইনস্টিটিউট অফ মেডিকেল এন্ড টেকনোলজি রিসার্চ


                     2) SOSAITE FOR THE SCHOOL OF MEDICAL TECNOLOGI


                    3)  চার্নক হেলথ কেয়ার ইনস্টিটিউট


                    4) আর জি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল


                   5) ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউট অফ হেলথ সাইন্স, সল্টলেক


 আমরা এখানে টপ ফাইভ প্যারামেডিকেল কোর্স সম্বন্ধে জানবো:- 


1) RADIOLOGY: RADIO IMAGING TECHNOLOGY কে আমরা RADIOLOGY বলে থাকি।সেই কোর্সটির RIT ও বলে থাকি আমরা।


RIT কোর্স কী:- শরীরের Intarnal সমস‍্যাকে ডাইনোস করে। এই কোর্সের মধ‍্যে X-RAY, CT SCAN &MRI থাকে।


RIT কোর্সের 3টে লেভেল হয়ে থাকে। 


1) DIPLOMA:- Diploma in Radi imaging  Technology DRIT ও বলা হয়ে  থাকে।


DRIT কোর্সে 2বছরের হয়ে থাকে।  


এই কোর্সটি করার জন‍্য 10th এবং 12th পাশ করতে হবে SCINCE  নিয়ে। 


2) BACHELOR:-  BACHELOR IN RADIO IMAGING TECHNOLOGY (BRIT) BRIT  কোর্স ৩ বছরের জন্য হয়।

 এই কোর্স করার জন্য 12th  পাস করতে হবে সাইন্স নিয়ে।


3)MASTARS :- MASTARS in Radia imaging Technology  বলা হয়ে থাকে (MRIT) এই কোর্সের Duration 2 years.


এই কোর্সটি কারোর জন‍্য BRIT যোগ‍্যতা লাগে তুমি Radiology কোর্সটি কমপ্লীট করার পর তুমি যে কাজ গুলি করতে পারবে:-  X-RAY, USG- Technology,MRI Technology,CT Scan Technology নিশ্চিত ভাবে কাজ করতে পারবে।


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


No comments:

Post a Comment

How to become a loco pilot

  How to become a loco pilot ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা রয়েছে। লোকো পাইলটরা হলেন পেশাদার যারা ট্রেনের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এব...