Sunday, January 22, 2023

OPARATION THEATOR TECHNOCIAN কী? এই সম্বন্ধে কিছু ত‍থ‍্য।

 


OPARATION THEATOR TECHNOCIAN:-(OT)


OT কী:- এই কোর্সে স্টুডেন্টকে সার্জিক্যাল প্রসেস,  সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট, সার্জিক্যাল এ‍ন‍‍্যাস্টাসিয়া,পেসেন্ট মনিটারিং এবং অপরেশান থিয়েটারের টেকনিকের  ব‍্যাপারে Details শেখান হয়।


    অপারেশনের সময় Doctor কে কীভাবে এসিস্টস করতে হয়,অপারেশনের সময় কোন কোন ইনস্টুমেন্ট ব‍্যবহৃত হয় এবং তার কাজ সম্পর্কে জানানো হয়।


     OT কোর্স হসপিটালে বাদবাকি ডিপার্টমেন্ট যেমন ইন্টেনসিপ কেয়ার ইউনিট এবং এমার্জেন্সি ইউনিট এই সম্পর্কে ও Details এ শেখানো হয়।


       সার্জিক্যালের সব মেডিশিন  ও এন‍্যাথেসিয়ার কাজ করছে কিনা, অক্সিজেন সিলিন্ডার সঠিকভাবে কাজ করছে কিনা এই সকল জিনিসকে ধারণার মধ্যে রাখতে হয়।


course Duration:-  2 types


1)Diploma     : (2years + 6months intern)

2)Bsc             :  (3years+1year intern)


OT কোর্সের জন‍্য কী যোগ‍্যতা লাগবে:- 


* উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্ট দিয়ে পাস করতে হবে।


* মিনিমাম 50% মার্কস থাকতে হবে


Admission process:- 2types 


1)এন্ট্রাস   এক্সাম দিয়ে প্রাইভেট এবং সরকারি কলেজে এডমিশন নেওয়া হয়।


2)Direct Admission  আছে যা কিছু কিছু কলেজ করে থাকে তার সাথে ডোনেশন নিয়ে থাকে।



 ফিস স্ট্রাকচার:-  সরকারি কলেজগুলিতে 30000 থেকে 40000 মত খরচ হয়।

                                       প্রাইভেট কলেজগুলিতে 1.5থেকে 2.5 লাখ টাকা লিগে।


স‍‍্যালারী: Depend on experience 

                        মিনিমাম 2-10 লাখ


 কোর্স করার পর কোথায় জব করবেন:-

       Hospitals, emergency centers, nurshing home,private laboratories,blood bank


 কি কি পোস্টে কাজ পাওয়া যায়:- 


Teacher,Lecturer, OT technician,Consultant,OT assistant,Anaesthetist consultant etc.

OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


No comments:

Post a Comment

How to become a loco pilot

  How to become a loco pilot ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা রয়েছে। লোকো পাইলটরা হলেন পেশাদার যারা ট্রেনের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এব...