Beacheler in odiology and speach language peathalogy :- (BASLP)
BASLP কোর্স কী:-
BSLP কোড চার বছরের ডিগ্রী প্রোগ্রাম অনেক লোক আছে যারা পুরোপুরি কানে শুনতে এবং ভালোভাবে কথা বলতে গেলে তোতলায় অসুবিধা হয়। এই সব মানুষদের সঠিকভাবে ট্রিটমেন্ট দেওয়ার জন্য স্পেশাল ট্রেনিং দেওয়া হয়।
অনেক সময় দেখা যায় কোন বাচ্চা বড় হওয়ার সাথে সাথে,কথা জড়িয়ে যায় বা তুতললে যায়, অনেক সময় দেখা যায় বয়স্ক কোনো মানুষের একটা বয়সের পর কানে শুনতে সমস্যা হয়, এখন বেশিরভাগ বাচ্চা প্রিম্যাচিওর হয়ে থাকে। এই ক্ষেত্রে বাচ্চা গুলোকে দেখা যায় ভালোভাবে কথা বলা বা কানে শোনার সমস্যা থাকে তখন ডাক্তাররা পরামর্শ দেয় Audiology Test করার এটা শুধু প্রফেশনাল Audiologyst করতে পারবে।
ইন্ডিয়া এবং নিউরোপের BASLP কোর্সের ক্যারিয়ারের সুযোগ অনেক বেশি।
কোর্স Duration :- এই কোর্সটি চার বছরের, প্রথম 3 বছর তোমাকে কলেজে পড়তে হবে, আর 1 বছরের internship হসপিটালের হয়।
BASLP কোর্স 2প্রকার:- 1) Odiology
2)Speach Tharaphy
Odiology:- Odiology হলো বিজ্ঞানের এমন একটি ব্রাঞ্চ যেখানে Hairing সমস্যাকে study করে। Odiology কাজ হলো কানে কম শোনার সমস্যাকে দূর করা।
Speach language Theraphy:- যখন তোমার বলতে অসুবিধা হয় যখন একসাথে জোরে কথা বলতে না পারো এইগুলো Disodar Spech language বলে। এর জন্য আমাদের ট্রিটমেন্ট দরকার হয় এই সমস্যাগুলো যে ট্রিটমেন্ট করে তাকে স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বলে।
* Diploma hearing language & Speach শেখার 2বছর Program.
* Master of Odiology spech language 2বছরের প্রোগ্রাম
BASLP কোর্স করার জন্য কি যোগ্যতা লাগে:-
* বয়স হতে হবে 17-25
*মিনিমাম 52-62 মার্কস পেতে হবে কলেজ ভিত্তিতে
* বিজ্ঞানের স্টুডেন্ট ক্লাস টুয়েলভ পাস করলে এই কোর্স করতে পারে
Admission process :- * যদি তুমি সরকারি কলেজে পড়াশোনা করতে চাও 12th ক্লাসে মার্কসের ভিত্তিতে এপ্লাই করতে পারো,
*এন্ট্রেসের ভিত্তীতেও ভর্তি হতে পারো।
FEES STRUCTURE: * যদি তুমি সরকারি কলেজে এপ্লাই করো তাহলে কুড়ি থেকে ত্রিশ হাজার ফ্রিজ দিতে হবে,
* যদি তুমি প্রাইভেট কলেজে এপ্লাই করো তাহলে 1-1.5লাখ প্রতি বছর দিতে হবে।
BASLP TOP COLLEGE :
1) ALI YARAR JUNG National institute
2) Post Graduate institute of medical
3) Education,Chandigarh
4) AIMS new Delhi
5)Gujarat university
6)TN Medical college mumbai
7)Osmania university
8) University of mysore
9) JSS institute of speech & Hearing mysore
10) Unity institute of nursing Mangalere
11)All india institute speech & hearing mysore
BASLP Entrance Exam
1) AIIMS under Graduate Entrance Exam
2)PGIMER UG Entrance Exam
3) NEET
4) Manipal university Entrance
5) GGSIUP Entrance Exam
BASLP স্যালারী:- * যদি তুমি BASLP কোর্স Diploma করে স্যালারী 30-35 হাজার প্রতি মাসে।
*Bachelor Degree Starting salary 40-55 হাজার প্রতি মাসে।
কোথায় কোথায় জব করতে পারবে:-
1) প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজ জয়েন করতে পারবে 2)NGO জয়েন করতে পারো
3)যাদের কানে কম সোনা বা কম কথা বলতে প্রবলেম হয় তাদের ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারে।
4) যেকোনো ক্লিনিকে কাজ করতে পারো।
OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK
OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK
OUR WEBSITE PAGE LINK - CLICK ON THE WEBSITE PAGE LINK
No comments:
Post a Comment