Dialysis Technician
যখন আমাদের কিডনি সঠিক ভাবে কাজ করা বন্ধ করে দেয়, আমাদের রক্তে ফিল্টার করতে পারে না,তখন আমরা শরীরের অ্যাক্টিভিটি ঠিক রাখার জন্য আর্টিফিশিয়াল মেশিন এর দ্বারা রক্তকে ফিল্টার করার কাজ করে এই প্রসেসটিকে ডায়ালসিস বলে।
* কিডনি আমাদের শরীর থেকে বজ্র পদার্থ পরিস্রাবন করে
* রক্তচাপ নিয়ন্ত্রণ করে
* সোডিয়াম এবং পটাশিয়াম নিয়ন্ত্রণ করে
* নানা রক্তকণিকা উৎপাদনে ভূমিকা রাখে। যখন কিডনি এই কাজগুলি করা বন্ধ করে দেয় তখন রক্তে ক্ষতিকারক মাত্রা তরল এবং বজ্র জমা হয় যা শরীরের ক্ষতি করতে পারে। এই ধরনের ব্যক্তিদের মধ্যে কিডনির কার্যসম্পাদন করে এবং মানুষকে দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবন যাপন করতে সহায়তা করে
ডায়ালাইসিস কত প্রকার:-
তিন ধরনের ডায়ালাইসিস আছে
1) হোমোডায়ালাসিস 2) পেরিটোনিয়াল ডায়লাইসিস
3)ইন্টারমিটেন্ট পেরিটোনিয়াল ডায়লাইসিস
course duration :- 2 types Fees
Diploma (2বছর+internship) & 15000-50000
BSC (3বছর + internship) 20000-70000
এই কোর্স করার জন্য কী যোগ্যতা লাগবে:-
উচ্চমাধ্যমিক সায়ন্স,ফিজিস্ক, বায়োলজি নিয়ে পাশ করতে হবে এবং মিনিমাম 50% মার্কস পেতে হবে।
Hemo Dialysis: শরীরে যে ভদ্র তরল পদার্থ থাকে সেই তরল পদার্থ কি সরিয়ে দেওয়ার জন্য Hemodialysis ব্যবহার করা হয়। রক্তটাকে শরীর থেকে বার করে ফিল্টার করার ক্ষেত্রে হেমোডায়ালাইসিস ব্যবহার করা হয়। সেই ফিল্টার করা রক্তকে ডায়ালাসার বিকিনি সাহায্যে শরীরে আবার রক্ত ঢেলে দেয়।
Peritoneal Dialysis: এই প্রক্রিয়ায় রক্তকে শরীরের ভিতরেই পরিষ্কার করা হয়। এই ধরনের প্রক্রিয়ায় রক্তের বজ্র পদার্থ পর্যবেক্ষণ করার জন্য পেটের মধ্যে একটা বিশেষ প্রকারের পদার্থ দিয়ে দেওয়া হয়।যেটা পেটের গহবরের রক্তের তরল বজ্র পদার্থকে শুকিয়ে দেয় এটা অনেক ক্ষেত্রে ঘরেও ব্যবহার করতে পারবে।
এই কোর্সের এডমিশন কিভাবে নেওয়া হয়:- এই কোর্সে দুই রকমের প্রক্রিয়া এডমিশন নেওয়া হয়-
1) প্রথম প্রকার হয়ে থাকে এন্ট্রাস এক্সেস এর মাধ্যমে সেখানে - BSC,Diploma এডমিশন নিতে পারে।
Exam দিয়ে মেরিটের ওপর ভিত্তি করে এডমিশন নিতে পারে।
2) কলেজ \ইউনিভার্সিটি এখানে শুধুমাত্র মার্কস এর ভিত্তিতে এডমিশন নিতে পারো,এটাকে ডিরেক্ট এডমিশন বলা হয়ে থাকে।
ক্যারিয়ার- যদি ডায়ালিসিস কোর্স করা থাকে তাহলে তারা কি কাজ পেতে পারে,
1)Dialysis Executive
2)Dialysis Technician
3)Lab Expert
4) Medical Attendent
5)Therapeutic Assistence
6)Trainer
স্যালারি:-
1) Dialysis in Charge - 1,80000
2)Lab Assistant - 1,40000
3)Medical Assistant - 1,72000
4)Skill Trainer- 200000
5)Unit Supervision - 250000
OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK
OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK
OUR WEBSITE PAGE LINK - CLICK ON THE WEBSITE PAGE LINK
No comments:
Post a Comment