ক্যারিয়ার হিসেবে মেরিন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিস্তারিত তথ্য
সাগরপাড়ি দিতে আগ্রহী কিংবা সাগরে কাজ করতে চান এমন ব্যক্তিদের জন্য মেরিন ইঞ্জিনিয়ার ক্যারিয়ার হিসাবে বেশ পছন্দসই পেশা। এই পেশায় বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ মেলে এবং কাজের মাধ্যমে আপনাকে বিভিন্ন দেশ যেতে হবে।এই পেশায় মাসের পর মাস জাহাজে কাটাতে হয়।ভালো আয় - রাজগারের পেশাগুলোর মধ্যে মেরিন ইঞ্জিনিয়ার অন্যতম।
সমুদ্রগামী জাহাজ ছাড়া দেশী বিদেশি নৌ বন্দর ,জাহাজ ব্যাবস্থাপনা সংস্থা কাজের সুযোগ পাবেন।এ ছাড়াও রয়েছে জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ,দেশী বিদেশী তেল কোম্পানিসহ বিভিন্ন শিল্প কারখানা কাজের সুযোগ আন্তর্জাতিক জাহাজ কোম্পানিগুলোতে প্রচুর দক্ষ ও যোগ্য শিল্প কমকর্তার প্রয়োজন ।সৃষ্টি হচ্ছে নিত্য নতুন বিভিন্ন কোম্পানি ও পদ পদবী ,সেই সঙ্গে অনেক সিনিয়র কর্মকর্তারা যাচ্ছেন অবসরে।এতে বৃহৎ পরিসরে নাবিকদের কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে।
কোথায় পড়বেন মেরিন ইঞ্জিনিয়ার:-
মেরিন ইঞ্জিনিয়ারিং :-
মেরিন ইঞ্জনিয়ারিং এ ভর্তিতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে ssc ও hsc থাকতে হবে।আর শারীরিক যোগ্যতার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এবং বয়সসীমা সর্বোচ্চ 21 বছর। দেশের মোট দুটি সরকারি ও একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করানো হয়।
সরকারি ইনস্টিটিউট:-
1/ পতেঙ্গা নেভাল একাডেমী ,চট্টগ্রাম
2/ বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি,নারায়ণগঞ্জ
বেসরকারি ইনস্টিটিউট:-
ইনস্টিটিউট অব রয়েল মেরিন একাডেমী 282/2 পশ্চিম শেওরা পাড়া গেম রোকেয়া সরণি ঢাকা।
এছাড়াও আরো কিছু বেসরকারি প্রতিষ্ঠান মেরিন ইঞ্জনিয়ারিং এ ডিগ্রি দিচ্ছে।
একজন মেরিন ইঞ্জিনিয়ার কোথায় কাজ করেন:-
একজন মেরিন ইঞ্জিনিয়ারকে একটি জাহাজের সমগ্র যাত্রা সাফল্যের সাথে সমাপ্ত করতে হয়।এক্ষেত্রে মেরিন ইঞ্জিনিয়ারিং 2 টি কাজের বিভাগ হলো:-
1/ নটিক্যাল বা ডেক
2/ ইঞ্জিন
একজন মেরিন ইঞ্জিনিয়ার কী ধরনের কাজ করেন?
• মেরিন ইঞ্জিিয়ারের কাজের ধরন ডেক ও ইঞ্জিনভেদে আলাদা হয়।নটিক্যাল বা ডেক ইঞ্জিনিয়ারকে করতে হয় জাহাজের ন্যেডিগেশান ও সাউন্ডিং নেওয়া সহ এ সংক্রান্ত কাজ।অপরদিকে ইঞ্জিন নিয়ে কাজ করতে যারা আগ্রহী তাদেরকে জাহাজের সম্পূর্ন যাত্রায় জাহাজের ইঞ্জিনের সকল সমস্যা সমাধান করতে হয়।
• বন্দরের কাজের ক্ষেত্রে জাহাজ নোঙ্গর ,দুর্যোগ ও বিপর্যয়ের পূর্বাভাস সহ সাগরের অবস্থা নজরে রাখার দাইত্ত একজন মেরিন ইঞ্জিনিয়ারের উপর অর্পিত থাকে ।জাহাজ ঠিক পথে আছে কিনা অর্থাৎ নেডিগেশান এর কাজ করতে হয়।ঝড়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও নিশ্চিতকরন এবং দায়িত্ব আপনার উপর অর্পিত হবে যদি আপনি একজন মেরিন ইঞ্জিনিয়ার হন। মোদ্দা কথা জাহাজ চালানো,জাহাজের মেরামত অথবা ইঞ্জিন বা মেশিন সম্পর্কিত কোনো সমস্যা এবং রক্ষণাবেক্ষণের সমগ্র কাজ মেরিন ইঞ্জিনিয়ার কাজের মধ্যে অন্তর্ভুক্ত।
একজন মেরিন ইঞ্জিনিয়ার কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতা ------>
যেকোনো মেরিন প্রকৌশল ইনস্টিটিউট বা মেরিন একাডেমী থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি আছে এমন যে কাউকেই নিয়োগ দেয় প্রতিষ্ঠানগুলো ।মেরিন একাডেমি গুলো সাধারণ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্দিষ্ট করে।এক্ষেত্রে 200নম্বরের একটি ভর্তি পরীক্ষা হয় সাধারণ জ্ঞান,পদার্থ বিজ্ঞান,গণিত,ও ইংরেজি এই 4 টে বিষয়ের উপর।
মেরিন ইঞ্জনিয়ারিং বিষয়ে পড়তে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস হতে হবে।সাঁতার জানেন না এমন কাউকে সাধারণত মেরিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বা একাডেমী গুলোতে ভর্তির যোগ্য বলে বিবেচনা করা হয় না।সাঁতার না জানলে মেরিন ইঞ্জিনিয়ারিং এর কাজ করা সম্ভব নয়।
*একজন মেরিন ইঞ্জিনিয়ার কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হবে?
• মেরিন প্রকৌশল যেসব বিষয় পড়ানো হয় সেসব নিয়ে আপনার ভালো ধারণা থাকা জরুরি ।
• মেরিন ইঞ্জিনিয়ার কাজের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও স্বাভাবিক জ্ঞান অনেক বেশি প্রয়োজনীয়।
• নেভিগেশনের খুঁটিনাটি জানতে হবে।
• জাহাজ চালানোর ক্ষেত্রে পারদর্শিতা এবং হটাৎ উদ্ভুত সমস্যার সমাধান দিয়ে পারো
• ভালো সাঁতার জানা জরুরী
• সাগরের পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতা।
*একজন মেরিন ইঞ্জিনিয়ারের মাসিক আয় কেমন?
এক্ষেত্রে মাসিক আয়ের বিষয়টি প্রতিষ্ঠান সাপেক্ষ হয়।যদি আপনার নিয়োগকারী প্রতিষ্ঠানটি বিদেশে হয় সেক্ষেত্রে আপনার মাসিক আয়ের পরিমাণ অনেক বেশি হবে। আবার যদি কোনো দেশী প্রতিষ্ঠানে আপনি নিযুক্ত থাকেন সেখানে আপনার মাসিক আয় হবে তুলনা মূলকভাবে কম।
*একজন মেরিন ইঞ্জিনিয়ারের ক্যারিয়ার কেমন হতে পারে?
মেরিন ইঞ্জিনিয়ারিং এর দুটি ক্ষেত্রেই সাধারণত নিয়োগ হওয়ার পদ হলো ক্যাডেট।
-:ডেক বা নটিক্যাল বিভাগ পদ্বিন্যাস:-
1/ ডেট ক্যাডেট
2/ 4rth মেট
3/ 3rd মেট
4/2nd মেট
5/চিফ মেট
6/ক্যাপ্টেন
-:ইঞ্জিন বিভাগ পদবিন্যাস:-
1/ ইঞ্জিন ক্যাডেট
2/ 5th ইঞ্জিনিয়ার
3/ 4th ইঞ্জিনিয়ার
4/ 3rd ইঞ্জিনিয়ার
5/ 2nd ইঞ্জিনিয়ার
6/ চিফ ইঞ্জিনিয়ার
প্রতিটি পদোন্নতির জন্য আপনার আলাদা করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া লাগবে ।পদোন্নতি পরীক্ষায় আপনি উত্তীর্ণ না হলে আপনি পদোন্নতি পাবেন না।
• একনজরে একজন মেরিন ইঞ্জিনিয়ার
1/ সাধারণ পদবী ------- মেরিন ইঞ্জিনিয়ার
2/ বিভাগ -------- ইঞ্জিনিয়ারিং
3/ প্রতিষ্ঠানের ধরন ------- প্রাইভেট/কোম্পানি
4/ ক্যারিয়ার ধরন -------- full time/চুক্তি ভিত্তিক
5/ লেভেল --------- এন্ট্রি মিড
6/ এন্ট্রি লেভেলে অভিজ্ঞতার সীমা ----- 0-1বছর
7/ সম্ভাব্য বেতন সীমা -------- 830,000- 835,000
8/ বয়েস সীমা --------- 23-28 বছর
9/ মূল স্কিল --------- সমুদ্র বিজ্ঞান সম্পর্কিত জ্ঞান,জাহাজ চালানো ও মেরামতের জ্ঞান,সামুদ্রিক আইন সংক্রান্ত ধারণা,সমস্যা সমাধানের দক্ষতা,মানসিক চাপ সামলানোর ক্ষমতা ধৈর্য।
OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK
OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK
OUR WEBSITE PAGE LINK - CLICK ON THE WEBSITE PAGE LINK