Tuesday, April 18, 2023

ক্যারিয়ার হিসেবে মেরিন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিস্তারিত তথ্য


 



ক্যারিয়ার হিসেবে মেরিন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিস্তারিত তথ্য


সাগরপাড়ি দিতে আগ্রহী কিংবা সাগরে কাজ করতে চান এমন ব্যক্তিদের জন্য মেরিন ইঞ্জিনিয়ার ক্যারিয়ার হিসাবে বেশ পছন্দসই পেশা। এই পেশায় বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ মেলে এবং কাজের মাধ্যমে আপনাকে বিভিন্ন দেশ যেতে হবে।এই পেশায় মাসের পর মাস জাহাজে কাটাতে হয়।ভালো আয় - রাজগারের পেশাগুলোর মধ্যে মেরিন ইঞ্জিনিয়ার  অন্যতম।


সমুদ্রগামী জাহাজ ছাড়া দেশী বিদেশি নৌ বন্দর ,জাহাজ ব্যাবস্থাপনা সংস্থা কাজের সুযোগ পাবেন।এ ছাড়াও রয়েছে জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ,দেশী বিদেশী তেল কোম্পানিসহ বিভিন্ন শিল্প কারখানা কাজের সুযোগ আন্তর্জাতিক জাহাজ কোম্পানিগুলোতে প্রচুর দক্ষ ও যোগ্য শিল্প কমকর্তার প্রয়োজন ।সৃষ্টি হচ্ছে নিত্য নতুন বিভিন্ন কোম্পানি ও পদ পদবী ,সেই সঙ্গে অনেক সিনিয়র কর্মকর্তারা যাচ্ছেন অবসরে।এতে বৃহৎ পরিসরে নাবিকদের কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে।


কোথায় পড়বেন মেরিন ইঞ্জিনিয়ার:-

মেরিন ইঞ্জিনিয়ারিং :-

মেরিন ইঞ্জনিয়ারিং এ ভর্তিতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে ssc ও hsc থাকতে হবে।আর শারীরিক যোগ্যতার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এবং বয়সসীমা সর্বোচ্চ 21 বছর। দেশের মোট দুটি সরকারি ও একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে  ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করানো  হয়।


সরকারি ইনস্টিটিউট:-

1/ পতেঙ্গা নেভাল একাডেমী ,চট্টগ্রাম

2/ বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি,নারায়ণগঞ্জ


বেসরকারি ইনস্টিটিউট:-

ইনস্টিটিউট অব রয়েল মেরিন একাডেমী 282/2 পশ্চিম শেওরা পাড়া গেম রোকেয়া সরণি ঢাকা।

এছাড়াও আরো কিছু বেসরকারি প্রতিষ্ঠান মেরিন ইঞ্জনিয়ারিং এ ডিগ্রি দিচ্ছে।


একজন মেরিন ইঞ্জিনিয়ার কোথায় কাজ করেন:-

একজন মেরিন ইঞ্জিনিয়ারকে একটি জাহাজের সমগ্র যাত্রা সাফল্যের সাথে সমাপ্ত করতে হয়।এক্ষেত্রে মেরিন ইঞ্জিনিয়ারিং 2 টি কাজের বিভাগ হলো:-

1/ নটিক্যাল বা ডেক

2/ ইঞ্জিন


একজন মেরিন ইঞ্জিনিয়ার কী ধরনের কাজ করেন?

• মেরিন ইঞ্জিিয়ারের কাজের ধরন ডেক ও ইঞ্জিনভেদে আলাদা হয়।নটিক্যাল বা ডেক ইঞ্জিনিয়ারকে করতে হয় জাহাজের ন্যেডিগেশান ও সাউন্ডিং নেওয়া সহ এ সংক্রান্ত কাজ।অপরদিকে ইঞ্জিন নিয়ে কাজ করতে যারা আগ্রহী তাদেরকে জাহাজের সম্পূর্ন যাত্রায় জাহাজের ইঞ্জিনের সকল সমস্যা সমাধান করতে হয়।

• বন্দরের কাজের ক্ষেত্রে জাহাজ নোঙ্গর ,দুর্যোগ ও বিপর্যয়ের পূর্বাভাস সহ সাগরের অবস্থা নজরে রাখার দাইত্ত একজন মেরিন ইঞ্জিনিয়ারের উপর অর্পিত থাকে ।জাহাজ ঠিক পথে আছে কিনা অর্থাৎ নেডিগেশান এর কাজ করতে হয়।ঝড়ের ক্ষেত্রে  সতর্কতা অবলম্বন ও নিশ্চিতকরন এবং দায়িত্ব আপনার উপর অর্পিত হবে যদি আপনি একজন মেরিন ইঞ্জিনিয়ার হন। মোদ্দা কথা জাহাজ চালানো,জাহাজের মেরামত অথবা ইঞ্জিন বা মেশিন সম্পর্কিত কোনো সমস্যা এবং রক্ষণাবেক্ষণের সমগ্র কাজ মেরিন ইঞ্জিনিয়ার কাজের মধ্যে অন্তর্ভুক্ত।


একজন মেরিন ইঞ্জিনিয়ার কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

শিক্ষাগত যোগ্যতা ------> 

যেকোনো মেরিন প্রকৌশল ইনস্টিটিউট বা মেরিন একাডেমী থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি আছে  এমন যে কাউকেই নিয়োগ দেয় প্রতিষ্ঠানগুলো ।মেরিন একাডেমি গুলো সাধারণ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্দিষ্ট করে।এক্ষেত্রে 200নম্বরের একটি ভর্তি পরীক্ষা হয় সাধারণ জ্ঞান,পদার্থ বিজ্ঞান,গণিত,ও ইংরেজি এই 4 টে বিষয়ের উপর।

মেরিন ইঞ্জনিয়ারিং বিষয়ে পড়তে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস হতে হবে।সাঁতার জানেন না এমন কাউকে সাধারণত মেরিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বা একাডেমী গুলোতে ভর্তির যোগ্য বলে  বিবেচনা করা হয় না।সাঁতার না জানলে মেরিন ইঞ্জিনিয়ারিং এর কাজ করা সম্ভব নয়।


*একজন মেরিন ইঞ্জিনিয়ার কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হবে?

• মেরিন প্রকৌশল যেসব বিষয় পড়ানো হয় সেসব নিয়ে আপনার ভালো ধারণা থাকা জরুরি ।

• মেরিন ইঞ্জিনিয়ার কাজের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও স্বাভাবিক জ্ঞান অনেক বেশি প্রয়োজনীয়।

• নেভিগেশনের খুঁটিনাটি জানতে হবে।

• জাহাজ চালানোর ক্ষেত্রে পারদর্শিতা এবং হটাৎ উদ্ভুত সমস্যার সমাধান দিয়ে পারো

• ভালো সাঁতার জানা জরুরী

• সাগরের পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতা।


*একজন মেরিন ইঞ্জিনিয়ারের মাসিক আয় কেমন?


এক্ষেত্রে মাসিক আয়ের বিষয়টি প্রতিষ্ঠান সাপেক্ষ হয়।যদি আপনার নিয়োগকারী প্রতিষ্ঠানটি বিদেশে হয় সেক্ষেত্রে আপনার মাসিক আয়ের পরিমাণ অনেক বেশি হবে। আবার যদি কোনো দেশী প্রতিষ্ঠানে আপনি নিযুক্ত থাকেন সেখানে আপনার মাসিক আয় হবে তুলনা মূলকভাবে কম।


*একজন মেরিন ইঞ্জিনিয়ারের ক্যারিয়ার কেমন হতে পারে?

মেরিন ইঞ্জিনিয়ারিং এর দুটি ক্ষেত্রেই সাধারণত নিয়োগ হওয়ার পদ হলো ক্যাডেট।

-:ডেক বা নটিক্যাল বিভাগ পদ্বিন্যাস:-

1/ ডেট ক্যাডেট

2/ 4rth মেট

3/ 3rd মেট

4/2nd মেট

5/চিফ মেট

6/ক্যাপ্টেন


-:ইঞ্জিন বিভাগ পদবিন্যাস:-

1/ ইঞ্জিন ক্যাডেট

2/ 5th ইঞ্জিনিয়ার

3/ 4th ইঞ্জিনিয়ার

4/ 3rd ইঞ্জিনিয়ার

5/ 2nd ইঞ্জিনিয়ার

6/ চিফ ইঞ্জিনিয়ার

প্রতিটি পদোন্নতির জন্য আপনার আলাদা করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া লাগবে ।পদোন্নতি পরীক্ষায় আপনি উত্তীর্ণ না হলে আপনি পদোন্নতি পাবেন না।


• একনজরে একজন মেরিন ইঞ্জিনিয়ার

1/ সাধারণ পদবী ------- মেরিন ইঞ্জিনিয়ার

2/ বিভাগ -------- ইঞ্জিনিয়ারিং

3/ প্রতিষ্ঠানের ধরন ------- প্রাইভেট/কোম্পানি

4/ ক্যারিয়ার ধরন -------- full time/চুক্তি ভিত্তিক

5/ লেভেল --------- এন্ট্রি মিড

6/ এন্ট্রি লেভেলে অভিজ্ঞতার সীমা ----- 0-1বছর

7/ সম্ভাব্য বেতন সীমা -------- 830,000- 835,000

8/ বয়েস সীমা --------- 23-28 বছর

9/ মূল স্কিল --------- সমুদ্র বিজ্ঞান সম্পর্কিত জ্ঞান,জাহাজ চালানো ও মেরামতের জ্ঞান,সামুদ্রিক আইন সংক্রান্ত ধারণা,সমস্যা সমাধানের দক্ষতা,মানসিক চাপ সামলানোর ক্ষমতা ধৈর্য।



OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

Pharmacy cources Details B PHARMA




 Pharmacy cources Details


PHARMACY কোর্স তিন রকমের হয়ে থাকে।

প্রথম কোর্স হলো B PHARMA

দ্বিতীয় কোর্স হলো D PHARMA

তৃতীয় কোর্স হলো M PHARMA


B PHARMA:-

BACHELOR OF PHARMACY আপনি যদি ফার্মেসির ক্ষেত্রে আপনার ক্যারিয়ার তৈরি করতে চান তবে আপনি বেশ কয়েকটি কোর্সের মধ্যে এটি বেছে নিতে পারেন । এটি ডিপ্লোমা , ডিগ্রি বা pg কোর্স হতে পারে ব্যাচেলর অফ ফার্মেসি হল 12th শ্রেণীর পরে বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে একটি জনপ্রিয় চাকরি ভিত্তিক কোর্স।এই কোর্স শিক্ষার্থীরা ওষুধ ও ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং মেডিসিনাল কেমিস্ট্রি ইত্যাদি বিষয়ে অধ্যয়ন করে এই কোর্সটি একটি বড়ো সংখ্যা প্রদান করে। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কাজের সুযোগ।


B PHARMA কেনো বেছে নেবো:-


B.pharma ডিগ্রি শেষ করার পরে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্যারিয়ারের বিকল্প রয়েছে।এই ডিগ্রি শেষ করার পরে,শিক্ষার্থীরা ফার্মাসিস্ট হিসাবে অনশিলন করতে পারে ফার্মাসিস্টরা বিভিন্ন হাসপাতালের পাশাপাশি ওষুধের প্রেক্সিপসান ,বিভিন্ন শিল্পে কাজ করতে পারেন।


B PHARMA মূল উদ্দেশ্য:- 

একটি বেচেলার অফ ফার্মেসি কোর্স আপনাকে মেডিকেল এবং হেলথ কেয়ার ইন্ড্রাস্ট্রিতে ফার্মেসি সেক্টরে প্রবেশ করতে সক্ষম করে।যিনি এই ডিগ্রীটি অনুসরন করেন তিনি ফার্মাসিউটিক্যাল ,ফার্মাকোলজি,ফা কেমিস্ট্রি এবং ফর্মাকোগনোসি সহ মূল বিষয়গুলি পড়ানো হয়।


B.PHARMA SYLLABUS:-

1/ COURCE LEVEL: UNDERGRADUATE

2/ FULL FORM: BACHELOR IN PHARMACY

3/ DURATION: 4 বছর

4/ EXAMINATION TYPE: semestar

5/ ELIGIBILITY:- 12TH WITH 55-60% WITH subjects

6/ cource level:- undergraduate

7/ admission process:- merit Entrance examinations

8/ cource fee:- inr 40,000 to 1 lakh per annum the Universites/colleges standards

9/ cource subject:- human anatomy & physiology, pharmaceutical analysis ,pharmaceutics pharmaceutical inorganic chemistry, communication skills,remedial biology remedial biochemistry pathaphysiology, computer applications in pharmacy, environmental science, physical pharmaceutical microbiology pharmacy engineering,medicinal chemistry 

10/ salary:- inr 3.5-6 lpa

11/ top recruiting companies:- covance ,medical clinics, government drug research institute,Novartis,Baxter ,novo nordix,glaxo smithkline hospitals Nestle,Abbott,cipla etc.

12/ job position:- drug safety associate, Medical writer, clinical research associate pharmaceutical scientist ,drug inspector,sales and marketing positions in pharma in pharma/biotech firms,etc.

13/ higher studies:- m Pharma, PhD,pharma d,llb,MBA in health care management MBA.


B pharmacy প্রবেশিকা পরিক্ষার কয়েকটি নিন্নরুপ:-

1/ pu cet

2/ bitsat

3/ met

4/mahe cet 

5/ kcet


B pharmacy top colleges:-

1/ Jamia hamdard University 1.2 lakh fees

2/ institute of chemical technology 85,350 fess

3/ birla institute of technology and science 4.23 lakh

4/ manipal college of manipal 2.85 lakh

5/ annamalai University annamalainagar 36,380

6/ maharaja soyajiral University of Baroda 8,400

7/ Amrita school of pharmacy 85,000

8/birla institute of technology 2.57 lakh

9/ SRM institute of technology 1.82 lakh

10/ banasthali vidyapith 1

.62 lakh

11/ poona college of pharmacy 1.02 lakh


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


Monday, April 17, 2023

How To Become A Government School Principal? সরকারি স্কুলের প্রিন্সিপাল কিভাবে হবে?






 সরকারি স্কুলের প্রিন্সিপাল কিভাবে হবে?

How To Become A Government School Principal?


সরকারি প্রিন্সিপাল হওয়ার জন্য আপনার কাছে ২ রকমের পদ্ধতি আছে।

১/ পরীক্ষার মাধ্যমে সরকারি প্রিন্সিপাল 

২/ প্রমোশনের মাধ্যমে


সরকারের তরফ থেকে প্রিন্সিপালের জন্য ভেকেন্সি বার করা হয়।প্রিন্সিপালের ফর্ম ফিলাপের পর রিটার্ন এক্সাম হয়ে থাকে তারপর ইন্টারভিউ হয়,তারপরে আপনি একটা সরকারি প্রিন্সিপাল হতে পারো।

Qualification:- প্রিন্সিপাল হওয়ার জন্য আপনার কী কী Qualification লাগবে।

১/স্নাতক।

২/ স্নাতকত্তর।

৩/ B.ed.

এই ডিগ্রি গুলো আপনার কাছে থাকতে হবে। এই Qualification গুলো থাকলে আপনি সরকারি স্কুলের প্রিন্সিপাল হওয়ার যোগ্য হবে।


প্রমোশনের দ্বারা যদি আপনি সরকারি প্রিন্সিপাল হতে চান তাহলে আপনাকে একজন সরকারি টিচার হতে হবে।কিন্তু টিচার হতে গেলে Under Graduate এবং B.Ed এর ডিগ্রি লাগে।

প্রমোশনের দ্বারা সরকারি প্রিন্সিপাল হওয়ার কোনো সিওরিটি থাকে না,যদি আপনি Exam এর দ্বারা সরকারি প্রিন্সিপাল হতে চাও এক্সাম ক্লিয়ার থাকলে 100% সিওরিটি থাকে ।যে টিচার সব থেকে বেশি অভিজ্ঞ্যতা থাকবে সেই শিক্ষক বা শিক্ষিকা কে প্রিন্সিপাল বানানো হয়।অভিজ্ঞতার সাথে সাথে Qualification পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে ।পোস্ট গ্র্যাজুয়েশন এখানে কম্পালসারি। 


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

Thursday, April 13, 2023

HOW TO BECAME A AIR HOSTESS (DETAILS IN BENGALI)






How To Become  A  Air Hostess

Air Hostess ছেলে বা মেয়ে দুজনেই  হতে পারে।মেয়েদেরকে শুধুমাত্র Air Hostess বলা হয় এবং ছেলেদেরকে বলা হয় Steward।কিভাবে একজন ছেলে এবং মেয়ে Air Hostess হতে পারে বা Steward হতে পারে সেগুলোর জন্য অনেকরকম প্রসেস রয়েছে।

যেকোনো কাজ করার আগে সেই কাজের জন্য আমরা যোগ্য কিনা সেটা জেনে নিতে হবে।

যোগ্যতা:-

1/ প্রথমেই 12th পাস করতে হবে।কিছু কিছু জায়গায় এমনও রয়েছে গ্র্যাজুয়েশন পাস করার পরেই নেওয়া হয়। 12th পাস করলেও নেওয়া হয়।


2/ তোমার 40% - 45% পার্সেন্টেজ থাকতেই হবে। তাহলেই তুমি যোগ্য হবে।


3/ তোমার বয়স হতে হবে 17 - 25 এর মধ্যে।


4/ তোমাকে Unmarried / অবিবাহিত হতে হবে। Air Hostess হয়ে যাওয়ার পর তোমরা বিয়ে করতে পারো কিন্তু অবিবাহিতদের বেশি প্রেফারেন্স দেয়া য়


5/ তাড়াতাড়ি চিন্তাভাবনা করতে হবে তোমাকে।


6/ তোমাকে মিনিমাম 3 টে ভাষা জানতে হবে। a)হিন্দি b) ইংলিশ c) ফরেন 


7/ অনেক্ষণ ধরে কাজ করার ক্ষমতা থাকতে হবে ।


8/ ফিজিক্যালি ফিট থাকতে হবে।


9/ প্রত্যেককে সাহায্য করতে হবে।Helping Nature থাকতে হবে


10/ তোমাকে খুব স্মার্ট হতে হবে।


PHYSICAL:- 

1) Height - Female - 157 cm

                      Male    - 170 cm

2) 90 kg ওজন তোলার ক্ষমতা থাকতে হবে।


3) মেয়ে এবং ছেলে দুজনের ক্ষেত্রে সুইমিং জানতে হবে।


4) ট্যাটু, Night blindness , Colourblindness থাকে তাহলে তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে বা মানসিক অবসাদ,হার্টের সমস্যা থাকলেও তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে।


5) চোখের ক্ষেত্রে Vision থাকতে হবে 6/6 । যাদের 6/6 Vision নেই তাদের ক্ষেত্রে কন্টাক্ট লেন্স থাকলে কিছুটা ছাড় পাওয়া যায়।


Cource type:- 

তোমরা যদি মনে করো কোর্স করবো না তাহলে সরাসরি Air Hostess এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারো।কিন্তু কোর্স করলে আরো অনেক জানতে পারবে Air Hostess এর কাজ সম্পর্কে ।

কোর্স সাধারণত আমরা তিন রকমের পাবো:- 

1/ Certificate Cource / 8-6 years

2/ Diploma         ,,      /8-6 years

3/ Degree           ,,     / 3 years

মিনিমাম এই কোর্স গুলোর ফি - 50,000 - 1.50 L


• Job এর জন্য কোথায় কোথায় apply করবে:-

যারা কোর্স করছো তারাও apply করতে পারো

1/ Air.India.In >  Courses > New page> Recruitment

2/ Vistara ,,

3/ Spicejet ,,

4/ Indigo ,,

5/ Jet Airways ,,

6/ British Airways ,,

 এই website গুলোতে Apply করার পর 2-3 মাস পরে Mail-এ SMS আসে আপনাকে পরীক্ষা দিতে ডাকা হবে।

 

• Exam:- এই পরীক্ষায় 4 টে ধাপ হয় কিন্তু  3 দিনে  পরীক্ষা কমপ্লিট হয় 


 1st day:-

A) 10,12th গ্র্যাজুয়েশন এর সার্টিফিকেট দেখতে চায়।তোমার কোনো Others সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট গুলো আছে কিনা দেখতে চায়।তোমার Birth সার্টিফিকেট ও দেখতে চায়

B) পাসপোর্ট সাইজ ফটো চায় এবং Full length মাথা থেকে পা পর্যন্ত ফটো চায়া য়

C) হিন্দি এবং ইংরেজি তোমাকে রিডিং পড়তে দেবে।রিডিং পড়তে দেওয়ার পর তোমার পার্সোনালিটি টেস্ট নেবে এবং আলাদা আলাদা করে ইন্টারভিউ নেবে।

D) কোনো একটা বিষয় দিয়ে দেওয়া হবে সেই বিষয়ে তোমাকে Group Discussion করতে হবে।

E) কোনটা কটা বিষয় দিয়ে দেওয়া হবে সেই বিষয়ে তোমাকে Group Discussion করতে হবে 


তুমি যদি সেদিনই পাস হতে পারো তাহলে সেদিনই তোমাকে একটা Mail পাঠিয়ে দেবে।


• 2nd day:- 

Written Test-এ চারটে বিষয়ের ওপর প্রশ্ন আসে---

1/ Mental Ability

2/ General Aptitude

3/ Reasoning

4/ Service Attitude


• 3rd day:-

মেডিক্যাল টেস্ট 12 - 14 রকমের টেস্ট থাকবে।এই টেস্ট গুলো বাইরে থেকেও করতে পারো।এবং টেস্টে সিলেক্ট হলে 6 মাসের ট্রেনিং করাবে।ট্রেনিং কমপ্লিট করলে একজন তুমি Air Hostess বা Steward হতে পারবে


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

Wednesday, April 12, 2023

HOW TO BECAME AN AIRLINE PILOT IN INDIA(DETAILS IN BENGALI)




How To Become An Airline Pilot In India:-

যদি তুমি পাইলট হতে চাও তাহলে সবার প্রথমে তোমাকে ভারতের নাগরিক হতে হবে।যদি তুমি ভারতের নাগরিক না হয়ে থাকো ইন্ডিয়ার পাইলট হতে পারবে না। এই ফিল্ড এ কাজ করার সব থেকে বড় পার্ট। এইখানে তোমাকে মেডিকেলের দিকে ফিট থাকতে হবে।

কোথাও admission নেওয়ার আগে বা exam দেওয়ার আগে medical চেকাপ করতে হবে।আপনার যদি চশমা পড়া থাকে বা লেন্স পরে থাকো,চোখে কম দেখতে পাও তাহলে এই ফিল্ড এ আসা যাবে না।আপনার vision 6/6 থাকতে হবে।

যারা 10th বা 12th পড়ছো তারা যদি এই ফিল্ড এ কাজ করতে চায় তাহলে তাদের সাবজেক্ট থাকতে হবে Physics,Chemistry,Maths।এর সাথে সাথে এক্সাম এ আপনাকে 50% মার্কস থাকতে হবে।

কোনো স্টুডেন্টদের 12th এ কমার্স ছিলো কিন্তু কলেজে কমার্স নেই তাহলে open school থেকে Physics,Chemistry,Maths দিয়ে পড়তে হবে তারপর সেই ফিল্ড যেতে পারবে।

-: Flying school এ কিভাবে admission নেবে:-

1/ 12th পড়ার পরে ইন্ডিয়ার মধ্যে flying school এ ভর্তি হতে হবে

2/ রেজিস্ট্রেশান ফিস লাগবে 25000 টাকা।

3/ আপনার 10+12th মার্কশিট ,বোর্ড ভেরিফিকেশন ,পুলিশ ভেরিফিকেশন (তোমার কোনো কেশ চলছে কিনা বা যদি কেশ চলে সেটা আগে solved করে নিতে হবে)।পুলিশ ভেরিফিকেশন কম্পালসারী,মেডিকেল ভেরিফিকেশন।

4/ Admission নেওয়ার পরে spl student pilot licence ক্লাস চালু হয়ে যাবে।এর এক্সাম ফিস 5000/- এর মধ্যে total 4 টে সাবজেক্ট হয়ে থাকে।রেগুলেশন ,মেট্রো পলিটেশান,টেকনিকাল।এই বই গুলো স্কুল প্রোভাইড করে।

5/ এরপরে আপনাকে cfi exsam দিতে হবে।এর মধ্যে 4 টে সাবজেক্ট 

1/ Air regulation

2/ Metrology

3/ Technical

4/ Air navigation


Air Regulation:- বেসিক রুলস,কিভাবে ল্যান্ড করবে,কিভাবে টেক অফ করবে পুরো ফ্লাইটের কী কী কী রুলস আছে সেগুলো বিশ্লেষণ করা।


Technical:- এখানে flight এর বিভিন্ন পার্টস technical জিনিস বা tools নিয়ে বিশ্লেষণ করা(ইঞ্জিন)।


Air Navigation:- এখানে সেখানে হবে ম্যাপ দেখে কিভাবে কোনো জায়গায় আপনি আপনার ফ্লাইট নিয়ে যাবে।


টোটাল এক্সাম হয় 8 টা।প্রতি বছর 6 বার এক্সাম হয়ে থাকে।এক্সাম ফিস পড়বে 2500 টাকা।

পার সাবজেক্ট এক্সাম ফিস 2500 টাকা

কোচিং সেন্টার ফি 3 লাখ 2 বারে কমপ্লিট করতে হবে।

এক্সাম পাস নম্বর 70।

60 পেলে ফেল।

ফ্লাইং করার জন্য প্রথম spl লাইসেন্স লাগবে।তারপর frt লাইসেন্স লাগবে।


India top 3 flying school

1/ Indra Gandhi Rastriya Academy

2/ Madhya Pradesh Flying Club

3/ Blue Ray Aviation


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

How to become a loco pilot

  How to become a loco pilot ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা রয়েছে। লোকো পাইলটরা হলেন পেশাদার যারা ট্রেনের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এব...