How To Become An Airline Pilot In India:-
যদি তুমি পাইলট হতে চাও তাহলে সবার প্রথমে তোমাকে ভারতের নাগরিক হতে হবে।যদি তুমি ভারতের নাগরিক না হয়ে থাকো ইন্ডিয়ার পাইলট হতে পারবে না। এই ফিল্ড এ কাজ করার সব থেকে বড় পার্ট। এইখানে তোমাকে মেডিকেলের দিকে ফিট থাকতে হবে।
কোথাও admission নেওয়ার আগে বা exam দেওয়ার আগে medical চেকাপ করতে হবে।আপনার যদি চশমা পড়া থাকে বা লেন্স পরে থাকো,চোখে কম দেখতে পাও তাহলে এই ফিল্ড এ আসা যাবে না।আপনার vision 6/6 থাকতে হবে।
যারা 10th বা 12th পড়ছো তারা যদি এই ফিল্ড এ কাজ করতে চায় তাহলে তাদের সাবজেক্ট থাকতে হবে Physics,Chemistry,Maths।এর সাথে সাথে এক্সাম এ আপনাকে 50% মার্কস থাকতে হবে।
কোনো স্টুডেন্টদের 12th এ কমার্স ছিলো কিন্তু কলেজে কমার্স নেই তাহলে open school থেকে Physics,Chemistry,Maths দিয়ে পড়তে হবে তারপর সেই ফিল্ড যেতে পারবে।
-: Flying school এ কিভাবে admission নেবে:-
1/ 12th পড়ার পরে ইন্ডিয়ার মধ্যে flying school এ ভর্তি হতে হবে
2/ রেজিস্ট্রেশান ফিস লাগবে 25000 টাকা।
3/ আপনার 10+12th মার্কশিট ,বোর্ড ভেরিফিকেশন ,পুলিশ ভেরিফিকেশন (তোমার কোনো কেশ চলছে কিনা বা যদি কেশ চলে সেটা আগে solved করে নিতে হবে)।পুলিশ ভেরিফিকেশন কম্পালসারী,মেডিকেল ভেরিফিকেশন।
4/ Admission নেওয়ার পরে spl student pilot licence ক্লাস চালু হয়ে যাবে।এর এক্সাম ফিস 5000/- এর মধ্যে total 4 টে সাবজেক্ট হয়ে থাকে।রেগুলেশন ,মেট্রো পলিটেশান,টেকনিকাল।এই বই গুলো স্কুল প্রোভাইড করে।
5/ এরপরে আপনাকে cfi exsam দিতে হবে।এর মধ্যে 4 টে সাবজেক্ট
1/ Air regulation
2/ Metrology
3/ Technical
4/ Air navigation
Air Regulation:- বেসিক রুলস,কিভাবে ল্যান্ড করবে,কিভাবে টেক অফ করবে পুরো ফ্লাইটের কী কী কী রুলস আছে সেগুলো বিশ্লেষণ করা।
Technical:- এখানে flight এর বিভিন্ন পার্টস technical জিনিস বা tools নিয়ে বিশ্লেষণ করা(ইঞ্জিন)।
Air Navigation:- এখানে সেখানে হবে ম্যাপ দেখে কিভাবে কোনো জায়গায় আপনি আপনার ফ্লাইট নিয়ে যাবে।
টোটাল এক্সাম হয় 8 টা।প্রতি বছর 6 বার এক্সাম হয়ে থাকে।এক্সাম ফিস পড়বে 2500 টাকা।
পার সাবজেক্ট এক্সাম ফিস 2500 টাকা
কোচিং সেন্টার ফি 3 লাখ 2 বারে কমপ্লিট করতে হবে।
এক্সাম পাস নম্বর 70।
60 পেলে ফেল।
ফ্লাইং করার জন্য প্রথম spl লাইসেন্স লাগবে।তারপর frt লাইসেন্স লাগবে।
India top 3 flying school
1/ Indra Gandhi Rastriya Academy
2/ Madhya Pradesh Flying Club
3/ Blue Ray Aviation
OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK
OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK
OUR WEBSITE PAGE LINK - CLICK ON THE WEBSITE PAGE LINK
No comments:
Post a Comment