Thursday, April 13, 2023

HOW TO BECAME A AIR HOSTESS (DETAILS IN BENGALI)






How To Become  A  Air Hostess

Air Hostess ছেলে বা মেয়ে দুজনেই  হতে পারে।মেয়েদেরকে শুধুমাত্র Air Hostess বলা হয় এবং ছেলেদেরকে বলা হয় Steward।কিভাবে একজন ছেলে এবং মেয়ে Air Hostess হতে পারে বা Steward হতে পারে সেগুলোর জন্য অনেকরকম প্রসেস রয়েছে।

যেকোনো কাজ করার আগে সেই কাজের জন্য আমরা যোগ্য কিনা সেটা জেনে নিতে হবে।

যোগ্যতা:-

1/ প্রথমেই 12th পাস করতে হবে।কিছু কিছু জায়গায় এমনও রয়েছে গ্র্যাজুয়েশন পাস করার পরেই নেওয়া হয়। 12th পাস করলেও নেওয়া হয়।


2/ তোমার 40% - 45% পার্সেন্টেজ থাকতেই হবে। তাহলেই তুমি যোগ্য হবে।


3/ তোমার বয়স হতে হবে 17 - 25 এর মধ্যে।


4/ তোমাকে Unmarried / অবিবাহিত হতে হবে। Air Hostess হয়ে যাওয়ার পর তোমরা বিয়ে করতে পারো কিন্তু অবিবাহিতদের বেশি প্রেফারেন্স দেয়া য়


5/ তাড়াতাড়ি চিন্তাভাবনা করতে হবে তোমাকে।


6/ তোমাকে মিনিমাম 3 টে ভাষা জানতে হবে। a)হিন্দি b) ইংলিশ c) ফরেন 


7/ অনেক্ষণ ধরে কাজ করার ক্ষমতা থাকতে হবে ।


8/ ফিজিক্যালি ফিট থাকতে হবে।


9/ প্রত্যেককে সাহায্য করতে হবে।Helping Nature থাকতে হবে


10/ তোমাকে খুব স্মার্ট হতে হবে।


PHYSICAL:- 

1) Height - Female - 157 cm

                      Male    - 170 cm

2) 90 kg ওজন তোলার ক্ষমতা থাকতে হবে।


3) মেয়ে এবং ছেলে দুজনের ক্ষেত্রে সুইমিং জানতে হবে।


4) ট্যাটু, Night blindness , Colourblindness থাকে তাহলে তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে বা মানসিক অবসাদ,হার্টের সমস্যা থাকলেও তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে।


5) চোখের ক্ষেত্রে Vision থাকতে হবে 6/6 । যাদের 6/6 Vision নেই তাদের ক্ষেত্রে কন্টাক্ট লেন্স থাকলে কিছুটা ছাড় পাওয়া যায়।


Cource type:- 

তোমরা যদি মনে করো কোর্স করবো না তাহলে সরাসরি Air Hostess এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারো।কিন্তু কোর্স করলে আরো অনেক জানতে পারবে Air Hostess এর কাজ সম্পর্কে ।

কোর্স সাধারণত আমরা তিন রকমের পাবো:- 

1/ Certificate Cource / 8-6 years

2/ Diploma         ,,      /8-6 years

3/ Degree           ,,     / 3 years

মিনিমাম এই কোর্স গুলোর ফি - 50,000 - 1.50 L


• Job এর জন্য কোথায় কোথায় apply করবে:-

যারা কোর্স করছো তারাও apply করতে পারো

1/ Air.India.In >  Courses > New page> Recruitment

2/ Vistara ,,

3/ Spicejet ,,

4/ Indigo ,,

5/ Jet Airways ,,

6/ British Airways ,,

 এই website গুলোতে Apply করার পর 2-3 মাস পরে Mail-এ SMS আসে আপনাকে পরীক্ষা দিতে ডাকা হবে।

 

• Exam:- এই পরীক্ষায় 4 টে ধাপ হয় কিন্তু  3 দিনে  পরীক্ষা কমপ্লিট হয় 


 1st day:-

A) 10,12th গ্র্যাজুয়েশন এর সার্টিফিকেট দেখতে চায়।তোমার কোনো Others সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট গুলো আছে কিনা দেখতে চায়।তোমার Birth সার্টিফিকেট ও দেখতে চায়

B) পাসপোর্ট সাইজ ফটো চায় এবং Full length মাথা থেকে পা পর্যন্ত ফটো চায়া য়

C) হিন্দি এবং ইংরেজি তোমাকে রিডিং পড়তে দেবে।রিডিং পড়তে দেওয়ার পর তোমার পার্সোনালিটি টেস্ট নেবে এবং আলাদা আলাদা করে ইন্টারভিউ নেবে।

D) কোনো একটা বিষয় দিয়ে দেওয়া হবে সেই বিষয়ে তোমাকে Group Discussion করতে হবে।

E) কোনটা কটা বিষয় দিয়ে দেওয়া হবে সেই বিষয়ে তোমাকে Group Discussion করতে হবে 


তুমি যদি সেদিনই পাস হতে পারো তাহলে সেদিনই তোমাকে একটা Mail পাঠিয়ে দেবে।


• 2nd day:- 

Written Test-এ চারটে বিষয়ের ওপর প্রশ্ন আসে---

1/ Mental Ability

2/ General Aptitude

3/ Reasoning

4/ Service Attitude


• 3rd day:-

মেডিক্যাল টেস্ট 12 - 14 রকমের টেস্ট থাকবে।এই টেস্ট গুলো বাইরে থেকেও করতে পারো।এবং টেস্টে সিলেক্ট হলে 6 মাসের ট্রেনিং করাবে।ট্রেনিং কমপ্লিট করলে একজন তুমি Air Hostess বা Steward হতে পারবে


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

No comments:

Post a Comment

How to become a loco pilot

  How to become a loco pilot ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা রয়েছে। লোকো পাইলটরা হলেন পেশাদার যারা ট্রেনের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এব...