How to become an economist:-
একজন অর্থনীতিবিদ কিভাবে হবে:-
অর্থনীতি কী?
বিজ্ঞান এবং গণিতের মতো ইকোনোমিক্স কেও একটি গুরুত্ব পূর্ন বিষয় বলে মনে করা হয়। ইকোনোমিক্স সমাজ বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে পণ্য ও সেবার উৎপাদন ,বিতরন,বিনিময় ও ভোগ নিয়ে আলোচনা করা হয়। দেশের অর্থ বেবস্থা জানার জন্য ইকোনোমিক্স এর সহায়তা অনিস্বীকার্য।এই জন্য বর্তমানে ইকোনোমিক্স ক্যারিয়ার তৈরি করার জন্য শিক্ষার্থীরা বেশি বেশি আগ্রহ প্রকাশ করেছে।
একজন ইকোনমিস্ট কী কাজ করে?
1/ একটা দেশের অর্থব্যবস্থা কীভাবে কাজ করে এর সমাজের বিভিন্য স্তরে আর্থিক সম্পর্ক কিভাবে বিদ্যমান থাকে সেইটা দেখা শোনা করে।
2/ ইকোনোমিক্স এর কাজ সম্পর্কে জানতে পারলে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক ঘটনা বিশ্লেষণের পর যে নীতি গত ফলাফল বের হয় তার প্রয়োগ ব্যবসা, ব্যাংকিং, বীমা, কৃষি, উদ্যোগ ,বৈদেশিক সর্ম্পক ,সরকারি তহবিল, ও পুজিবাজারের সাম্ভ্রব্বের পরিবর্তন অনুমান করতে সহায়ক বারে ভূমিকা পালন করে।
*ইকোমেট্রিক্স হলো গানিতিক সংখ্যা আর অর্থনীতির একটি সম্মিলিত রূপ। ইকোনমিক্সে কোনো পণ্যের দাম কি তা অনুমান করা যায়।আর এই অনুমান একজন এক্সপার্ট ইকোনমিস্টই করতে পারে।
* কর্পোরেট জগতে থাকলে ইকোনমিক্স এ ছাত্রদের MBA করা থাকলে বিশেষ সুবিধা পেয়ে থাকে।মূলত ইকোনমিকস সমগ্র ফাইন্যান্সিয়াল সেক্টরের এমন একটি ক্ষেত্র যেখানে সর্বোচ্চ বেতন প্রাপ্তির সম্ভাবনা থাকে।
আমাদের দেশে আপনি ইকোনমিস্ট পড়ার কী কী সুযোগ রয়েছে:-
1/ আমাদের দেশে যে কোনো ভার্সটিতে ইকোনোমিক্স MB এবং BA করার সুযোগ পাবে।
2/ এছাড়াও ইকোনোমিক্স এ POST GRADUATION করার জন্য ভার্সিটিতে থেকে আপনাকে GRADUATION কম্পিলট করতে হবে।তবে আপনার H.S এবং অনার্সে ইকোনোমিক্স সাবজেক্টটা থাকে তাহলে পরবর্তীতে এই বিষয়টি বুঝতে আরো সহজ হবে
একনমিক্সে ক্যারিয়ারের সুযোগ:-
1/ পরিবেশগত অর্থনীতি:-
এখন জলবায়ু পরিবর্তন নিয়ে সারা দুনিয়া চিন্তিত ।এক্ষেত্রে পরিবেশগত অর্থনীতিতে কাজের অনেক সুবিধা রয়েছে ।এখানে ছাত্রদের Air pollution,water pollution,global warming ছাড়াও পরিবেশগত বিভিন্ন বিষয়ে পড়ানো হয়।
2/ বীমা ক্ষেত্র:-
অর্থনীতির ছাত্ররা ব্যাংক ও বিমার ক্ষেত্রে সুবিধা ভোগ করতে পারে। এ সকল ক্ষেত্রে ইকোনোমিক্স এর জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্তপূর্ণ তাই ইকোনোমিক্স এর ছাত্ররা ব্যাংকিং এর ক্ষেত্রে বিশাল অংশ জুড়ে থাকে।
3/ গবেষণা খাত:-
যে ছাত্ররা ইকোনোমিক্স এ মনোযোগ সহকারে জ্ঞান আরোহণ করে তারা রিসার্চ সেক্টরে যথেষ্ট সুবিধা ভোগ করতে পারে।রিসার্চ কাজে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান গুলো এসব ছাত্রদের সুযোগ প্রদান করে।তারা ফরেন কারেন্সি নিজেদের কাজের ব্যাবহার করতে পারে।
4/ শিক্ষকতা পেশা:-
আসিষ্টেন্ট প্রফেসর বা প্রফেসর হওয়ার জন্য ইউনিভার্সিটিতে আবেদন করা যায়।এছাড়াও বিভিন্ন ইকোনমিস্টটেসান ও শিক্ষা প্রতিষ্ঠান বিষয় ভিত্তিক শিক্ষকতার জন্য ইকোনোমিক্স এ graduation অবশ্যক
5/ সাংবাদিকতা ও আইন:-1
ইকোনোমিক্স হলো আইনের সাথে জড়িত একটি বিদ্যা ।ইকোনোমিক্স এ জ্ঞান থাকার ফলে আইন বিষয়ে ক্ষেত্র গুলিতেও যোগদান করতে পারে সাংবাদিকতার বিভিন্ন মাধ্যম ও পত্র পত্রিকায় অর্থনৈতিক বিষয়ে জ্ঞানের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুতপূর্ণ।
Government jobs after MA Economics:-
1/Bank Po (central Government Job)
2/ Lecturer
3/ Statistical investigator
4/ indian Economies service
5/ Assistant Statistical official state PSCS
Eligibility to become Economist:-
• Entrance Exam-
যে পার্থীরা ভারত সরকারের অর্থনীতিবিদ হতে চান তাদের ভারতীয় অর্থনৈতিক পরিষেবার পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।পরীক্ষাটি UPSC দ্বারা পরিচালিত হয়।
• বয়েসের মানদণ্ড:-
পার্থীর বয়েস 21-30 বছরের মধ্যে হতে হবে।
• যোগ্যতার মানদণ্ড:-
1/ বেশিরভাগ বিখ্যাত এবং বহুজাতিক ব্যাংক/কোম্পানির অর্থনিতিতে PHD ডিগ্রি প্রয়োজন।
2/ কিছু MNCS একটি INTARSHIP এবং অর্থনীতির সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতার জন্য অনুরোধ করে।
3/ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে একজন অর্থনীতিবিদ হওয়ার জন্য পার্থীদের অর্থনৈতিক বিশ্লেষণ এবং নীতি বিভাগের জন্য আবেদন করতে হবে।
Average annual salary:-
Govt - INR 4-8L
Private - INR 3-6L
Specialization wise:-
Resewich Economists - 6-81
Labovs Economists - 6-82
Financial Economists - 10-122
Business Economists- 10-122
International Economists-10-15L
Experience wise in years:-
1-4 year 6L
5-2 year-8L
10-19 year 4 -1OL
20+ year-14L
OUR FACEBOOK CHANNEL-- https://www.facebook.com/tcbdistanceeducation/
OUR INSTAGRAM CHANNEL--
https://www.instagram.com/tcbdistancelearningcourse/
OUR WEBSITE PAGE LINK--
www.distanceeducationbengal.com
www.distanceeducationbengal.com
No comments:
Post a Comment