Monday, December 25, 2023

How to become Statistician

 How to become Statistician



About Statistician:-

একজন পরিসংখ্যানবিদ হলেন এমন একজন  যিনি তাদের গবেষণার জন্য প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সাথে কাজ করেন। পরিসংখ্যানবিদরা ব্যাবসা ,সাস্থ্য এবং ওষুধ ,সরকার,ভৌত বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান মতো বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারেন।তারা সিদ্ধান্ত ,গবেষণা,বিশ্লেষণ এবং সিদ্ধান্ত  নিতে ডাটা অনুশীলন করে।


Eligibility to become statistician:-

1/ নূন্যতম বয়েস প্রয়োজন 20 বছর


2/ পরিসংখ্যান বিদ হওয়ার জন্য কোনও নির্দিষ্ট ডিগ্রি প্রোগ্রাম রয়েছে জা এই ক্যারিয়ার করতে সাহায্য করে।


3/ পার্থীদের হয় স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে জা গণিত/পরিসংখ্যান/কম্পিউটার/বিজ্ঞান/অর্থনীতি/বস্তু বিজ্ঞানে একটি  ভাল ভিত্তি প্রদান করে।


4/ ডিগ্রি গুলি অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বারা জারী করা হয়েছে।


কী কী skill থাকতে হবে:-

1/ Technical skills


2/ Leadership skills


3/ Analytical skills


4/ Communication skills


5/ problem solving skills


6/ speaking skills


7/ Critical thinking skills


8/ writing skills


Technical skills:-

 1/ Machine learning

 

 2/ Proficiency in languages like R, Sas,c,c++,python, perl, Java 

 

 3/ Databases such as cloud computing and nosol

 

 4/ Expertise in technical programes

 

 5/ Hadoop based analytics like pig , Hive, big data,etc.


Pay scale/salary of statistician:-


1/ একজন পরিসংখ্যানবিদ ভারতে INR  2.3 LPA থেকে INR 20 LPA এর মধ্যে যেকোনো জায়গায় উপার্জন করতে পারেন।


2/বিভিন্ন অভিজ্ঞতা এবং বিভিন্ন স্থানে কাজ করা লোকদের জন্য বেতন আলাদা।


3/ মার্কিন যুক্তরাষ্ট্রে একজন অভিজ্ঞ হতে পারেন ।


TYPES OF STATISCIANS:-


1/ STATISTICIANS


2/ DATA ANALYST


3/ STATISTICAL ANALYST


যোগ্যতার মানদণ্ড:-

• পার্থীদের অবশ্যই একটি স্বীকৃত রাজ্য বা কেন্দ্রীয় বোর্ডের 10+2 বা সমমানের পরীক্ষায় কমপক্ষে বা সমমানের পরীক্ষায় কমপক্ষে 55% স্তরে পাস করতে হবে।


• ভর্তির  সময় 10+2 বা সমমানের স্তরে কোনো বিষয়ে তার কোনো অসমাপ্ত পরিপূরক কাজ থাকবে না।


• পার্থীদের তাদের বাধ্যতামূলক বিষয় হিসাবে গণিত বা পরিসংখ্যান থাকতে হবে।


TOP COLLEGES TO PURSUE STATISTICS COURSE FESS IN USA:-

1/ CORNELL UNIVERSITY -32,45,00


2/ BOSTON UNIVERSITY-44,50,000


3/ COLUMBIA UNIVERSITY-59,00,000


4/ STANFORD UNIVERSITY-44,00,000


5/ CORNEGLE MEKLON UNIVERSITY-49,00,000


6/ UNIVERSITY OF CALIFORNIA BERKELEY -29,90,800


7/ UNIVERSITY OF MICHIGAN-40,00,000


পরিসংখ্যানবিদ হিসাবে ক্যারিয়ারের সুবিধা:-


1/ salary:- 

পরিসংখ্যানবিদ হিসাবে নিয়োগ প্রাপ্ত পার্থীদের প্রাথমিকভাবে প্রতি বছর INR 3-10 লাখ টাকা দেওয়া হয়। আরও কাজের অভিজ্ঞতা এবং দক্ষতার সাথে এটি আরও বেশি বৃদ্ধি পায় ।অভিজ্ঞতার এবং শিক্ষার সাথে পার্থীরা একটি ভালো প্যাকেজ উপার্জন করতে পারে।এবং নামি সংস্থাগুলিতে কাজ করতে পারে। পার্থীরা কাজ করার জন্য সরকারি বা বেসরকারি খাতে যোগদান করতে পারেন।


2/ চাকরির নিরপত্তা:-

একজন পরিসংখ্যানবিদ কাজ হলো ফাইন্যান্স ইন্ড্রাস্ট্রিতে ।তারা স্বনামধন্য বেসরকারি সংস্থা বা এমনকি সরকারি সংস্থা বা এমনকি সরকারি সংস্থা গুলিতে চাকরি পেতে পারে। বিশ্বের যে কোনো জায়গায় কাজ করলে ,তাদের অবশ্যই চাকরির নিরপত্তা থাকবে কারণ প্রতিটি ফার্ম বা সংস্থার জন্য পরিসংখ্যানবিদদের প্রয়োজনীয়তা রয়েছে।


3/ অন্যান্য অভিজ্ঞতা:-

মাঝে মাঝে কাজের উৎপাদনশীলতা উন্নত করতে এবং জিনিস গুলিকে সহজ করতে প্রযুক্তিগত উদ্ভাবন কাজে আসে। একজন পরিসংখ্যানবিদের কাজ এবং ভূমিকা মাঝে মাঝে চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু কিছু শীর্ষ সংস্থার সাথে কাজ করা একটি অন্যান্য অভিজ্ঞতা।


Average annual salary:-


Government organization - 32.2-1 lacs approx


Private organisation - 2.3-6l acs approx

OUR FACEBOOK CHANNEL-- https://www.facebook.com/tcbdistanceeducation/

OUR INSTAGRAM CHANNEL--

https://www.instagram.com/tcbdistancelearningcourse/

OUR WEBSITE PAGE LINK--

www.distanceeducationbengal.com

www.distanceeducationbengal.com


How to become an economist:-

 How to become an economist:-

একজন অর্থনীতিবিদ কিভাবে হবে:-




অর্থনীতি কী?

বিজ্ঞান এবং গণিতের মতো ইকোনোমিক্স কেও একটি গুরুত্ব পূর্ন বিষয় বলে মনে করা হয়। ইকোনোমিক্স  সমাজ বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে পণ্য ও সেবার উৎপাদন ,বিতরন,বিনিময় ও ভোগ নিয়ে আলোচনা করা হয়। দেশের অর্থ বেবস্থা জানার জন্য ইকোনোমিক্স এর সহায়তা অনিস্বীকার্য।এই জন্য বর্তমানে ইকোনোমিক্স ক্যারিয়ার তৈরি করার জন্য শিক্ষার্থীরা বেশি বেশি আগ্রহ প্রকাশ করেছে।


একজন ইকোনমিস্ট কী কাজ করে?


1/ একটা দেশের অর্থব্যবস্থা কীভাবে কাজ করে এর সমাজের বিভিন্য স্তরে আর্থিক সম্পর্ক কিভাবে বিদ্যমান থাকে সেইটা দেখা শোনা করে।


2/ ইকোনোমিক্স এর কাজ সম্পর্কে জানতে পারলে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক ঘটনা বিশ্লেষণের পর যে নীতি গত ফলাফল বের হয় তার প্রয়োগ ব্যবসা, ব্যাংকিং, বীমা, কৃষি, উদ্যোগ ,বৈদেশিক সর্ম্পক ,সরকারি তহবিল, ও পুজিবাজারের সাম্ভ্রব্বের  পরিবর্তন অনুমান করতে সহায়ক বারে ভূমিকা পালন করে।


*ইকোমেট্রিক্স  হলো গানিতিক সংখ্যা আর অর্থনীতির একটি সম্মিলিত রূপ। ইকোনমিক্সে কোনো পণ্যের দাম কি তা অনুমান করা যায়।আর এই অনুমান একজন এক্সপার্ট ইকোনমিস্টই করতে পারে।


* কর্পোরেট জগতে থাকলে ইকোনমিক্স এ ছাত্রদের MBA করা থাকলে বিশেষ সুবিধা পেয়ে থাকে।মূলত ইকোনমিকস সমগ্র ফাইন্যান্সিয়াল সেক্টরের এমন একটি ক্ষেত্র যেখানে সর্বোচ্চ  বেতন প্রাপ্তির সম্ভাবনা থাকে।


আমাদের দেশে আপনি ইকোনমিস্ট পড়ার কী কী সুযোগ রয়েছে:-


1/ আমাদের দেশে যে কোনো ভার্সটিতে ইকোনোমিক্স MB এবং BA করার সুযোগ পাবে।

2/ এছাড়াও ইকোনোমিক্স এ POST GRADUATION করার জন্য ভার্সিটিতে থেকে আপনাকে GRADUATION কম্পিলট করতে হবে।তবে আপনার H.S এবং অনার্সে ইকোনোমিক্স সাবজেক্টটা থাকে তাহলে পরবর্তীতে এই বিষয়টি বুঝতে আরো সহজ হবে 


একনমিক্সে ক্যারিয়ারের সুযোগ:-


1/ পরিবেশগত অর্থনীতি:-

এখন জলবায়ু পরিবর্তন নিয়ে সারা দুনিয়া চিন্তিত ।এক্ষেত্রে পরিবেশগত অর্থনীতিতে কাজের অনেক সুবিধা রয়েছে ।এখানে ছাত্রদের Air pollution,water pollution,global warming ছাড়াও পরিবেশগত বিভিন্ন বিষয়ে পড়ানো হয়।


2/ বীমা ক্ষেত্র:-

অর্থনীতির ছাত্ররা ব্যাংক ও বিমার ক্ষেত্রে সুবিধা ভোগ করতে পারে। এ সকল ক্ষেত্রে ইকোনোমিক্স এর জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্তপূর্ণ তাই ইকোনোমিক্স এর ছাত্ররা ব্যাংকিং এর ক্ষেত্রে বিশাল অংশ জুড়ে থাকে।


3/ গবেষণা খাত:-

যে ছাত্ররা ইকোনোমিক্স এ মনোযোগ সহকারে জ্ঞান আরোহণ করে তারা রিসার্চ সেক্টরে যথেষ্ট সুবিধা ভোগ করতে পারে।রিসার্চ কাজে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান গুলো এসব ছাত্রদের সুযোগ প্রদান করে।তারা ফরেন কারেন্সি নিজেদের কাজের ব্যাবহার করতে পারে।


4/ শিক্ষকতা  পেশা:-

আসিষ্টেন্ট  প্রফেসর বা প্রফেসর হওয়ার জন্য ইউনিভার্সিটিতে আবেদন করা যায়।এছাড়াও বিভিন্ন ইকোনমিস্টটেসান ও শিক্ষা প্রতিষ্ঠান বিষয় ভিত্তিক  শিক্ষকতার  জন্য ইকোনোমিক্স এ graduation অবশ্যক 


5/ সাংবাদিকতা ও আইন:-1

ইকোনোমিক্স হলো আইনের সাথে জড়িত একটি বিদ্যা ।ইকোনোমিক্স এ জ্ঞান থাকার ফলে আইন বিষয়ে ক্ষেত্র গুলিতেও যোগদান করতে পারে সাংবাদিকতার বিভিন্ন মাধ্যম ও পত্র পত্রিকায় অর্থনৈতিক বিষয়ে জ্ঞানের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুতপূর্ণ।


Government jobs after MA Economics:-


1/Bank Po (central Government Job)

2/ Lecturer


3/ Statistical investigator


4/ indian Economies service


5/ Assistant Statistical official state PSCS


Eligibility to become Economist:-


• Entrance Exam-

যে পার্থীরা ভারত সরকারের অর্থনীতিবিদ হতে চান তাদের ভারতীয় অর্থনৈতিক পরিষেবার পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।পরীক্ষাটি UPSC দ্বারা পরিচালিত হয়।

• বয়েসের মানদণ্ড:-

পার্থীর বয়েস 21-30 বছরের মধ্যে হতে হবে।

• যোগ্যতার মানদণ্ড:-

1/ বেশিরভাগ বিখ্যাত এবং বহুজাতিক ব্যাংক/কোম্পানির অর্থনিতিতে PHD ডিগ্রি প্রয়োজন।

2/ কিছু MNCS একটি INTARSHIP এবং অর্থনীতির সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতার জন্য অনুরোধ করে।

3/ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে একজন অর্থনীতিবিদ হওয়ার জন্য পার্থীদের অর্থনৈতিক বিশ্লেষণ এবং নীতি বিভাগের জন্য আবেদন করতে হবে।


Average annual salary:-

Govt - INR 4-8L

Private - INR 3-6L


Specialization wise:-


Resewich Economists - 6-81


Labovs Economists - 6-82


Financial Economists - 10-122


Business Economists- 10-122


International Economists-10-15L


Experience wise in years:-


1-4 year 6L


5-2 year-8L


10-19 year 4 -1OL


20+ year-14L

OUR FACEBOOK CHANNEL-- https://www.facebook.com/tcbdistanceeducation/

OUR INSTAGRAM CHANNEL--

https://www.instagram.com/tcbdistancelearningcourse/

OUR WEBSITE PAGE LINK--

www.distanceeducationbengal.com

www.distanceeducationbengal.com


কীভাবে একজন আর্থিক বিশ্লেষক হবেন

  

কীভাবে একজন আর্থিক বিশ্লেষক হবেন



Eligibility:- class 12 with 50% marks


Qualifications:- Bachelors/masters /economies/accounting


starting salary:- INR 2.1LPA


Average Salary:- INR 4.5LPA


 Highest salary:- INR 12.1 LPA


TOP Recruiters: - Google, Procter & Gamble, D.E Shaw india Software, Akzo Noble india


Eligibility to become a financial Analyst:-


*শিক্ষ্যা:- প্রার্থীদের ফিনান্স, অ্যাকাউন্টিং,অর্থনীতি,ব্যাবসায় প্রানাসন এইসব বিষয়ের ওপর স্নাতক ডিগ্রি করতে সাহায্য করে।


* CFA সার্টিফিকেশন:- The Chartered Financial Analyst অত্যন্ত, সম্যানিত এবং জনপ্রিয় প্রার্থীদের তাদের দক্ষতা প্রদর্শন  এবং তাদের সুযোগ বাড়ানোর জন্য  এই প্রাসঙ্গিক শংসাপত্রগুলি অনুসরণ করা উচিত।


* কাজের আভজ্ঞতাঃ- আর্থিক বিশ্লেষন পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন।প্রার্থীরা ব্যাবহারিক পরিস্থিতি তাদের জ্ঞান প্রয়োগ করতে  এবং দক্ষতা বিকাশের  জন্য এন্ট্রি লেভেল ভূমিকা  চাইতে পারেন ।


*Qualifications to Become a Financial An Amalyst:- ভারতে একজন আর্থিক বিশ্লেষক হওয়ার জন্য কোনো নূন্যতম শিক্ষার প্রয়ওজনীয়তা নেই, একজন যেকোনো স্ট্রিমে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারেন।


* প্রার্থীদের ফিনান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন বা সংক্লিশ ক্ষেত্রে তাদের স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।


* তাদের CFA সার্টিফিকেশন মোক করা ক্লিমার বারা উচিত থা তিনটি স্তরে সঞ্চালিত হয় (FA1, CFA 2 200 CFA3।


* প্রার্থীরা আরও ভাল ক্যারিয়ার বৃদ্ধির জন্য MBA এর মতো স্নাতকোত্তর ডিগ্রি বেছে নিতে পারেন, তারা সুরো ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানজমেন্ট, অ্যানালিটিক্ এবং ডেটা সায়েন্ট, মার্কেটিং এবং HRM -এর মতো শৃঙ্খলা বেছে নিতে পারে।


STEPS To Become a financial Analyst:-


* Complete class 12-

প্রার্থীদের যেকোনো স্ট্রিমে নূন্যতম 50% নম্বর সহ্ 12 শ্রেণী পাস করতে হবে ।তাদের উচিত অর্থনীতি এবং অ্যাকাউন্টিংয়ের মতো বিষয়গুলিতে ফোকাস করা।


* farm a bachelor's degree:-


প্রার্থীদের যেকোনো অর্থ-সম্পর্কিত ক্ষেত্রে ডিগ্রি অর্জন করতে হবে, Bcom এবং BBA হল কিছু শীর্ষ কোর্স যা পার্থিরা বেছে নেয় ।এই ডিগ্রি গুলো অনুসরন করার জন্য পার্থিদের শীর্ষ কলেজে ভর্তির  জন্য প্রবেশিকা পরীক্ষা পাস করতে হবে। পার্থীরা এন্ট্রি লেভেল পজিশন তাদের স্নাতক ডিগ্রির পর কাজ শুরু করতে পারেন।


Entrance exams:-

সবচেয়ে বিখ্যাত কিছু  পরীক্ষার মধ্যে রয়েছে IPU CET,DUET,JNUEE,CAT,XAT,MAT এবং CMAT


TOP COLLEGES FOR FINANCIAL ANALYSTS AND FEES:-


1/ shri  Ram College ofcommerce - 27,605


2/ Lady shri Ram college for women → 19,870


3/ woxsen university → 2.70L


4/ Loyola callege -76,000


5/Parul university → 68.850


6/ NMIMS mumbai 3.25L


7/ ICFAI Foundation for higher Education- 2.80L


8/ Alliance university → 9L


9/Amity university - 3.51 L


10) institute of management andEntepreneurship Development→1.50L


Financial Analyst হওয়ার সুবিধা:-


* আর্থিক বিশ্লেষকরা ম্যানেজমেন্ট টিমের সাথে ভাল সম্পর্ক তৈরি করে আর্থিক বাজারে বিশ্বাস যোগ্যতা প্রতিষ্ঠা করে।


* তারা অর্থ, বিপনন,প্রযুক্তি, বিজ্ঞাপন, খুচরা এবং E-কর্মার্সের মতো বিভিন শিল্পে কাজ করে।


*তারা ডেটা-চালিত  ব্যবসার বৃদ্ধিতে সিহায়তা করে।


*একই ক্ষেত্রে অন্যান্য পেশাদারদের তুলনায় আর্থিক বিশ্লেষন উচ্চ স্তরের কাজের সন্তুষ্টি এবং কাজের নিরাপত্তা উপভোগ করেন।


Salary of a Financial Analyst:-


A senior Financial:- GISL


2> Financial Associate 3.52


Associate Analyst:- 3.8L


senior Analyst:- 61


Research Analyst:-3.62


Business Analyst:- 6.92


7) Credit Analyst:- 52


8) Senior Research Analyst:- 5.8L


Salary of a Financial Analyst:-


1/ senior Financial:- 6.5L


2/ Financial Associate 3.52L


3/ Associate Analyst:- 3.8L


4/ senior Analyst:- 6L


5/ Research Analyst:-3.6L


6/ Business Analyst:- 6.9L


7) Credit Analyst:- 5L


8) Senior Research Analyst:- 5.8L

OUR FACEBOOK CHANNEL-- https://www.facebook.com/tcbdistanceeducation/

OUR INSTAGRAM CHANNEL--

https://www.instagram.com/tcbdistancelearningcourse/

OUR WEBSITE PAGE LINK--

www.distanceeducationbengal.com

www.distanceeducationbengal.com


Tuesday, December 12, 2023

How To become a Radiologist

 How To become a Radiologist




রেডিলোজিস্ট কী?

একজন রেডিওলোজিস্ট হলেন একজন মেডিক্যাল ডাক্তার আপনার মেডিক্যাল পরীক্ষার ফলাফল সঠিকভাবে নির্ধারণ করতে ডাক্তাররা রেডিওলোজিস্টদের নির্ভর করে।

রেডিওলোজিস্টরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অসুস্থতা/রোগ নির্ণয় বা চিকিৎসা করেন ,যেমন:-

1/X-RAY


2/ultrasounds


3/CT, MRI, and PET SCANS


4/ Nuclear Medicine


5/using image-guided techniques to make incisions and guide 'instruments toward the source of a medical problem


6/using radiation therapy to treat Cancer

রেডিওলোজিস্টের ফলাফল পাওয়ার পর,ডাক্তাররা চূড়ান্ত নির্ণয়ের জন্য রোগীর ইতিহাস,অন্যান্য পরীক্ষার ফলাফল তথ্য ফাইনাল ফলাফল জানায়।


রেডিলোজিস্ট কীভাবে হবেন:-

ধাপ-1

COMPLETE AN APPLICABLE BACHELORS DEGREE:-


আপনি বেশিরভাগ মেডিক্যাল স্কুলে আবেদন করার আগে আপনাকে অবশ্যই একটি স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।জীববিদ্যা ,পদার্থবিদ্যা ,রসায়ন,ইংরেজি যেকোনো অন্যান্য কোর্স মেডিকেল স্কুলের জন্য কোর্সগুলি  কমপ্লিট করতে হবে।

মেডিক্যাল স্কুলে ভর্তি হতে আগ্রহী  ছাত্র - ছাত্রীদের জন্য সবচেয়ে  সাধারণ বিষয় হলো:- জীববিদ্যা,পদার্থ বিদ্যা,সামাজিক বিজ্ঞান ,মানবিক,specialized health sciences, math and statistics .


ধাপ 2

MCAT পরীক্ষা দিতে হবে:-


মেডিকেল কলেজ ভর্তি হওয়ার জন্য MCAT পরীক্ষা দিতে হবে।এই পরীক্ষাটি দেওয়ার পরে মেডিক্যাল কলেজে অ্যাপ্লিকেশান করতে পারবে।

এ ছাড়াও আপনার পছন্দের কলেজ গুলি ভালো মার্কস সুপারিশ না করে তাহলেও আপনাকে MCAT স্কোর আপনাকে আপনার পছন্দের মেডিক্যাল কলেজে জন্য যোগ্য করে তুলবে এবং আপনি প্রতিযোগিতা করতে পারবেন।


ধাপ 3

COMPLETE MEDICAL SCHOOL:-

একবার আপনি মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেলে আপনাকে ঔষধের উপর ফোকাস করা শুরু করতে পারেন আপনার ডিগ্রি চলাকালীন আপনি একজন ডাক্তার হওয়ার জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান শিখবেন।

আপনার চার বছরের মেডিক্যাল ডিগ্রি চলাকালীন আপনি রেসিওলোজিতে বিশেষজ্ঞ হতে পারেন।মেডিক্যাল কলেজে কলেজে প্রথম তিন বছর মূলত বেশিরভাগ ছাত্রদের জন্য একই থাকে চার বছর হলে তখন আপনি রেডিওলজি সম্পর্কিত নির্দিষ্ট ইলেকটিভ নিতে পারেন।

ধাপ 4

Complete a Radiology Residency program:-

রেডিওলোজি মিনিমাম 4 থেকে 5 বছরের প্রোগ্রাম হয়ে থাকে একজন সিনিয়র ডাক্তাররা রেদিওলোজিস্ট অধীনে অনুশীলন করে।


রেডিওলোজিস্ট হতে কত দিন সময় লাগে:-

রেডিলজিস্ট কোনো ছোটো প্রোগ্রাম না।অন্যান্য রেসিডেন্সিতে 3 থেকে 4 বছর সময় লাগতে পারে।

রেদিওলজিস্ট হতে সময় লাগে তা নির্ভর করে আপনি সাব স্পেশালাইজ করেন কিনা তার ওপর।


সাব স্পেশালাইজেসন ছাড়াই রেডিলজিস্ট হতে 13 বছর সময় লাগে।আপনি যদি সাব স্পেশালাইজ এর সাথে সাথে ফেলোশিপ করার সিদ্ধান্ত নেন তাহলে 15 বছর সময় লাগবে।


Salary:-

মার্কিন যুক্তরাষ্ট্রের রেদিওলজিস্টরা বার্ষিক প্রায় $330,000 উপার্জন করেন।

Employment Total - 29,250

Mean Hourly wage -$158.21

Mean Annual wage-$329.080

OUR FACEBOOK CHANNEL-- https://www.facebook.com/tcbdistanceeducation/

OUR INSTAGRAM CHANNEL--

https://www.instagram.com/tcbdistancelearningcourse/

OUR WEBSITE PAGE LINK--

www.distanceeducationbengal.com

www.distanceeducationbengal.com


Saturday, December 9, 2023

How to become lab technician

 How to become lab technician




কিভাবে একজন ল্যাব টেকনিশিয়ান হবে?

 1/একটি ল্যাব টেকনিশিয়ানের ভূমিকার জন্য প্রাথমিক প্রয়োজন পদার্থবিদ্যা ,রসায়ন,গণিত বা জিব বিদ্যার সাথে ফোকাস বিষয়গুলির সাথে 10+2 শেষ করার পরে একটি ডিপ্লোমা কোর্স বা ল্যাব  টেকনোলজি সম্পর্কিত একটি ডিগ্রি প্রোগ্রামের যোগ দিতে পারেন।উভয় প্রোগ্রামই ভর্তির জন্য যোগ্যতার মানদণ্ড হিসাবে বিজ্ঞান স্ট্রিম সহ 10+2 নির্দিষ্ট করতে পারে।


2/উচ্চ মাধ্যমিকের পরে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি একটি ল্যাব টেকনিশিয়ানের চাকরির জন্য আরেকটি মৌলিক প্রয়োজন।যদিও কিছু কোম্পানি এবং প্রাইভেট ল্যাব ডিপ্লোমা হোল্ডারদের নিয়োগ করে, বড় কোম্পানি এবং মাল্টি স্পেশালিস্ট হাসপাতালগুলিতে চাকরির যোগ্যতার মান দণ্ড হিসাবে স্নাতক ডিগ্রি নির্দিষ্ট করতে পারে।যেমন:- ব্যাকটেরিয়াওলজি ,মাইক্রোবায়োলজি,রেদিওলোজি,ফলিত জেনেটিক্স,ক্লিনিকাল, প্যেথীলজি বা জীববিদ্যা।


যদি ল্যাব টেকনিশিয়ান হতে চান তবে কী কী ডিপ্লোমা করতে হবে?

1/Diploma in ECG


2/Diploma in Medical imaging


3/Diploma in medical Laboratory


4/Diploma in Radiography


5/Diploma in Cardiovascular


6/Diploma inmedical Laboratory Assistant


7/Diploma in Clinical Analysis


8/BSc in X-Ray


9/BSc in medical imaging


10/ Bachelor of medical Laboratory


11/BSC in medical Laboratory


12/BSc in ECG and Cardiovascular


13/msc in medical Laboratory


14/master of medical Laboratory


15 /msc in medical imaging


16/msc in x Ray


17/ MSC in ECG and Cardiovascular 


18/Post Graduate Diploma in medical technology


19/ Post Graduate Diploma in laboratory service in science


20/Post Graduate Diploma in Biomedical laboratory


জনপ্রিয় কিছু কলেজ:-

1/AIIMS


2) The University of medical science


3) Post graduate institute of medical Education and Research


4) Punjab Technical university


5/Kerala institute of medical science.


Complete certification courses:-


1/"Certification in laboratory


2/ Certification in medical laboratory 


3/Certification in Blood Bank


4/Certification inclinical Dignostic


5/Certification in ECG


6/Certification in Recend Technology


7/ Certification in Cath Lab Techndegy


Get Trained:-


আপনার পড়াশোনার সময় বা পরে Intership সুযোগগুলি সন্ধান করুন আপনি যখন চাকরির জন্য আবেদন করা শুরু করবেন ইন্টার্নশিপ সম্পূর্ণ করা উপকারী হতে পারে, আপনি সোশ্যাল মিডিয়া কোম্পানির ওয়েবসাইট এবং সংবাদপত্রগুলিতে INTERSHIP এর সুযোগ গুলি অনুসন্ধান করতে পারে, কাজের অভিজ্ঞতা লাইসেন্স এবং স্বীকৃতির জন্যও উপকারী।


শিক্ষাগত যোগ্যতা ছাড়া একজন টেকনিশিয়ানের কী কী দক্ষতা দরকার বা থাকা উচিত?


1/Analytical skills-

প্রচুর পরিমানে ডেটা এবং অসংখ্য নমুনা পরিচালনা  করতে হবে। ডেটার মধ্যে প্যাটার্ন সনাক্ত করা এবং তাদের সিনিয়ারদের  কাছে রিপোর্ট করা একজন ল্যাব টেকনিশিয়ানের প্রাথমিক কর্তব্য।


2) problem-solving skills:-

একজন ল্যাব টেকনিশিয়ান থার্মাল রান-এ -অফ। দূষণ, আঘাত এবং সংক্রামক পরিবেশের মতো সমস্যাগুলি মোকাবিলা করতে যানতে হবে।


একজন ল্যাব টেকনিশিয়ানের জন্য ক্যারিয়ার হিসাবে কী কী কাজ করতে পারে?


1/ Leb technician


2/ senior lab technician.


3/supervisor


4/ Assistant manager


5/Manager


6/Lecturer


7/Professor


8/ Entrepreneur


9/ consultant 


একজন ল্যাব টেকনিশিয়ানের দায়িত্ব কী?

1/ সাধারণ ডেটা প্রক্রিয়া করে,তথ্য রেকর্ড করে,ইনভেন্টরি ট্র্যাক করে এবং সরঞ্জাম ,কর্মক্ষেত্রে এবং সরঞ্জাম কর্মক্ষেত্র এবং পরীক্ষাগারের সরঞ্জামগুলো বজায় রাখে।

2/ একটি পরীক্ষাগারে জীবাণুমুক্ত পরিবেশ পরিষ্কার করা এবং বজায় রাখা।

3/ পরীক্ষার জন্য ডেটা সংগ্রহ করা

4/ নির্দেশাবলী অনুযায়ী উপযুক্ত নমুনা সনাক্ত করা এবং সংগ্রহ করা।

5/পরীক্ষা এবং পরীক্ষার ফলাফল ডকুমেন্ট করা।


কে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করে?


সরকার তাদের  স্বাস্থ্য, কল্যান, শিক্ষা, বিজ্ঞান এবং মান নিয়ন্ত্রণ বিভাগের জন্য ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করে।ফার্মাসিউটিক্যাল কোম্পানি, রাসায়নিক কোম্পানী,খাদ্য ও  পানীয় উৎপাদক, হাসপাতা পাতাল, ল্যাব, কলেজ, বিশ্ববিদ্যালয় ও  ডায়গনস্টিক ব্যবসা যারা ব্যাপক গবেষণা ও  উন্নয়ন পরিচালনা করে তারা ল্যাব টেকনিশিয়ান নিয়গ করতে পারে। কলেজ এবং ইনস্টিটিউটগুলি প্রশিণ  হিসাবে সিনিয়র এবং ভাল যোগ্য ল্যাব টেকনিশিয়ান নিয়োগ্করতে পারে।

OUR FACEBOOK CHANNEL-- https://www.facebook.com/tcbdistanceeducation/

OUR INSTAGRAM CHANNEL--

https://www.instagram.com/tcbdistancelearningcourse/

OUR WEBSITE PAGE LINK--

www.distanceeducationbengal.com

www.distanceeducationbengal.com

Monday, December 4, 2023

HOW TO BECOME AN ARCHAEOLOGIST

 HOW TO BECOME AN ARCHAEOLOGIST



কিভাবে একজন প্রত্নতত্ত্ববিদ হবেন:-


1/প্রত্নতত্ত্ববিদরা অতীতের মানুষদের কার্যকলাপ বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করে।

2/তারা ঐতিহাসিক জায়গা গুলি খনন করে গবেষণা করে।

3/প্রতুতাত্ত্বিকরা  খনন করা জীনিসের  ঐতিহাসিক তারিখ গবেষণাগারে গবেষণা করে।

4/ তারা খনন করা জায়গা থেকে অতীতের সংস্কৃতি এবং মানুষের আচরণ সম্পর্কে পর্যবেক্ষণ করা প্রত্নতত্ববিদের দাইত্ত।

5/ প্রত্নতাত্ত্বিকরা হলেন ইতিহাস রচনা করার প্রধান উৎস।


একজন প্রত্নতত্ত্ববিদ ঐতিহাসিক কি করেন:-


1/ঐতিহাসিক এবং প্রগৌতিহাসিক জায়গাগুলির তদন্ত ও পরিচালনা করেন।

 2/তারা খননের জায়গায় ফটোগ্রাফী এবং মাটির নমুনা সংগ্রহ করে।

3/ প্রত্নতাত্বিকরা অনুসন্ধান গুলিককে এমনভাবে বিশ্লেষণ করে যাতে বহুকাল আগে বসবাসকারী মানুষের অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক  রাজনৈতিক,দিনগুলি নিশ্চিত করা যায়।

4. প্রত্নতাত্বিকরা প্রাসঙ্গিক ফাটোগ্রফি এবং তাদের ব্যাক্ষা প্রকাশ করে। সেটা গবেষণার ডেটা হিসেবে ব্যাবহার হয়।


একজন প্রত্নতত্ত্ববিদ হওয়ার যোগ্যতার মানদণ্ড:-

1/ একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকে নূন্যতম 50% নম্বর থাকতে হবে।

2/ নৃতত্ত্ব,প্রত্নতত্ত্ব,ভূগোল,মানবিক,এবং ইতিহাসের মতো বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

3/ একজন পার্থী স্নাতক ডিগ্রি নিয়ে এন্ট্রি লেভেলে একজন প্রত্নতাত্বিক হতে পারেন। মাস্টার্স এবং phd ডিগ্রি গুলি থাকলেও একজন প্রত্নতাত্বিক হতে পারেন।

4/ একজন প্রত্নতাত্বিক  হওয়ার জন্য ,একজন পার্থির 

শারীরিকভাবে ফিট এবং সুস্থ,থাকা প্রয়োজন কারণ প্রচুর ভ্রমণ এবং ফিল্ডওয়ার্ক প্রয়োজন ।

5/ প্রত্নতত্ত্ববিদ হওয়ার জন্য নূন্যতম বয়েস 18 বছর হতে হবে


প্রত্নতাত্ত্বিকদের প্রকারভেদ:-

1/clasical archaeologist:-

প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতা পরীক্ষা ও গবেষণা করা।

2/Historic Archaeologist:-

ঐতিহাসিক প্রত্নতত্ত্ব হলো ইতিহাস এবং নৃতত্তের একটি সংমিশ্রণ  যেখানে ঐতিহাসিক সময়ের সব কিছু এবং মনব অভিগত্তা গুলিকে বোঝার চেষ্টা করে।

3/underwater Archaeologist:-

জাহাজের ধ্বংসাবশেষ এবং জলে সমাহিত জায়গা বা শহরগুলি অধ্যয়ন। করার জন্য বিশেষ কৌশল।

4/Ethno Archaeologist:-

শিকারি সংগ্রাহকদের জীবিত দল গুলি  অধ্যয়ন করে মানব জীবনের অতীত তাদের কার্যকলাপ গুলি বোঝা।পূর্বপুরুষদের বৈশিষ্ট্য এবং আচরন সম্পর্কে সতর্কতা।


প্রত্নতত্ত্ববিদ হত্যার পদক্ষেপ:-

1/ পার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে 10+2 নূন্যতম 50% নম্বর পেতে কবে।

2/ একজন প্রত্নতত্ববিদ হওয়ার জন্য পার্থিদের অবশ্যই CUET,IPU CET এবং DUET এর মতো নিজ নিজ প্রবেশিকা পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে।

3/ প্রত্নতত্ত্ব ,ইতিহাস,মানবিক বা অন্যান্য সম্পর্কিত বিষয়ে স্নাতক কোর্সের জন্য পার্থীদের শীর্ষ কলেজে ভর্তি হতে হবে।

4/ পার্থীদের একটা ভালো শতাংশের সাথে স্নাতক কোর্স শেষ করতে হবে।

5/ স্নাতক ডিগ্রি শেষ করার পরে পার্থীদের cuet/pg এবং JNUEE এর মতো স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে হবে।

6/ একজন প্রত্নতত্ত্ববিদ হওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই PG প্রবেশিকা পরীক্ষার যোগ্যতা অর্জন করতে হবে এবং শীর্ষ কলেজগুলোতে ভর্তি হতে হবে।

7/ পার্থীদের কিছু বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ICHR,ASI ইত্যাদিতে ইন্টার্ন সিপের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে 

8/ পার্থীদের অবশ্যই প্রত্নতত্ত্ব কোর্সে বা স্টিমগুলিতে তাদের PHD ডিগ্রি সম্পূর্ন করতে হবে।


Top colleges:-

1/Banaras hindu University

2/varanasi indira Gandhi National Tribal

3/university Amarkantak etc.

4/Amarkantak

5/visa khapatnam

6/Vadodara

7/kolkata 

8/Aurangabad

9/Chandigarh

10/ Patna

11/Srinagar

12/Kota


প্রত্নতত্ত্ববিদ হওয়ার সুবিধা:-

1/সরকারি সংস্থাগুলির সাথে কাজ করার সুযোগ

2/ভ্রমণের সুযোগ

3/ প্রভাষক/Lecturers হিসাবে কাজ করার সুযোগ 

4/গবেষণা ও বই প্রকাশ করতে পারবেন

5/ সরকারের জন্য ইতিহাস লেখক হিসাবে কাজ করার সুযোগ


প্রত্নতত্ত্ব চাকরি:-

1/ MUSEUMS INCHARGE

2/ SURVEYOR1

3/ RESEARCH OFFICER

4/PHOTOGRAPHY ARCHAEOLOGIST

5/ ART GALLERIES

6/THE ARCHAEOLOGICAL SURVEY OF INDIA (GOVERNMENT)


একজন প্রত্নতাত্ত্বিকের বেতন:-

1/SURVEYOR-------2.66L

2/land SURVEYOR-----3.60L

3/PHOTOGRAPHY........5L

4/Junior SURVEYOR.........1.5L

5/Research writer officer.....10L

OUR FACEBOOK CHANNEL-- https://www.facebook.com/tcbdistanceeducation/

OUR INSTAGRAM CHANNEL--

https://www.instagram.com/tcbdistancelearningcourse/

OUR WEBSITE PAGE LINK--

www.distanceeducationbengal.com

www.distanceeducationbengal.com

How to become a loco pilot

  How to become a loco pilot ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা রয়েছে। লোকো পাইলটরা হলেন পেশাদার যারা ট্রেনের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এব...