Wednesday, February 22, 2023

How to become BANK PO? Eligibility,course duration,exam & salary

 



ভারতের মধ্যে সবথেকে দ্রুত বৃদ্ধি পাওয়া একটা সেক্টরের নাম হলো ব্যাংক।  ব্যাংকে জব করা কিন্তু অনেক মানুষের স্বপ্ন হয়ে থাকে,ব্যাংকিং এমন একটি প্রসেস প্রত্যেক বছর প্রচুর পরিমাণে  রিকুউটমেন্ট করে ।সেখানে স্যালারির পরিমাণ অনেক বেশি এবং সম্মানযোগ্য একটি কাজ ব্যাংকিং ব্যাপারটা  ভারতের ইকোনমিতেও একটা বিশাল বড় সাহায্য করে।



BANK PO ->   ধরো BANK PO Exam সিলেকশন পেয়ে গেছো। পেয়ে যাওয়ার পর ব্যাংকের যে কোন শাখায় বা যেকোনো কাজ পেতে পারো, যেমন - ক্লার্কের কাজ বা ম্যানেজারের কাজ,যাবতীয় যা কাজ 2 বছরের মধ্যে তোমাকে শিখিয়ে দেবে তখন তোমাকে BANK PO  বা প্রফেসরী অফিসার হিসেবে ধরা হবে।


     তোমার যখন 2 বছরের এই প্রিয়ডটা শেষ হয়ে যাবে তারপরে তোমাকে এসিস্ট্যান্ট ব্যাঙ্ক ম্যানেজার হিসেবে নিয়োগ করা হবে।


  ভারতের মধ্যে BANK PO হতে গেলে দুই ধরনের এক্সাম দিতে হবে।


1) SBI   2)IBPS 


* SBI -> STATE BANK OF INDIA  প্রত্যেকটা এসবিআই ব্যাংকের শাখা রয়েছে SBI তার নিজের ব্যাংকের পরীক্ষা নিজেরাই করে থাকে।


*IBPS ->  ভারতের প্রায় এইরকম কুড়িটা ব্যাংক রয়েছে।  ব্যাংকের ওই পরীক্ষা নেয় IBPS যেমন-  ইউকো ব্যাংক, ব্যাংক অফ বরোদা, এলাহাবাদ,এইরকম আরো প্রায় কুড়িটা ব্যাংকে  হয় যে সেক্টর টা পরীক্ষা নেয় সেটা হল IBPS । 


SBI  বছরের মধ্যে একবার পরীক্ষা নেয় IBPS  বছরের মধ্যে একবার পরীক্ষা নেয়। 


 যদি তোমরা PO পদে  নিয়োগ হয়ে যাও তারপর তোমরা ম্যানেজার ->সিনিয়র ম্যানেজার ->চিপ ম্যানেজার পর পর স্টেপ বাই স্টেপ এই পথ গুলোতে তোমরা নিয়োগ হতে পারবে।


IBPS  বছরে চার ধরনের ফর্ম বার করে, 


1)BANK PO


2) BANK CLERK


3) RRB OFFICER ASSISTANT


4) RRB OFFICER


SBI  বছরে তিন ধরনের ফর্ম বার করে,


1)SBI PO


2) SBI CLERK


3)SBI OFFICER


যোগ‍্যতা:- 1)  যেকোন বিভাগের স্টুডেন্ট হও না  কেন যেমন-  সাইন্স কমার্স বা আর্টস বা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো,  তাহলে তুমি ব্যাংক সেক্টরের ফরম ফিলাপ করতে পারো।


2)  এক্ষেত্রে তোমার নাম্বার কোন গ্যালিগেশন থাকছে না, 40%, 50% এইরকম কোন মার্কস ভিউরেশান  নেই তুমি যদি পাশ করে থাকো তাহলে তুমি ব্যাংকের ফর্ম ফিলাপ করতে পারো।


3)  তুমি যদি BANK PO হতে চাও সে ক্ষেত্রে তোমার বয়স হবে 20 থেকে 30 বছর বয়সের মধ্যে যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো,SBI বা IBPS থেকে ফর্ম ফিলাপ করতে পারো।

OBC  ক্যান্ডিডেট যদি হও তাহলে 3 বছর ছাড় পাবে। SC/ST  ক্যান্ডিডেট হলেই 5 বছর এক্সট্রা  ছাড় পাবে। PWD  হয়ে থাকলে দশ বছরে এক্সট্রা ছাড় রয়েছে। যদি কোন মহিলা ডিভোর্সি হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই মহিলা 10  বছরের ছাড়তে থাকবে। 


 পরীক্ষা প্যাটার্ন:-  1) ইংলিশে এবং হিন্দিতে এক্সাম পেপার হয়ে থাকে।


                                            2)ONLINE  এ পরীক্ষা হয়।


                                           3) MULTIPLE CHOISE  এই প্রশ্ন উত্তর থাকে।


                                           4)  তোমার ভুল উত্তরে নেগেটিভ মার্কিং 4  ভুল করলে 1 নাম্বার                                                                                                                 চলে যাবে।


 পরীক্ষায় 3 টাইপের হয়ে থাকে।


1) Primary Exam, 2) Mains, 3) Interview 


* IBPS  প্রত্যেক বছর বছর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তাদের ফর্ম বার করে থাকে।


* SBI  প্রত্যেক বছর ফেব্রুয়ারিতে ফর্ম বার করে থাকে।


*  সোমবার হওয়ার 50  ৫০ দিনের মাথায় এক্সাম শুরু হয়ে যায়


*  প্রাইমারি এক্সাম হওয়ার ঠিক 10 দিন বা 1 সপ্তার মাথায় মেনস পরীক্ষা হয় 


IBPS 


            Pre exam :-                                 


number 

            

    30         English        (20 min)

    35        Resoning      (20min)

    35        Quantitative (20min)

_________                      __________

100         Aptitude          60min 


Interview - 100



Mains Exam:- 


Resoning computer - 45

Dataa analisis          -  35

General economy    -   40

           bankink

English                      -   35

                           ______________

                                      155



SBI


Mains Exam:- 


Resonning - 50 number


English       - 40 number 


Question    -  50

Actitude    


General       -  40


Computer  -  20

                  _________

                      200



Deascriptive:-


Writing & Essay -               50      (30min)

Interview         - Group Dis 20

                 Personal Test    30

                                          __________

                                              100


যেদিন SBI Mains Exam  দেবে সেদিনী Descriptive Exam দিতে হবে।


 স্যালারি:- 27,000 থেকে 35,000 পযর্ন্ত।


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


No comments:

Post a Comment

How to become a loco pilot

  How to become a loco pilot ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা রয়েছে। লোকো পাইলটরা হলেন পেশাদার যারা ট্রেনের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এব...