Friday, February 24, 2023

How to become DATA SCIENTIST? Eligibility,course duration,exam & salary







 ডেটা সাইন্টিস্ট হওয়ার জন্য কি যোগ্যতা লাগবে:-

  

1) দিতে সাইন্টিস্ট হওয়ার জন্য প্রথমে আপনাকে MATHEMATICS, STATISTICS, BUSINESS STUDES, FINANCE,ECONOMY,COMPUTER, এর উপর BACHELOR DEGREE থাকা জরুরি।


2)আপনি যদি MASTARS DEGREE,DOCTOR DEGREE  থাকে তাহলে আপনার কাজের সুযোগ পেয়ে যাবে।


 ডেটা সাইন্স এর বেসিক নলেজ:-


 1) BSC  ডেটা সাইন্স কোর্স 3  তিন বছর ফুলটাইম কোর্স BSC ডেটা সায়েন্সের  মধ্যে যে বিষয়গুলি পরে সেগুলো হল:- COMPUTER SCIENCE,BUSINESS ANALYTICS,ARTIFICIAL INTELLIGENCE।


2) ডেটা সায়েন্স কোর্স Addmission এর জন‍্য 12 th ক্লাসে SCIENCE   এ পাশ করতে হবে। যার মধ্যে PHYSICS,CHEMISTRY, MATHMETICS এই SUBJECT গুলো থাকবে। এছাড়াও COMPUTER SCIENCE  পড়া থাকলে এটা একটা অ্যাডভান্টেজ হিসেবে ধরা যেতে পারে।


3) এই কোডটি চাহিদার INDIA -র সাথে সাথে ABROAD -এ অনেক বেশি। নিম্নলিখিত  SECTOR গুলো - TECH COMPANY, CONSULTANCY,MARKET RESERCH COMPANIES, ENERGY.


4) BSC  ডেটা সাইন্স কোর্স এর মধ্যে MACHINE LEARNING, CLOUD COMPUTER,DATA VISUALIZATION,PYTHON PROGAMING, OPERATING SYSTEMS, SUBJECT গুলো থাকে।


5)  ডেটা সাইন্স এর কোর্সের ADMISSION (MERIT BASE)  এর মাধ্যমে হয় এবং(ENTRANCR TEST) -এর  মাধ্যমে হয়।

 

   ENTERANCE TEST  এর মধ্যে নিম্নলিখিত ENTRANCE TEST  গুলো উল্লেখযোগ্য:


                                          A) SSU (SRI SRI  UNIVERSITY) 

                                       B) JAIN UNIVERSITY

                                     C)  AMIT CET (ACADEMY OF MARTINE EDUCATION                                                                          AND   TRAINING UNIVERSITY)


 যেটা সাইন্স কোর্স থেকে কি কি Knowledge  আমরা পেতে পারি:


1)  নিম্নলিখিত বিষয়গুলি শেখানো হয় যেমন:- SAS/R,PYTHON,POWER BI VISUALIZATION TOOLS, STATISTICS,  MATHEMATIC   ALGORITHM MACHINE LERNING etc.


AVAILABLE DATA থেকে ANSWAR  FIND OUT করার SKILL ও শেখানো হয়।


2) DEGREE  COMPLETE করার পর INTERSHIP  অবশ্যই করে নেওয়া উচিত।কারণ এটি পরবর্তীকালে আপনাকে কাজ পেতে সাহায্য করবে।


3)  যেটা সাইন্টিস্টরা TELCOM, RETAIL, INSURANCE, BANKING FINANCIAL  SERVICES, HELTH CARE  এর মত জায়গায় কাজ করতে পারে।


4)  যদি ডেটা সাইন্সের সাথে ARTIFICIAL INTELLIGENCE - এর KNOWELEGE থাকে তাহলে  আপনি আপনার ক্যারিয়ার উচ্চতায় নিয়ে যেতে পারেন।


 ডেটা সাইন্সের কোর্স ফী:-


1) এই যেটা সাইন্সের কোর্স ফী 2LAKH 5 LAKH  এর মধ্যে ঘোরাফেরা করে।


2)INDIA -র  টোটাল ডেটা সাইন্স এর মধ্যে 55% ই হলো ডিগ্রীধারী MSC.  বাদবাকী BSC  আর কিছু PHD  হোল্ডারও আছে।


3)BSC  ডেটা সাইন্স কোর্স ফি -> 6000/1.20 LAKH PER YEAR


BSC  যেটা সাইন্স কোর্স করার জন্য(BSC STATISTICS)

(BSC MATHAMETICS), (BSC COMPUTER SCIENCE),   (BSC IT) OR (BE TECH)  ডিগ্রী থাকা জরুরী।


 ডেটা সায়েন্টিস্টদের স্যালারি কত হতে পারে: 


 1)  ডেটা  সাইন্টিস্টদের যদি প্রপার SKILL  এবং EXPERIENCE থাকে তাহলে 5 LAKH - 6LAKH PER ANNUM  অবধি স্যালারি হয়ে থাকে।


2) যদি কোন ডেটা সায়েন্টিসের 3 TO 4 বছর EXPERIENCE থাকে তাহলে 7 LAKH - 8 LAKH PER ANNUM  অবধি স্যালারি হয়ে থাকে।


3) আপনি যদি ডেটা সাইন্সের সাথে PYTHON এবং(R) PROGRAMING  LANGUANG  এর কাজ জেনে থাকেন তাহলে আপনার স‍্যালারি  MORE THEN 10 LAKH হতে পারে।


BSC DATA SCIENCE TO COLLEGES IN INDIA 


1) IITM ( Indraprastha institute of technology manegment) NEW DELHI


2) IIHT (Indian institute of hardware Technology LTD) NEW DELHI


3)CICST (Chitrakoot institute of computer science)


4) APLL (APLL CENTER OF EXCEITENCE ) NEW DELHI


MCA DATA SCIENCE TO COLLEGES IN INDIA 


1) NIT( National institute of technalogy) mangalore


2) NIT ( National institute of technology)waranga


3) JUN (Jawanarlal Ncheru  University ) New Delhi


4) MOTILAL NEHERU NATIONAL INSTITUTE OF TECHNOLOGY ) ALAHABAD


5) University of hyderabad



OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


Thursday, February 23, 2023

How to become INVESTMENT BANKER? Eligibility,course duration,exam & salary


 




INVESTMENT BANKING  প্রথমত একটি প্রাইভেট কম্পানী হয়ে থাকে।  INVESTMENT BANKING তার FINANS প্রোভাইট করে কিন্তু GOERNMENT কম্পানি  কি দেওয়া হয় আর বাদবাকি ফাইন্যান্স  প্রোভাইড করা  হয় প্রাইভেট কোম্পানিকে। যেমন: 

  1) যদি কোন কোম্পানির FUND Raising  করবে তখন INVESMENT BANKING  এর সাহায্য নিতে পারে।


 2)  কোন কোম্পানি যদি Merger & Acquisition  করতে চাই এই কাজেও ইনভেস্টমেন্ট  ব্যাংকিং  -এর সাহায্য নিতে পারে।


 3) INVESTMENT BANK TRADING SERVICES  প্রোভাইড করে।  এই সার্ভিসের ওপর কাজ করার জন্য Bank Invesment Bankar কে Higher করে। Investment Banking Job  শুধুমাত্র ভারতে নয় পুরো বিশ্ব প্রচলিত রয়েছে।


      Invest Banker -এর Avaraj স‍্যালারী 10 Lakh to 12 Lakh Per annum এটা প্রধানত Freshcrs দের জন‍্য।


যদি কোনো Invest Banker এর Experienced থাকে তাহলে তার স‍্যালারী 50 Lakh to 70 Lakh / per annum হতে পারে।


  বিনিয়োগ  ব্যাংকিং হলো ব্যাংকিং অপারেশনের একটি বিশেষ অংশ যা ব্যক্তি বা সংস্থাগুলিকে মূলধন বাড়াতে এবং তাদের আর্থিক পরামর্শ পরিষেবা প্রদান করতে সহায়তা করে।


   বিনিয়োগ ব্যাংকিং বিশ্বের সবচেয়ে জটিল আর্থিক ব্যবস্থার মধ্যে একটি, তারা বিভিন্ন ধরনের আর্থিক পরিষেবা প্রদান করে।


  ফুল সার্ভিস ইনভেস্টমেন্ট   ব‍্যাঙ্ক গুলি বিস্তৃতি পরিষেবা অফার করে যার মধ্যে রয়েছে আন্ডার রাইটিং, বিক্রয় এবং ট্রেন্ডিং,ইক‍্যুইটি  গবেষণা, সম্পদ, ব্যবস্থাপনা, বাণিজ্যিক ব্যাংকিং এবং খুচরা ব্যাংকিং।


    Underwriting services in investment Banking:- 

 সাধারণত তিন ধরনের আন্ডারইটিং আছে:-


 দৃঢ় প্রতিশ্রুতি:  আন্ডার রাইটার  সম্পূর্ণ ইস্যু কিনতে এবং অবিক্রীত শেয়ারগুলি জন্য সম্পূর্ণ আর্থিক দায়িত্ব গ্রহণ করতে সম্মত হন।


BEST EFFORTS :  আন্ডার রাইটার সম্মত অফার মূল্যে, যতটা সম্ভব ইস্যু বিক্রি করার প্রতিশ্রুতি দেয় তবে আর্থিক দায় ছাড়াই ইস্যু কারীর কাছে কোন অবিক্রীত শেয়ার ফেরত দিতে পারে।


All -OR-NONE:  যদি পুরো ইস্যুটি অফার মূল‍্যে বিক্রি করা না যায়,তবে চুক্তিটি বন্ধ হয়ে যায় এবং ইস‍্যুকারীর সংস্থা কিছুই পায় না।


 বিনিয়োগ ব্যাংকিং এ তিনটি প্রধান বিভাগ রয়েছে।


1)  ফ্রন্ট অফিস

2) মিড অফিস

3)  ব্যাক অফিস


1) ফ্রড অফিস বিক্রয়,লেনদেন, আলোচনায় ইত্যাদির যত্ন নেয়।


2)  মিড অফিসের বিশ্লেষণের অংশ বেশি। ঝুঁকির হিসাব, আর্থিক তথ্য বিশ্লেষণ।


3) ব্যাক  অফিসে বেশিরভাগই প্রশাসনিক কাজ


   1) আপনাকে একটি স্বীকৃত বোর্ড থেকে 50% এর বেশি নম্বরসহ আপনার উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। আপনার 10+2 এ কলা,বাণিজ্যিক বা বিজ্ঞান স্ট্রিম বেছে নিতে পারেন যদিও আপনি কমার্স স্ট্রীম বেছে নিয়ে এবং গনিত,হিসাব বিজ্ঞান, অর্থনীতি ব‍্যবসা এবং কম্পিউটার প্রযুক্তি দিয়ে পড়লে আরও উপকৃত হতে পারেন।



2) কলেজে পরীক্ষায় পাস 


3) একটি স্নাতক ডিগ্রী অর্জন


 একটি  ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এন্ট্রি লেভেল  পজিশান পেতে হলে আপনাকেও 3 বা 4 বছরের ব্যাচেলর ডিগ্রী অর্জন করতে হবে।


4) একটি স্নাতকোত্তর ডিগ্রী প্রাপ্ত:


 বিনিয়োগ ব‍্যাংকাররা বছরে কত টাকা উপার্জন করে?


    একজন মেয়ে নিয়োগ বেঙ্কারির জাতীয় গড় বেতন প্রতিবছর 5,97,078  


        আপনার অবস্থান অভিজ্ঞতা, অন্যান্য এবং অন্যান্য কারণ এর উপর নির্ভর করে আপনার বেতন পরিবর্তিত হতে পারে।


  সাধারণত ইনভেস্টমেন্ট ব্যাংক কার্ড যারা স্বনামধন‍্য কলেজ থেকে স্নাতক হয়েছেন বা বড় ব‍্যাঙ্কে কাজ করেন তাদের বেতন বেসি এবং ভালো বোনাস পেতে পারে।


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


Wednesday, February 22, 2023

How to become BANK PO? Eligibility,course duration,exam & salary

 



ভারতের মধ্যে সবথেকে দ্রুত বৃদ্ধি পাওয়া একটা সেক্টরের নাম হলো ব্যাংক।  ব্যাংকে জব করা কিন্তু অনেক মানুষের স্বপ্ন হয়ে থাকে,ব্যাংকিং এমন একটি প্রসেস প্রত্যেক বছর প্রচুর পরিমাণে  রিকুউটমেন্ট করে ।সেখানে স্যালারির পরিমাণ অনেক বেশি এবং সম্মানযোগ্য একটি কাজ ব্যাংকিং ব্যাপারটা  ভারতের ইকোনমিতেও একটা বিশাল বড় সাহায্য করে।



BANK PO ->   ধরো BANK PO Exam সিলেকশন পেয়ে গেছো। পেয়ে যাওয়ার পর ব্যাংকের যে কোন শাখায় বা যেকোনো কাজ পেতে পারো, যেমন - ক্লার্কের কাজ বা ম্যানেজারের কাজ,যাবতীয় যা কাজ 2 বছরের মধ্যে তোমাকে শিখিয়ে দেবে তখন তোমাকে BANK PO  বা প্রফেসরী অফিসার হিসেবে ধরা হবে।


     তোমার যখন 2 বছরের এই প্রিয়ডটা শেষ হয়ে যাবে তারপরে তোমাকে এসিস্ট্যান্ট ব্যাঙ্ক ম্যানেজার হিসেবে নিয়োগ করা হবে।


  ভারতের মধ্যে BANK PO হতে গেলে দুই ধরনের এক্সাম দিতে হবে।


1) SBI   2)IBPS 


* SBI -> STATE BANK OF INDIA  প্রত্যেকটা এসবিআই ব্যাংকের শাখা রয়েছে SBI তার নিজের ব্যাংকের পরীক্ষা নিজেরাই করে থাকে।


*IBPS ->  ভারতের প্রায় এইরকম কুড়িটা ব্যাংক রয়েছে।  ব্যাংকের ওই পরীক্ষা নেয় IBPS যেমন-  ইউকো ব্যাংক, ব্যাংক অফ বরোদা, এলাহাবাদ,এইরকম আরো প্রায় কুড়িটা ব্যাংকে  হয় যে সেক্টর টা পরীক্ষা নেয় সেটা হল IBPS । 


SBI  বছরের মধ্যে একবার পরীক্ষা নেয় IBPS  বছরের মধ্যে একবার পরীক্ষা নেয়। 


 যদি তোমরা PO পদে  নিয়োগ হয়ে যাও তারপর তোমরা ম্যানেজার ->সিনিয়র ম্যানেজার ->চিপ ম্যানেজার পর পর স্টেপ বাই স্টেপ এই পথ গুলোতে তোমরা নিয়োগ হতে পারবে।


IBPS  বছরে চার ধরনের ফর্ম বার করে, 


1)BANK PO


2) BANK CLERK


3) RRB OFFICER ASSISTANT


4) RRB OFFICER


SBI  বছরে তিন ধরনের ফর্ম বার করে,


1)SBI PO


2) SBI CLERK


3)SBI OFFICER


যোগ‍্যতা:- 1)  যেকোন বিভাগের স্টুডেন্ট হও না  কেন যেমন-  সাইন্স কমার্স বা আর্টস বা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো,  তাহলে তুমি ব্যাংক সেক্টরের ফরম ফিলাপ করতে পারো।


2)  এক্ষেত্রে তোমার নাম্বার কোন গ্যালিগেশন থাকছে না, 40%, 50% এইরকম কোন মার্কস ভিউরেশান  নেই তুমি যদি পাশ করে থাকো তাহলে তুমি ব্যাংকের ফর্ম ফিলাপ করতে পারো।


3)  তুমি যদি BANK PO হতে চাও সে ক্ষেত্রে তোমার বয়স হবে 20 থেকে 30 বছর বয়সের মধ্যে যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো,SBI বা IBPS থেকে ফর্ম ফিলাপ করতে পারো।

OBC  ক্যান্ডিডেট যদি হও তাহলে 3 বছর ছাড় পাবে। SC/ST  ক্যান্ডিডেট হলেই 5 বছর এক্সট্রা  ছাড় পাবে। PWD  হয়ে থাকলে দশ বছরে এক্সট্রা ছাড় রয়েছে। যদি কোন মহিলা ডিভোর্সি হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই মহিলা 10  বছরের ছাড়তে থাকবে। 


 পরীক্ষা প্যাটার্ন:-  1) ইংলিশে এবং হিন্দিতে এক্সাম পেপার হয়ে থাকে।


                                            2)ONLINE  এ পরীক্ষা হয়।


                                           3) MULTIPLE CHOISE  এই প্রশ্ন উত্তর থাকে।


                                           4)  তোমার ভুল উত্তরে নেগেটিভ মার্কিং 4  ভুল করলে 1 নাম্বার                                                                                                                 চলে যাবে।


 পরীক্ষায় 3 টাইপের হয়ে থাকে।


1) Primary Exam, 2) Mains, 3) Interview 


* IBPS  প্রত্যেক বছর বছর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তাদের ফর্ম বার করে থাকে।


* SBI  প্রত্যেক বছর ফেব্রুয়ারিতে ফর্ম বার করে থাকে।


*  সোমবার হওয়ার 50  ৫০ দিনের মাথায় এক্সাম শুরু হয়ে যায়


*  প্রাইমারি এক্সাম হওয়ার ঠিক 10 দিন বা 1 সপ্তার মাথায় মেনস পরীক্ষা হয় 


IBPS 


            Pre exam :-                                 


number 

            

    30         English        (20 min)

    35        Resoning      (20min)

    35        Quantitative (20min)

_________                      __________

100         Aptitude          60min 


Interview - 100



Mains Exam:- 


Resoning computer - 45

Dataa analisis          -  35

General economy    -   40

           bankink

English                      -   35

                           ______________

                                      155



SBI


Mains Exam:- 


Resonning - 50 number


English       - 40 number 


Question    -  50

Actitude    


General       -  40


Computer  -  20

                  _________

                      200



Deascriptive:-


Writing & Essay -               50      (30min)

Interview         - Group Dis 20

                 Personal Test    30

                                          __________

                                              100


যেদিন SBI Mains Exam  দেবে সেদিনী Descriptive Exam দিতে হবে।


 স্যালারি:- 27,000 থেকে 35,000 পযর্ন্ত।


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


Tuesday, February 21, 2023

How to become a RBI GRADE -B OFFICER?Eligibility,course duration,exam & salary





 সারা ভারত জুড়ে হাজার হাজার ছাত্রের স্বপ্ন একজন RBI GRADE - B  অফিসার হওয়া। প্রতি বছর প্রায় দু লাখ শিক্ষার্থীর আবেদন করে থাকে। RBI  তে দুই ধরনের অফিসার রয়েছে, 1)  কেন্দ্রীয় অফিসার যা মুম্বাইতে অবস্থিত 2)  অন্যটি আঞ্চলিক অফিস যা বেশিরভাগ অবস্থিত নতুন দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই,হায়দ্রাবাদ, বাঙ্গালোর ইত্যাদি।


1)RBI  অফিসে চাকরি করার জন্য আপনার বয়স সীমা হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে।


2) অবশ্যই ভারতীয় হতে হবে।


 কিভাবে নির্বাচন হবেন :- 


  অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচিত হবে। আবেদনের মূল্য:- GENERAL /OBC -850/-, SC/ST/PWD/EXS - 100/-


 ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI GRADE - B  অফিসারদের নিয়োগের জন্য নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন, প্রার্থীদের যদি নির্দিষ্ট যোগ্যতা না থাকে তাহলে তারা RBI GRADE - B  পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা।


 পরীক্ষার প্রার্থীদের পরীক্ষার অংশগ্রহণের জন্য নিম্নলিখিত যোগ্যতা পূরণ করতে হবে:- 1)  জাতীয়তা 2) শিক্ষাগত যোগ্যতা 3) বয়স সীমা


RBI GRADE - B যোগ্যতা:- 


1) একজন ভারতীয় নাগরিক হতে হবে

2) যে কোন বিষয়ে স্নাতক 60% নম্বর লাগবে


RBI GRADE B AGE LIMIT - Category -WISE



       Category                       Age


            1) General                              30


           2)OBC                                     33


           3) SC/ST                                  35


         4) প্রতিবন্ধী ব‍্যক্তিদের                 40


         5) প্রাক্তন সৈনিক                        35


           6) ব‍্যাংকিং প্রতিষ্ঠান  প্রাক্তন 

        কর্মচারীরা                                  35

 (অর্থনীতির কারণে বা ব্যাংক লিকুজেশনে যাওয়ার বরখাস্ত)


Candidates belonging to the reserved categories enjoy certain relaxation on the RBI GRADE -B AGE Limit.


Category                      AGE Eelaxation


SC/ST                                                     5 Years

OBC                                                      3 Years

 শারীরিক প্রতিবন্ধী                                   10 Years

PH + OBC                                            13  বছর

PH + SC/ST                                          15 বছর


*  পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত ভাবে RBI GRADE - B  মক টেস্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয়।


* RBI GRADE- B  অফিসারের হওয়ার জন্য প্রার্থীদের পরীক্ষার জন্য ছয় বার উপস্থিত হতে পারবে না


* SC/ST, OBC  এবং PWD বিভাগের অন্তর্গত প্রার্থীরা  তাদের জন্য সর্বোচ্চ বয়সসীমা পর্যন্ত যতবার খুশি RBI GRADE - B পরীক্ষা দিতে পারে না


RBI GRADE - B  সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলো:-


RBI GRADE - B  পরীক্ষা একটি দুই ধাপের পরীক্ষা


1)  রতন ধাপ রেজনিং, কোয়ান্টস, ইংরেজি  এবং সাধারণ সচেতনতা থেকে প্রশন রয়েছে।


2)  দ্বিতীয় ধাপে তিনটি বিভাগ রয়েছে:-  অর্থনৈতিক ও সামাজিক বিজ্ঞান ইংরেজি এবং অর্থ ও ব্যবস্থাপনা। 


3) RBI GRADE -B  বয়স সীমা:- 


    RBI Grade -  B  পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বয়স ২১ বছরের কম হলে হবে না এবং RBI GRADE - B  বয়সের সর্বোচ্চ সীমা বিভিন্ন বিভাগের প্রার্থীদের জন্য আলাদা যেমন - ( OBC, SC/ST,PH,PH+OBC  এবং PH+ SC/ST - এর জন্য 3,5,10,13 এবং 15  বছর পর্যন্ত)


4) RBI  অফিসারেরা কি পেনশন পাওয়ার অধিকারী:- 


2004  শালীর আগে যোগদানকারী সমস্ত RBI কর্মচারীরা পেনশন পাওয়ার অধিকারী কিন্তু এখন সমস্ত সরকারি সংস্থান NO পেনশন  স্কিমের আওতায়।



RBIGRADE B SALARY STRUCTURE:-


1) Basic pay -> 55,200

2)Grade allowances -> 6,800

3) Dearness allowances -> 23,144

4)Housing allownses -> 5273

5) Cvps Incentive -> 827

6)Special Prerwisite -> 1465

7) Special allowences -> 1800

8) Local compensatory allowances -> 3664

9) Meal allownce-> 160


  TOTAL ->  1,08,404


RBI GRADE -B অফিসার  চাকরির মেয়াদের 5 বছর পরে 1)ইনক্রিমেন্ট পান -1750 (9 বছর পর্যন্ত )


2) 9 বছর শেষ হওয়ার পরে, আপনার মূল বেতনের :- একটি ইনক্রিমেন্ট পাবেন - 50,900/- (পরর্বতী 2 বছরের জন‍্য) মূল বেতন হতে পারে -> 54400


3) আরও বৃদ্ধি যদি হয় টাকা পাবে - 2000 (পরর্বতী 4 বছরের জন‍্য ) মূল বেতন -> 62400


RBI GRADE- B বেতন সুবিধা এবং ভাতা:- 


  মূল বেতন ছাড়াও RBI GRADE -B  অফিসারদের অন্যান্য অনেক সুবিধা এবং ভাতা দেওয়া হয়।   এই অতিরিক্ত সুবিধা গুলি কর্মীদের  কাজ করতে এবং কাজের পরিবেশকে সুস্থ রাখতে অনুপ্রাণিত করে।


1)স্থানীয় ভাতা 


2) বাড়ি ভাড়া ভাতা:-  যারা ফ্ল্যাট পাননি তাদের জন্য RBI মুম্বাইতে  সেটেলমেন্টের জন্য 2/3 BHK  ফ্ল্যাট পাই তার জন্য 70,000  পরিমাণ টাকা অফার করে


3) গ্রেড ভাতা / Grade allowance


4) বিশেষ ভাতা / Special allowance


5) পরীবহন ভাতা 


6) শিল্প ভাতা :-  তাদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা পান/ প্রতি মাসে প্রায়  INR 4000  এর জন্য বার্ষিক প্রতিদানের পরিমাপ  । 


7)ঋন সুবিধা:- RBI  অফিসাররা একটি যানবাহন বা আবাসনের জন্য সস্তা আহারে ঋণ পেতে পারেন


OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


Wednesday, February 1, 2023

How to become a PUBLIC PROSECUTOR?Eligibility,course duration,exam & salary



 PUBLIC PROSECUTOR 


Public prosecuter এর 2 টো পেপারের exam হয়ে থাকে। Paper -1, Paper -2.


UPSC PUBLIC PROSECUTOR SYLLABUS FOR PAPER -1 


1) Criminal procedure code,1973

2)Indian Evidence Act,1872

3)To prepare Appcal / Revision proposal on given facts.


UPSC PUBLIC PROSECUTOR SYLLABUS PAPER- 2


1) Indian penal code

2) Procedure of civil Right 1955

3)Public Gambling Act 1867

4) Prevention of Atrocities (sc & st)Act 1989

5)Maharastra protection &Preservation of trees Act 1975

6) Juvenile Justice Act

7) Child marrige Restraind Act

8) Bombay Prohibition Act

9) Indian Forest Act 1977

10)Prevention of immoral Traffic Act

11)Explosive substance Act 1908 & Explosive Act 

12) Prevention of Adulteration (Food & Drugs )Act

13)Bombay Police Act

14)Prevention of cruelty to animal Act 1960

15)Indian Arms Act 1959

16) Mental Helth Act 

17)Motor Vehicle Act &Rules

18) Essential Commmodities Act 1955

19) Wild life protection Act

20)Essay on Recent Development in Criminal Law

21)Pre - Natal  Diagnostic Act


* 2টো পেপার 100 Marks হয়ে থাকে 

* পরীক্ষার সময়সীমা 3 ঘন্টার হয়ে থাকে


পাব্লীক প্রসিকিউটার  -এর কাজ কী? 


     সরকার স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গর্ভমেন্টের  পক্ষ থেকে পাবলিক  প্রসিকিউটার কি কেস রিপ্রেজেন্ট করে। কিছু কিছু সময় গভারমেন্ট বিরুদ্ধে কেস রিপ্রেজেন্ট করতে পারে,  একবার যদি পুলিশ সিট ফাইল করে দেয় তখন পাবলিক প্রস্টিটিউটরের কাজ শুরু হয়ে যায় এর ভিতরেও আলাদা আলাদা পোস্ট হয়ে থাকে, পোস্ট অনুযায়ী সবার কাজ আলাদা আলাদা হয়ে থাকে


 পাবলিক প্রসিকিউটর হওয়ার জন্য কি যোগ্যতা লাগবে:-


1) ক্যান্ডিডেটকে দেশে নাগরিক হতে হবে

2) সাধারণত 7 বছরের প্র্যাকটিস থাকতে হবে এডভোকেট হিসেবে

3) ক্যান্ডিডেটের বয়স মিনিমাম 35 years হতে হবে আর ম্যাক্সিমাম লিমিট বয়স 45 years 45 বছর বেশি হলে হবে না বা 35 বছরের কম হলে হবে না।

4) সিডিউল কাস্ট, সিডিউল ট্রাইব এবং ক‍্যাকওর্য়াড  ক্লাস শেষের জন্য বয়স সময়ের সাথে সাথে গভর্মেন্ট ঠিক করে। 



 কি কি পোস্ট থাকে:- 


1)Public Prosecutor

2)Chif Prosecutor

3)Additional Prosecutor

4)Assistant of prosecution

5) Driector of Prosecution



Addional Prosecution -এর  কাজ হলো session   কোর্টে কেসটাকে রিপ্রেজেন্ট করা।


Chief Prosecutor :- Assistant Prosecutor -এর  কাজ সুপারভাইজার করে থাকে।


Public Prosecutor:-


Additional Public Prosecutor -এর  কাঠ সুপারভাইস করতে হবে।


Salary কত হতে  পারে:- 


 পাবলিক প্রসিউটর এক্সপেরিয়েন্সের সাথে সাথে, প্রমোশন বাড়তে থাকে,তার সাথে সাথে স্যালারি ও বেড়ে যায়।


Entry -Level (per Annum )  - 3,50,000

Mid - Level(per Annum)- 8,40,000

Senior -Level (per Annum) - 13,30,000


    যখন পুলিশের ইনভেস্টিগেশন শেষ হয়ে যায় তখন চার্জশিট ফাইল হয় তারপরেই পাবলিক  প্রসিকিউটরের কাজ শুরু হয়,এর কাজ হল কেসের  সাথে জড়িত সব ডকুমেন্ট এবং প্রমাণপত্র কোর্টের সামনে রাখতে হয়, আর কোর্টকে এসিস্ট করতে হয় সঠিক বিচারের জন্য এটা একটা পার্মানেন্ট গভর্মেন্ট জব।


 ইন্ডিয়াতে পাবলিক প্রসিকিউটর হওয়ার জন্য 2 টো পদ্ধতিতে এক্সাম দিতে হয়।


1)APO Exam   2)ADGC Exam


APO  বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে অনেকে চেনে


1)MP PSC ADPO-> Madhya pradesh psc assnt District prosecution officer


2)TSL PRB APP -> Telangana state PRB ASSISTANT Public prosecuter


3) BPSC APO -> Bihar PSC Assistant prosecution officer


State level APO Exam :- 


General exam pattern:-


1) Prelims:- MCQ based paper


2) Mains :- Descriptive exam


3) Interview :- Personality test


Central Exam pattern:- 


written exam                           interview


*PAPER 1

*PAPER 2



PROCESS 3টে পোস্টের হয়ে থাকে 


1)DGC -> District Govt.counsel

2)ADGC -> Additional Dristrict Govt.counsel

3) SDGC-> Govt.counsel


DGC-এর  জন্য মিনিমাম 10 বছরের প্র্যাকটিস দরকার

ADGC -এর  জন্য মিনিমাম 7 বছরের প্র্যাকটিস দরকার।

SDGC  এর জন্য মিনিমাম 5 বছরের প্র্যাকটিস দরকার।


ADGC  প্রসেসে পাঁচ বছরের জন্য এডভোকেট হয়ে থাকে


5 বছরের পরে বা আগে সরকার যদি  ও চেঞ্জ হয়ে যায় তাহলে পরের সরকার যে আসবে তার হাতে একটা ক্ষমতা যাকে যে তোমাকে সরিয়ে অন্য কোন এডভোকেট অ্যাপোয়েন্ট করতে পারবে

OUR YOU-TUBE CHANEL : CLICK ON THE YOUTUBE CHANEL LINK

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK



How to become a loco pilot

  How to become a loco pilot ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা রয়েছে। লোকো পাইলটরা হলেন পেশাদার যারা ট্রেনের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এব...